চোটের কারণে আর্জেন্তিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি তাঁর নতুন ক্লাব ইন্টার মিয়ামির হয়ে খেলতে পারছেন না। শুরুটা মেসি খচিত ভাবে♓ করলেও চোটের কারণে দল থেকে বাদ পড়েন তিনি। মেজর সকার লিগে নিউইয়র্ক সিটির বিরুদ্ধে শনিবারের ম্যাচে নাম ছিল না মেসির। এই নিয়ে মোট তিনটি ম্যাচ দল থেকে বাদ পড়েছেন। মনে করা হচ্ছে আরও বেশ কিছু ম্যাচ মাঠের বাইরেই থাক♒তে হবে তাকে।
২০ সেপ্টেম্বর টরেꦰন্টো এফসি-র বিপক্ষে মিয়ামি জয় লাভ করে। সেই ম্যাচে ৩৮ মিনিটের পরে মেসিকে তুলে নেওয়া হয়। তাঁর অনুপস্থিতি অরল্যান্ডো লিগ খেলা এবং বুধবার ইউএস ওপেন কাপ হিউস্টনের বিরুদ্ধে ম্যাচ হারে ইন্টার মিয়ামি। টরন্টোয় খেলার আগে, বিশ্বকাপ জয়ী তারকা বলিভিয়ায় আর্জেন্তিনার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে যাননি। শনিবারের খেলা মিয়ামির প্লে-অফের যাওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই ম্যাচে মেসি সহ বার্সেলোনাতে তাঁর প্রাক্তন সতীর্থ জর্ডি আলবাকে ছাড়াই খেলতে নামে। তিনি হ্যামস্ট্রিং চোটেরর কারণে দলের বাইরে ছিলেন। নিউইয়র্ক সিটি এফসি বর্তমানে ইস্টার্ন কনফারেন্সের প্লে-অফের স্থান দখল করে আছে। নবম স্থানে বসে আছে মিয়ামির থেকে পাঁচ পয়েন্ট এগিয়ে ফ্লোরিডা। তাদের হাতে দুটি ম্যাচ আছে।
ইন্টার মিয়ামির আর্জেন্তিনা প্রধান কোচ জেরার্ডো মার্টিনো জানিয়েছেন, তাঁর দলে রাইট-ব্যাক ইয়েডলিনও নেই, চোটের কারনে তিনিও দলের বাইরে। মার্টিনো বলেন, 'আমাদের দলে চোট আঘাতের সমস্যা রয়েছে। তবে কিছু করার নেই এটা মানিয়ে নিয়ে চলতে হবে।' মিয়ামি গত মাসে লিগস কাপ জিতে। যার পিছনে মেসির উল্লেখযোগ্য অবদান রয়েছে। কিন্তু এখন তাদের আর্জেন্টাইন তারকার ফিটনেস নিয়ে সমস্যা রয়েছে। মেজর লিগ সকার প্লে-অফ কর𝐆তে লড়াই করতে হবে মেসিকে ছাড়াই। হিউস্টনের কোচ বেন ওলসেন জানান, তাঁর দল মেসি ও আলবার অনুপস্থিতিকে কাজে লাগিয়েছে। তিনি বলেন, 'আমরা মেসি এবং আলবার জন্য সারা সপ্তাহ প্রস্তুতি নিয়েছি। সত্যি কথা বলতে ওরা দলে থাকলে মিয়ামি অনেক শক্তিশালী হয়ে ওঠে। আমি মনে করি মিয়ামি ওদের অভাব অনুভব করেছে।'
উল্লেখ্য, মেজর ল💎িগে শনিবার নিউ ইয়র্কের বিরুদ্ধে ১-১ ড্র করে মিয়ামি। এদিন গোল করে নিউ ইয়র্ক এগিয়ে দেন স্যান্টিয়াগো রড্রিগেজ। যদিও প্রথমার্ধে কোনও গোল হয়নি। ৭৭ মিনিটের মাথায় গোল করেন তিনি। কিন্তু বেশ চাপেই ছিল মিয়ামি। গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ত𒐪ারা। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে অর্থাৎ ইনজুরি টাইমে গোল করে দলের হার বাঁচান থমাস। শেষ পর্যন্ত এই ম্যাচ ড্র হয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।