শুভব্রত মুখার্জি: গুঞ্জন ছিলই। সেই গুঞ্জন এবার বাস্তবে সত্যের মুখ দেখেছে। এবার আনুষ্ঠানিক ঘোষণাও করা হল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তরফে। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে জার্মান রাল্ফ রাংনিককে। তবে এখনও ‘🐻ওয়ার্ক পারমিট’ না প🙈াওয়ায় ম্যান ইউয়ের কোচ হিসেবে দায়িত্ব শুরু করতে পারছেন না জার্মান কোচ।
ম্যান ইউয়ের তরফে সোমবার এক বিবৃতিতে রাংনিককে নিয়োগ কꦿরার বিষয়টি নিশ্চিত করা হয়েছে প্রিমিয়ার লিগের ক্লাবের তরফে। ২০২১-২২ মরশুমের বাকি সময়ের জন্য কোচের দায়িত্ব পালনের পর দু'বছর🥀 ক্লাবের পরামর্শদাতা হিসেবে কাজ করবেন ৬৩ বছর বয়সী রাংনিক।
উল্লেখ্য দলের টানা ব্যর্থতার দায় ভার নিজের কাঁধে নিয়ে꧂ গত ২১ নভেম্বর ইউনাইটেডের কতৃপক্ষের সঙ্গে কথা বলে কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন ওলে গানার সোল্কজায়ের। ফলে সেই জায়গায় আপাতত দায়িত্ব পালন করছেন ম্যাইকেল ক্যারিক। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে 'ওয়ার্ক পারমিট' পাওয়ার পরে তার জায়গাতেই আসবেন হলেন রাংনিক।
উল্লেখ্য রাংনিকের কোচিং ক্যা🍸রিয়ারের অন্যতম বড় অর্জন ২০১১ সালে শালকের হয়ে জ🐼ার্মান কাপের শিরোপা জয় । ২০১০-১১ মরসুমেই তিনি শালকেকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছে দিয়েছিলেন। ২০১৯ জার্মান কাপের ফাইনালে উঠেছিল জার্মান ফুটবলে কার্যত নয়া দল লাইপজিগ। রাংনিক ‘ওয়ার্ক পারমিট’ না পাওয়া পর্যন্ত ক্যারিক দায়িত্ব চালিয়ে যাবেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।