Kalinga Super Cup MBSG vs SDFC Live Match Streaming: মঙ্গলবার থেকে কলিঙ্গ সুপার কাপের আসর বসতে চলেছে ওড়িশা এফসি-র ঘরের মাঠে। এই নক আউট টুর্নামেন্টে প্রতি বারের মতো এ বার༺েও প্রতিটি দলের সামনে কঠিন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। মোহনবাগান তাদের মধ্যে একটি দল। আইএসএল-এ পরপর ৩ ম্যাচে হেরে চাপে ছিল মোহনবাগান। তার মাঝে আবার দলের প্রধান কোচ জুয়ান ফেরান্দোর পদত্যাগ। সবমিলিয়ে কলিঙ্গ সুপার কাপের আগে বেশ চাপে মোহনবাগান সুপার জায়ান্ট।
এবারের সুপার কাপের ফর্ম্যাট অনুযায়ী প্রতিটি গ্রুপের সেরা দলই শুধু সেমিফাইনাল খেলবে। ফলে সেমিফাইনালে যেতে হলে ইস্টবেঙ্গল, হায়দরাবাদ এফসি ও শ্র𒅌ীনিধি ডেকানের বাধা টপকাতে হবে মোহনবাগান সুপার জায়ান্টকে। গ্রুপের প্রতিটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ হতে চলেছে মোহনবাগানের। ফলে প্রথম ম্যাচ থেকেই দারুণ খেলতে চায় সবুজ মেুন ব্রিগেড। শ্রীনিধি ডে🅰কানের বিরুদ্ধে জয় দিয়ে সুপার কাপের অভিযান শুরু করতে চায় মোহনবাগান।
তবে মাঠে নামার আগে কঠিন চাপে রয়েছে মোহবাগান। দলের কোচ 💯বদল হয়েছে। একাধিক ফুটবলার চোট সমস্যায় ভুগছেন, তার মধ্যে বহু ♛ফুটবলার দেশের দায়িত্ব পালন করতে ভারতীয় দলে রয়েছেন। এমন অবস্থায় নিজেদের সেরাটা দেওয়াটা যে বেশ কঠিন তা সকলেই জানেন। তবে দলের বিদেশিদের দিকেই তাকিয়ে থাকবে গোটা সবুজ-মেরুন শিবির।
চলুন দেখে ন🌞েওয়া যাক কখন, কোথায়, কীভাবে দেখไবেন এই ম্যাচ।
মোহনবাগান সুপার জায়ান্ট মঙ্গলবার স𒈔ুপার কাপের ম্যা༺চে কাদের মুখোমুখি হবে?
এই ম্যাচে শ্রীনিধি ডেকানের বিরুদ্🥀ধে মুখোমুখ♍ি হবে মোহনবাগান সুপার জায়ান্ট
MBSG vs SDFC ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হবে?
এই ম্যাচের ভেন্যু হল- কꦐলিঙ্গ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে, ভুবনেশ্বর
MBSG vs SDFC ম্যাচটি কখন শুরু হবে?
এই ম্য♍াচটি শুরু হওয়ার সময় হ𓃲ল- ৯ জানুয়ারি, ২০২৪, রাত ৭.৩০
MBSG vs SDFC ম্যাচের সরাসরি সম্প্রচার ও স্ট্রিমিং ꦿকোথায় হবে𝔉?
এই ম্যাচটি সরাসরি সম্প্রচার ও টিভিতে স্ট্রিমিং হবে স্পোর্টস ১৮ খেল- হি🎀ন্দি, স্পোর্টস ১৮-এ। এ ಞছাড়াও ম্যাচটি লাইভ স্ট্রিমিং হবে জিও সিনেমায়।
MBSG vs SDFC ম্যাচ সংক্রান্ত সকল তথ্য ও খবরের 🐻জন্য আপনাকে চোখ রাখতেই হবে HT বাংলায়।
চলুন দেখে নেওয়া যাক মোহনবাগানের সম্ভাব্য একাদশ-
মোহনবাগান সুপার জায়ান্ট: আর্শ শেখ (গোলরক্ষক); আশীষ রাই, হেক্টর ইউস্তে, আনোয়ার আলি, সুমিত রাঠি, দীপক টাংড়ি, গ্লান মার্টিন্স, দিমি��ত্রি পেত্রাতোস, হুগো বুমোস, কিয়ান নাসিরি, জে🌃সন কামিংস
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।