রবিবার আইএসএলের ফিরতি ডার্বি। প্রথম পর্বের ঠিক ৩৬ দিন পরে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল এবং ဣমোহনবাগান। গত ডার্বিতে খেলার ফল ছিল ২-২। যা ছিল লিগের ইতিহাসে প্রথম। কারণ এবারে𒈔র প্রথম লেগে ডার্বি ড্রয়ের আগে, আইএসএলে বাগানের বিরুদ্ধে বাকি সব ম্যাচ হেরেছিল লাল-হলুদ ব্রিগেড। এ বার ফের পরিস্থিতি আলাদা। ইস্টবেঙ্গল আবার বেশ চাপেই রয়েছে। সেখানে অনেক বেশি আত্মবিশ্বাসী মোহনবাগান। ধারেভারে আপাতত বাগানই এগিয়ে রয়েছে বলে মনে হচ্ছে।
তবে ডার্বির ইতিহাস বলছে, এই ম্যাচের ভবিষ্যদ্বাণী বেশিরভাগ ক্ষেত্রেই মেলেনি। গত ম্যাচে ৮৭ মিনিটের মাথায় যাঁর দেওয়া গোলে প্রায় জেতা ম্যাচ ড্র করে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিল ইস্টবেঙ্গল, সেই অস্ট্রেলীয় স্ট্রাইকার দিমিত্রি পেত্রাতোস ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হলে, তাঁকে প্রশ্ন করা হয়েছিল, অন্যান্য দলের তুলনায় ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল করা তাঁর কাছে সহজ? কারণ, এর আগেও তিনি ডার্বিতে গোল কর🔥েছেন। এই প্রশ্নের উত্তরে দিমি বলেন, ‘কোনও দলের বিরুদ্ধে গোল করাই সহজ নয়। তবে প্রতিপক্ষের রক্ষণ কী রকম, তা নিয়ে বেশি না ভেবে নিজেদের খেলায় মনোনিবেশ করাই ভালো। যাতে ম্যাচে সব কিছু ঠিকঠাক হয় এবং দল হিসেবে নিজেদের সেরা পারফরম্যান্স করে ম্যাচটা জেতা যায়।’
সঙ্গে তিনি যোগ করে🗹ছেন, ‘ডার্বিতে গোল আমার কঠোর পরিশ্রমের ফল এবং সতীর্থদের সাহায্য ছাড়া তা সম্ভব নয়। একা একা কোনও কিছুই করা সম্ভব নয়। তবে আমি যাই করি, পুরোটাই দলের কৃতিত্ব। কে গোল করল, সেটা বড় কথা নয়। কারণ, আমরা দল হিসেবে খেলি। গোল করা এবং গোল করতে সাহায্য করা, দুটোই আমার পছন্দের কাজ। আসল লক্ষ্য তো দলকে জেতানো। সেখানে গোল করলাম, না করতে সাহায্য করলাম, সেটা গুরুত্বপূর্ণ নয়।’
জনি🅠 কাউকো এবার বেশ ভালো ছন্দে রয়েছেন। ডার্বিতে তাঁর দলে থাকাটা আলাদা মাত্রা যোগ করবে বলে মনে করেন পেত্রাতোস। তিনি বলেছেন, ‘জনি অসাধারণ ফুটবলার এবং আমরা ওকে দলে পেয়ে খুশি। আমরা দু’জনেই চাই প্রতি ম্যাচে উন্নতি করতে এবং এই দিক থেকে আ💟মাদের মধ্যে মিল আছে।’
নতুন বছর শুরু হওয়ার পর মোহনবাগান সুপার জায়ান্ট এখনও পর্যন্ত একটি ম্যাচেও হারেনি, বরং আটটির মধ্যে ছ’টি ম্যাচেই জিতেছে। নতুন কোচ আন্তোনিও লোপেজ হাবাস🐎ের পাশাপাশি মিডফিল্ডার জনি কাউকো-র প্রত্যাবর্তনও বাগানকে বড় অক্সিজেন দিয়েছে। ডার্বির আগে কাউকো বলেছেন, ‘কুয়াদ্রাতের কোচিংয়ে ইস্টবেঙ্গল আগের মরশুম🎀ের থেকে এখন অনেকটাই জমাটি ফুটবল খেলছে। যেখানে ফাঁকফোকর অনেক কম থাকছে। তবে ঠিক চাপ বলব না। কোনও ক্ষেত্রেই আমি চাপ বোধ করি না। বলতে পারেন সমর্থকদের ভরসার পাত্র হওয়ার জন্য নিজের উপর দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে।’
ইস্টবেঙ্গলের বড় ভরসা ব্রাজিলীয় স্ট্রাইকার ক্লেটন সিলভা। ডার্বির আগে তিনি বলেছেন, ‘ডার্বি নিয়ে বেশি ভাবনা-চিন্তা করলেই মনের উপর চাপ✨ বাড়ে। তাই আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করি। এই ডার্বিতে জিততে চাই। চেষ্টা করব ডার্বিতে ফের গোল করতে।’
ডার্বির আগে এফসি গোয়ার বিরুদ্ধে ইস্টবেঙ্গল হতাশাজনক ফুটবল খেলেছে। ০-১ তারা ম্যাচটি হেরেওছে। তার আগে ওড়িশার বিরুদ্ধে হেরেছে। ক্লেটন এই প্রসঙ্গে বলছিলেন, ‘আগের ম্যাচে গোয়া আমাদের মাঝমাঠকে অচল করে দিয়েছিল। আমরা কেউই সেই ব্যর্থতা ভুলতে চাই না। বরং শিক্ষা নিয়ে🎃 ঘুরে দাঁড়াতে চাই। ডꦚার্বিতে আমাদের মাঝখান দিয়ে আক্রমণ করতে হবে। পাশাপাশি দুই প্রান্ত দিয়েও উঠে আসা অত্যন্ত জরুরি। ক্রেসপো দলে ফিরলে খুবই ভালো হবে। ওকে আমাদের বিশেষ ভাবে প্রয়োজন।’
সাউল ক্রেসপো শনিবার আবার সাংবাদিকদের বলেন, ‘আমরা জানি, মোহনবাগান এসজি খুব ভালো দল। কিন্তু আমাদের সেরা ছয়ে পৌঁছতে গেলে ওদের হারাতেই হবে। দলের ওপর আমার পুরো ভরসা আছে। ডার্বি জেতার মতো আত꧑্মবিশ্বাস আছে আমাদের। দলের ফিজিও এবং ট্রে♈নারদের সঙ্গে কাজ করার পর আমি এখন একশো শতাংশ ফিট। ডার্বিতে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’
ডার্বিতে একাধিক গোল করা ইস্টবেঙ্গলের নন্দকুমার শেকর আবার বলেছেন, ‘বড় ম্যাচে গোল করতে কে না চায়? অবশ্যই রবিবার আবার গোল করতে চাই। আমি আশাবাদী, আমরা এই ম্যাচটা জিততে পারব। আমরা সব ম্যাচেই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করি। কিন্তু সব ম্যাচে তা হয়ে ওঠে না। গোয়ায় সে রকমই একটা ম্যাচ ছিল। তবে প্রতি ম্যাচের পরে কোচ আমাদের ভুলভ্রান্তি ধরিয়ে দেন। গোয়া ম্যাচে কোথায় কী ভুল হয়েছে, তা উনি বুঝিয়েছেন। পয়েন্ট টেবলের দিকে তাকিয়ে লাভ নেই। আমাদের আগে ম্যাচটা জিততে হবে। তার পরে দেখা যাবে, কী হয়। আমাদের🦋 নাম্বার সিক্স নিয়ে একটা সমস্যা ছিল। ক্রেসপো দলে ফিরলে সেই সমস্যা অনেকটাই মিটে যাবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।