মোহনবাগানের প্রাক্তন ফুটবলার হেনরি কিসেক্কাকে সই করিয়ে আই লিগে নিজেদের শক্তি বাড়াল মহমেডান স্পোর্টিং। রবিবার ব্যক্তিগত কারণে ইসমাইল তান্দির লিগের মাঝ পথে চুক্তি ছেদ করে উড়ে যান দেশে। বসনিয়া-হারজেগোভিনার এই স্ট্রাইকারের পরিবর্তন তড়িঘড়ি খোঁজা শুরু করে মহমেডান। শেষ পর্যন্ত পরীক্ষিত ব🍰িদেশির উপরই ভরসা রাখলেন সাদা-কালো কর্তারা।
হেনরি কিসেক্কা ভারতীয় ফুটবলে পরিচিত মুখ। ৩২ বছর বয়সী উগান্ডার এই স্ট্রাইকার ২০১৭-১৮-তে গোকুলাম কেরলের হাত♐ ধরে ভারতীয় ফুটবলে যোগ দিয়েছিলেন। ওই মরশুমে গোকুলামের হয়ে ৭ ম্যাচে ৪ গোল করেন তিনি। গোকুলামের হয়ে ২০১৮ সালের ১৫ মার্চ আইএসএল-এর দল নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জোড়া গোল করেন। তাঁর করা গোলের কারণে𓆉ই ২০১৮ ইন্ডিয়ান সুপার কাপের ফাইনাল রাউন্ডে যোগ্যতা অর্জন করে গোকুলাম কেরল।
কিসেক্কার দুরন্ত পারফরম্যান্সের জেরেই তাঁরে ২০১৮-১৯ মরশুমে সই করায় মোহনবাগান। সবুজ-মেরুনের হয়ে ১৯ ম্যাচে ৫ গোল করেছেন তিনি। মোহনবাগানের কলকাতা লিগ জ𝔍য়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন হেনরি কিসেক্কা।
২০১৯-২০ মরশুমে﷽ মোহনবাগান তাঁকে ছেড়ে দিলে তিনি নিজের পুরনো ক্লাব গোকুলামে ফির যান। সেই বছর গোকুলমের জার্সিতে ২৩ ম্যাচে ১৪টি গোল করেন। ওই মরসুমে ইস্টবেঙ্গল-মোহনবাগানের মতো কঠিন প্রতিপক্ষকে পরাস্ত করে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয় গোকুলাম কেরল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।