শুভব্রত মুখার্জি: চলতি মরশুমেই আইএসএলে খেলবে কলকাতার অন্যতম প্রধান দল মহমেডান স্পোর্টিং ক্লাব। গত বছরেই তারা আইলিগের খেতাব জিতে এই যোগ্যতা অর্জন করেছে। এবারের আইএসএলে নামার আগে ধীরে ধীরে নিজেদের ঘর গোছাতে শুরু করে দিয়েছে সাদা কালো শিবির। প্রথমেই ডিফেন্সের প্রতি দেওয়া হয়েছে বিশেষ নজর। ডিফেন্সকে শক্তিশালী করতে ঘানার এক ডিফেন্ডারকে সই করিয়ে ফেলল তারা। আব্দুল মহম্মদ কাদিরির সঙ্গে দুই বছরের চুক্তি সেরে ফেলল মহমেডান। খেলার জগতে একটা কথা বহুল প্রচলিত রয়েছে।আর তা হল 'মাল্টি ট্যালেন্টেড ' অর্থাৎ বহুমুখী প্রতিভা। মানে যিনি অনেক কিছু ভিন্ন কাজ করাতে পারদর্শী। কাদিরিকে বহুমুখী প্রতিভার অধিকারী বলা যেতে পারে। তিনি যেমন সেন্ট্রাল ডিফেন্স দেখেতে পটু তেমন পটু ব্যাক হিসেবে খেলতে ও।🅠 পাশাপাশি꧑ ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ও তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ।ফলে কাদিরিকে নিয়ে আশায় বুক বাঁধছেন সাদা কালো সমর্থকরা।
১৯৯৬ সালের ৭ মার্চ ঘানাতে জন্ম কাদিরির। ২৬ বছর বয়সি কাদিরি একজন পেশাদার ফুটবলার। ঘানার ওবুয়াসি প্রদেশে জন্ম হওয়া এই ফুটবলার বেশ দীর্ঘদেহী। ছয় ফুট এক ইঞ্চি উচ্চতা রয়েছে তাঁর। তাঁর ফুটবলের কেরিয়ার শুরু হয় অশান্তি গোল্ড নামক একটি ক্লাবে। এ🌱রপর ২০১৫-১৬ মরশুমে এই ক্লাবের হয়েই সিনিয়র পর্যায়ে খেলার সুযোগ পান তিনি। ২০১৬ সালেই তিন বছরের চুক্তিতে চলে যান অস্ট্রিয়া উইনে। যার মধ্যে ২০১৮-১৯ তিনি লোনে খেলেছেন আর্সেনাল তুলা। ২০১৯-২৩ তিনি খেলেছেন ইউক্রেনের প্রখ্যাত ক্লাব দিনামো জাগ্রেবের হয়ে। সেখানে ২০২০-২১, ২০২১ এবং ২০২২ সালে তিনটি ভিন্ন ভিন্ন ক্লাবের খেলেছেন লোনে। যার মধ্যে রয়েছে চর্নোমোরেটস ওড়েশা এবং বুদাপেস্ট হর্নবেডের হয়ে।
২০২৩-২৪ মরশুমে তিনি খেলেছেন আজারবাইজানের শীর্ষ লিগে। আরাজ নাক্সিভান ক্লাবের হয়ে এই মরশুমে ৩১টি ম্যাচ খেলেছেন তিনি। যার মধ্যে তিনটি ম্যাচে গোল করেছিলেন তিনি। এখন পর্꧑যন্ত মোট ৭টি গোল করেছেন তিনি। ঘানা প্রিমিয়র লিগ এবং ঘানা কাপ জয়ী অশান্তি গোল্ড ক্লাবের হয়ে তিনি মোট ২০টি ম্যাচ খেলেছেন এক মরশুমে। ২০১৬ সালে জাতীয় দলের স্কোয়াডে অভিষেক হয়♊েছিল তাঁর। সেবার তিনি জাতীয় দলের স্কোয়াডে ছিলেন বটে তবুও ম্যাচ খেলার সুযোগ পাননি। মহমেডান স্পোর্টিং ক্লাব এই মুহূর্তে খেলছে কলকাতা লিগে। এরপর ডুরান্ড কাপ খেলবে তারা।তারপরেই ধীরে ধীরে শুরু হবে আইএসএলে প্রথমবার খেলার প্রস্তুতি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।