আর এক সপ্তাহ নেই বাকি! তারপরই নতুন বছর। আর এই বছরের শুরুতেই ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য রয়েছে একটি বিশেষ চমক। কি সেই চমক? জানুয়ারি মাসে শুরু হবে সুপার কাপ। ইতিমধ্যেই এই টুর্নামেন্টে ছাপ ফেলতে প্রস্তুতি শুরু করে দিয়েছে অংশগ্রহণ করা সবকটি দল। তবে এরই মাঝে এই টু💞র্নামেন্টকে ঘিরে এলো একটি নতুন খবর। হচ্ছে না তিন প্রধানের লড়াই। টুর্নামেন্ট খেলতে চাইছে না মহমেডান স্পোর্টিং। দলের তরফ থেকে সরকারিভাবে ফেডারেশনকে জানিয়ে দেওয়া হয়েছে এমন কথা। যদিও এই বিষয় দীর্ঘদিন ধরেই চলছিল জল্পনা, তবে অবশেষে লাগল সিলমোহর।
জানুয়ারি মাসের প্রথমদিকেই শুরু হবে সুপার কাপ। তার আগে কোন গ্রুপে কারা থাকবে, সেই সম্বন্ধে জানিয়ে দিয়েছে ফেডারেশন। যদিও বিশেষ চমক একই গ্রুপে দেখা যাবে দুই চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে। 'গ্রূপ এ'তে ঠাঁই পেয়♚েছে দুজন। বছরের শেষের আই-লিগের টেবিল টপার হয়ে থাকার জন্য সেই গ্রুপেই জায়গা দেওয়া হয়েছিল মহমেডান স্পোর্টিং ক্লাবকে। তবে সরকারিভাবে তারা ঘোষণা করে দিলেন যে জানুয়ারির প্রথমদিকে তারা সুপার কাপ খেলতে পারবে না। যদিও এক দলীয় সূত্র মারফত জানা গিয়েছে যে এই মুহূর্তে দলের মূল দলের উদ্দেশ্য 'আই-লিগ' জেতা এবং আপাতত সেটার উপরই মনোযোগ দিচ্ছে তারা। ক্𒀰লাবের ইনভেস্টার সংস্থার এক কর্তা জানিয়েছেন যে এই মুহূর্তে সুপার কাপ খেলে তাদের কোন লাভ হবেনা, বরং আই-লিগের উপর মনোযোগ দিলেই কাজের কাজ হবে এবং সেটা সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
সেই ব্যক্তির বলেন, 'দেখুন এই মুহূর্তে আমরা একটা ব্যস্ত মরশুম দিয়ে যাচ্ছি। আমাদের ছেলেরা আই লিগে দুর্দান্ত পারফর্ম করেছে। এখনও পর্যন্ত শীর্ষস্থানে রয়েছি আমরা। এটা সত্যিই খুব ভাꦏলো বিষয় এবং পুরো কৃতিত্বই আমি দলের ক্রিকেটারদের দেব। তবে সত্যি বলতে গেলে এই মুহূর্তে সুপার কাপ খেলে আমাদের কোন লাভ হবে না। এর চেয়ে যদি আমরা নিজেদের মনোযোগ পুরোপুরি আই লিগের উপর দিই তাহলে সেটা অনেক ভালো হবে এবং লাভটাও আমাদেরই হবে।'
পাশাপাশি তিনি জানান আই লিগ জিতে আইএসএলে অংশগ্রহণ করার কথা🃏। তিনি বলেন, 'এই টুর্নামেন্ট যদি আমরা জিততে পারি তাহলে আইএসএলের আগামী মরশুমে আমরা অংশগ্রহণ করতে পারব, যেটা আমাদের খেলোয়ার এবং গোটা দলের জন্য ভালো হবে। তাই আপাতত অন্যকিছুর দিকে না দেখে আমরা এদিকেই মনোযোগ দিচ্ছি।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।