শুধু একটা দেশের ইতিহাস তৈরি হল না। ইতিহাস তৈরি হল একটা পুরো মহাদেশের। সেই ইতিহাস তৈরির পর আবেগে ভেসে গেলেন মরক্কোর ফুটবলাররা। সকলেই মাঠের মধ্যে 'সাজদা' করলেন।ꦏ যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সেইসঙ্গে মাঠের মধ্যেই মায়ের সঙ্গে সোফিয়ান বুফালের নাচও মন জিতেছে নেটিজেনদের।
শনিবার পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে মরক্কো (গ্রুপে বেলজিয়াম ও রাউন্ড অফ ১৬-এ স্পেনকেও হারিয়েছিল মরক্কো)। শুধু তাই নয়, ফুটবল বিশ্বকাপের⭕ ইতিহাসে এই প্রথম আফ্রিকার কোনও দল শেষ চারের পর্যায়ে খেলবে। যা শুধু মরক্কোর জন্য নয়, পুরো আফ্রিকার ফুটবলের জন্য🍒 সূর্যোদয় হয়েছে। বিশ্ব ফুটবলের মঞ্চে একটা নবজাগরণ হয়েছে পুরো মহাদেশের।
আরও পড়ুন: ভিডিয়ো: ঐতিহাসিক জয়ের পরে 👍মাঠের মধ্যেই মায়ের সঙ্গে নাচলেন মরক্কোর তারকা ফ꧟ুটবলার
আর যাঁরা সেই ইতিহাস তৈরি করেছেন, তাঁরা পর্তুগালের বিཧরুদ্ধে কাতারের আল থুমামা স্টেডিয়ামে শেষ বাঁশি বাজার পর আবেগে ভেসে যান। ফেটে পড়েন উচ্ছ্বাসে। জয়ের জন্য আল্লাহকেও ধন্যবাদ জানান মরক্কোর খেলোয়াড়রা। মাঠের মধ্যেই 'সাজদা' করেন আচরাফ হাকিমি, ইয়াসিন বোনোরা। যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এক নেটিজেন বলেন, 'যখন মরক্কোর দল একসঙ্গে আল্লাহের কাছে সাজদা করছিল, সেই মুহূর্তটা অসামান্য ছিল।'
তারইমধ্যে সোশ্যাল মিডিয়ায় আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। তাতে দেখা গিয়েছে, জয়ের পর মায়ের সঙ্গে ম꧅াঠেই নাচছেন মরক্কোর খেলোয়াড় সোফিয়ান। ছেলেও আবেগতাড়িত হয়ে পড়েছেন। মাও ছেলের সাফল্যের আনন্দে ভেসে যাচ্ছেন। মা'কে চুম্বনও করতে দেখা যায় সোফিয়ানকে। যে মুহূর্তের কোলাজ দেখে মন জুড়িয়ে গিয়েছে নেটিজেনদের।
আরও পড়ুন: FIFA World Cup 2022: আফ্র꧙িকার প্রথম দেশ হিসেবে শেষ চারে মরক্কো, ইতিহাস গড়ল আর🀅ব দুনিয়ার প্রতিনিধি
এক নেটিজেন বলেন, 'এটা সেরা।' অপর একজন বলেন, 'আমি এটা বারব✅ার দেখতে পারি। অপরিসীম আনন্দ। অভিনন্দন মরক্কো।' একজন আবার ইমোজি পোস্ট করেন, 'কী কিউট মুহূর্ত।' একজন আবার লেখেন, ‘এটা 🌠আফ্রিকার সময়, এটা মরক্কোর সময় (দিজ টাইম ফর আফ্রিকা, দিজ টাইম ফর মরক্কো)।’
সেমিফাইনালে কাদের বিরুদ্ধে নামবে মরক্কো?
বিশ্বকাপের সেমিফাইনালে গতবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্সের বিরুদ্ধে নামবে মরক্কো। আগামী বুধবার (ইংরেজি মতে বৃহস্প🌳তিবার, ভꦆারতীয় সময় অনুযায়ী) মরক্কোর সেমিফাইনাল ম্যাচ আছে। কাতারের আল বায়াত স্টেডিয়ামে সেই ম্যাচ হবে। যে ম্যাচটা মরক্কোর জন্য অত্যন্ত কঠিন হলেও আশায় বুক বাঁধছেন হাকিমিরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।