গত ম্য়াচে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে যুগ্ম গোল করেছিলেন নেইমার। জাপানের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্য়াচেও ফে💙র একবার জালে বল জড়িয়ে দিয়ে গুটি গুটি পায়ে সেলেসাও জারဣ্সিতে পেলের সর্বকালের গোলের রেকর্ডের দিকে আরও এক পা এগিয়ে গেলেন নেইমার।
বৃষ্টিস্নাত স্টেডিয়ামে ব্রাজিলকে বিশেষত নেইমরাকে বারংবার গোল করা থেকে ব্যাহত করেন জাপান গোলরক্ষক সুইচি 🍰গোন্ডা। ম্যাচের মাত্র দুই মিনিটেই এগিয়ে যেতে পারত ব্রাজিল। তবে নেইমারের দারুণ ব্যাকহিল থেকে লুকাস পাকুইতার শট বারে লাগে। রাফিনহার শট প্রথমে পা দিয়ে বাঁচিয়ে গোন্ডা নিজের প্রথম বড় সেভ করেন। এরপর দুর্ধর্ষভাবে ঝাঁপিয়ে নেইমারের বাঁক খাওয়ানো শট আটকান তিনি। প্রথমার্ধ শেষের তিন মিনিট আগে ফের একবার নেইমারকে গোল করা থেকে প্রতিহত করেন গোন্ডা।
আরও পড়ুন:- 🍷বিশ্বকাপ জিততে নেইমার নির্ভরশী🎀ল নয় ব্রাজিল, সাহসী মন্তব্য কোচ তিতের
আরও পড়ুন:- পাঁচে ৫-ইতিহাসে মেসি, পেলেকে টপকে দ্বিতীয় সর্🐭বোচ্চ গো🍷লদাতা হওয়ার নজিরও দখল করলেন
দ্বিতীয়ার্ধেও ব্রাজিল এবং নেইমারের দাপট অব্যাহত থাকে। আবারও নেইমারের এক শট গোন্ডা সেভ করে দেন। তবে পরিবর্ত হিসাবে রিচার্লসন বলের দখল নিতে গেলে তাঁকে এন্ডো পেনাল্টি বক্সে ফাউল করে বসেন। ৭৭ মিনিটে নেইমারই প্রাপ্ত পেনাল্টি থেকে ম্যাচের একমা🅷ত্র গোলটি করে সেলে🐲সাওকে জয় এনে দেন। এর ফলে জাতীয় দলের জার্সিতে ১১৯টি ম্যাচে ৭৪টি গোল করে ফেললেন নেইমার। পেলের সর্বকালীন রেকর্ড ছুঁতে তাঁকে আর মাত্র তিনটি গোল করতে হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।