এ বছরের উইম্বলডনের প্রস্তুতি সারতেই রোলাঁ গারোয় তৃতীয় রাউন্ডে জিতেও সরে দাঁড়ান রজার ফেডেরার। পূর্ব পরিকল্পনা অনুযায়ী জার্মানিতে হল ওপেন টুর্নামেন্টে ঘাম ঝড়াতে দেখা যায় সুইস তারকাকে। বেল🔯ারুশের ইলিয়া ইভাশকাকে হার🐽িয়ে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে নিজের জায়গা পাকা করলেন টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রজার।
৭-৬ (৪), ৭-৫ স্কোরলাইনে স্ট্রেট সেটে জয়লাভ করলেও ১.৯৩ মিটার লম্বা ইভাশকার বিরুদ্ধে ম্যাচের শুরুর দিকে স্বাচ্ছন্দ্যে ছিলেন না এই টুর্নামেন্টের ১০ বারের বিজেতা। তাঁর ব্যাক হান্ড ঠিকঠাক জায়গায় রাখতে পারছিলেন না, এমনকি ইভাশকার সার্ভিসেও পয়েন্ট জিততে ব্যর্থ হচ্ছিলেন♑ রজার। তবে প্রথম সেট টাই-ব্রেকারে যেতেই নিজের ফর্ম ফিরে পান রজার। দ্বিতীয় রাউন্ডে ঘাসের কোর্টের সর্বকালের মতান্তরে সেরা খেলোয়াড়কে টক্কর দিলেও শেষের দিকে চাপে পড়ে যান ২৭ বছর বয়সী বেলারুশ তারকা। তাঁর ফল্টেই ম্যাচ শেষ হয়।
ম্যাচ জিতে ফেডেরার বলেন, ‘হলে প্রথম রাউন্ডের ম্যাচ সবসময়ই কঠিন হয়। বিশেষ করে ওর (ইভাশকা) ম🉐তো খেলোয়াড়রা, যারা বড় সার্ভ করেন, তাঁদের বিরুদ্ধে ছন্দে ফেরার কাজটা একটু বেশিই মুশকিল।’ তবে প্রথম সেটে চাপের মাঝেও নিজেকে শান্ত রাখতে সক্ষম হন ‘ফেডেক্স’। পরবর্তী রাউন্ডে তাঁর প্রতিপক্ষ কানাডার ফেলিক্স অগার-আলিয়াসিমে বা পোল্যান্ডের হুবার্ট হারকাজ ম্যাচের বিজয়ী।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।