বাকি মাত্র আর কয়েক ঘন্টা। ﷽কাতার বিশ্বকাপ ২০২২ ফাইনালের মুখোমুখি আর্জেন্তিনা ও ফ্রান্স। আর্জেন্তিনা দল মেসির শেষ বিশ্বকাপে তাঁর হাতে ক♎াপ দেখার জন্য কোনও খামতি রাখছে না। সেই লক্ষ্যেই আর্জেন্তিনার প্রাক্তন তারকা খেলোয়াড় সার্জিও আগুয়েরো যোগ দিয়েছেন আর্জেন্তিনা শিবিরে।
আরও পড়ুন… IPL-এ ধোনি ব্যাট ꦬকরতে নামলে KKR কর্ণধার শাহরুখ খানের অবস্থা 🎉কী হয় জানেন!
মেসির শৈশবের বন্ধু এই তারকা খেলোয়াড়। আর্জেন্তিনার যুব দলের হয়ে খেলার সময় থেকেই তারা রুম পার্টনার ছিলেন। বিশ্বকাপের ফাইনালে আগে ফের তারা রুম শেয়ার করেছেন বলে জানা গিয়েছে। ২০২১ সালে সার্জিও🎶 আগুয়েরো নিজের হৃ𝐆দরোগের সমস্যার জন্য অবসর ঘোষণা করেছেন। সার্জিও আগুয়েরো অবসর ঘোষণার পরে মেসি একটি আবেগপ্রবণ পোস্ট করেছিলেন। তাতে তিনি বলেছিলেন, ‘আমরা একসঙ্গে খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছি। তবে যে সময় গুলো আমাদের কঠিন ছিল সেগুলো আমাদের বন্ধুত্বকে আরও মজবুত করেছে। আমরা যারা তোমাকে ভালোবাসি সর্বক্ষণই তোমার সঙ্গে থাকবো। আশা করি আগামীতে তুমি সুস্থ থাকবে।’
আরও পড়ুন… খুব কষ্ট করে জিতলাম- দলকে পুরো কৃতিত্ব দিলেন কেএল রা𒅌হুল
বিশ্বকাপ শুরুর সময় সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচে সার্জিও আগুয়েরোকে ট🌠িমের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। সে বিষয়ে আর্জেন্তিনার ফুটবল ফেডারেশনকে কটাক্ষ করে সার্জিও বলেছিলেন, ‘আমাকে ঢুকতে দিতে না চাইলে সেটা মুখের উপর বলা উচিত।’ আগুয়েরোর অভিযোগ ছিল তাঁকে আটকানো হলেও অনেকেই মেসির সঙ্গে এসে দেখা করতে পেরেছেন। যা তিনি মোটেও ভালোভাবে নেননি। ফিফার আমন্ত্রণে বর্তমানে তিনি কাতারে র♛য়েছেন। বুধবার, আগুয়েরোকে বিশ্বকাপের ফাইনালের আগে দোহায় আর্জেন্তিনার প্রশিক্ষণ শিবিরে দেখা গিয়েছিল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।