শুভব্রত মুখার্জি : আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি এবং স্প্যানিশ জাযꦿ়ান্ট বার্সেলোনা ক্লাবের নাম একটা সময়ে সমার্থক ছিল। বার্সার অ্যাকাডেমি লা মাসিয়া থেকে শুরু হয়েছিল মেসির পথচলা। তারপরের ইতিহাস সকলের জানা। দীর্ঘ পথ চলার পরে ২০২১ সালে ছাড়াছাড়ি হয় বার্সেলোনা ক্লাব এবং মেসির। আর্থিক সমস্যার কারণে মেসিকে ছাড়তে বাধ্য হয়েছিল বার্সেলোনা। এরপর পিএসজিতে চুক𒈔্তিবদ্ধ হন তারকা। সেখানে আসন্ন জুনেই শেষ হচ্ছে তাঁর চুক্তি। আর এমন আবহেই মেসিকে বার্সেলোনাতে ফেরাতে যে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবেন তা স্পষ্ট জানিয়েছেন বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা।
আরও পড়ুন… রিঙ্কু ভাঙলেন র🌱াসেলের রেকর্ড! এই বিষয়ে সূর্য-ফ্যাফ-পুরানকে পিছনে ফেললেন KKR তারকা
সময়টা এই মুহূর্তে ভালো যাচ🍌্ছে বার্সেলোনা ক্লাবের। গত ম্যাচে তারা এস্পানিওলকে হারিয়ে ২৭তম বার লা লিগা চ্যাম্পিয়ন হয়েছে। মেসি ক্লাব ছাড়ার পর এই প্রথমবার তারা লিগ শিরোপা জিতেছে। এমন আবহে এখন আর্জেন্তাইন এই তারকাকে ফিরিয়ে আনার চেষ্টাও চালাচ্ছে কাতালান ক্লাব।
আরও পড়ুন… সফট সিগন্যাল নিয়ে আর বিতর্ক থাকবে না!🔜 WTC ফাইনাল থেকেই উঠে 🍸যাচ্ছে নিয়ম
এস্পানিওলের মাঠে রবিবার রাতে রবার্ট লেভানডস্কির জোড়া গোলে ৪-২ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। জয়ের পর শিরোপা নিশ্চিত করেছে বার্সা। উচ্ছ༺াসে ভেসেছে ন্যু ক্যাম্প। সেখানেই এবার আরও খুশির জোয়ার আনতে 'সবকিছু' করার অঙ্গীকার করেছেন লাপোর্তা।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- //pbv88casino.cc/sports/ipl)
ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে আসেন ক্লাব সভ🎶াপতি হুয়ান লাপোর্তা। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘জিজান্তেস’কে লাপোর্তা জানিয়েছেন, ‘আমি এটা নিশ্চিত করে বলতে পারি যে, মেসিকে ফের ক্লাবে ফেরাতে সবকিছু করা হবে।’ প্রসঙ্গত মেসিকে ক্লাবে ফেরাতে সবচেয়ে বড় বাধা লা লিগার ফিন্যানসিয়াল ফেয়ার প্লে নীতি। সেটা মাথায় রেখেই পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন বার্সা সভাপতি। তিনি বলেন, ‘আমরা ফিনান্সিয়াল পেয়ার প্লে নীতি বজায় রাখার জন্য কার্যকর পরিকল্পনা করেছি। দলকে আরও শক্তিশালী করতে চাই।’ উল্লেখ্য পিএসজির সঙ্গে লিওনেল মেসির আগামী মাসেই চুক্তি শেষ হবে। গুঞ্জন রয়েছে আর্জেন্তাইন তারকাকে রেকর্ড পরিমাণ বেতনে সৌদি আরবের ক্লাব আল-হিলাল নিতে বদ্ধপরিকর। ইন্টার মিয়ামিও রয়েছে লড়াইতে। এর মাঝে বার্সা সভাপতির কথায় বেড়েছে জল্পনা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার H🌺T App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।