আনোয়ার মামলায় সামান্য হলেও জট কাটল, এনওসি পেয়ে গেলেন জাতীয় দলের এই তারকা ফুটবলার। শ🐈নিবার ছিল এআইএফএফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির বৈঠক। সেই বৈঠকে সব পক্ষের প্রতিনিধিরাই ছিলেন। সেখানে সকলের সঙ্গে কথা বলার পর এআইএফএফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি সিদ্ধান্ত নেয় আনোয়ারের দিল্লি এফসিতে ফিরে যাওয়ার ক্ষেত্রে কোনও বাধাই নেই। কারণ তাঁর সঙ্গে মোহনবাগান সুপার জায়ান্টসের চুক্তিভঙ্গ করা হয়েছে। আগেইঅ এআইএফএফ বলেছিল, এই দুই পক্ষ অর্থাৎ মোহনবাগান এবং আনোয়ারের মধ্যে চুক্তিভঙ্গের প্রক্রিয়া ঠিক ছিল না। ফলে আনোয়ার আলি মোহনবাগান থেকে মুক্ত হলেও তিনি এখন কোন ক্লাবে যাবেন সেই নিয়ে শুরু হল নতুন জল্পনা, যদিও আগামি দুই সপ্তাহের মধ্যেই বিষয়টির নিষ্পত্তি হতে চলেছে।
আরও পড়ুন-ক্যা💦সের রায়ের জের! পদক ফেরাতে⭕ হবে মার্কিন জিমনাস্টকে! ব্রোঞ্জ পাচ্ছেন অ্যানা…
২২ অগাস্ট বিকেল পাঁচটার সময় আনোয়ার আলির সঙ্গে মোহনবাগানের ইস্যুতে পূর্ণাঙ্গ রায় দꦑেবেন প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি। ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি হলেও ডার্বি ম্যাচে তাই আনোয়ারের খেলা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে, কারণ তখনও পর্যন্ত বাগানের ক্ষতিপূরণের বিষয়টির নিষ্পত্তি হবে না। মোহনবাগান প্রথম থেকেই ফুটবলারের অবৈভভাবে চুক্তিভঙ্গ করার জন্য ক্ষতিপূরণ চেয়ে আসছিল।
আরও পড়ুন-অতি লোভে তাঁতি নষ্ট! সোনা জয়ের সুযোগ হাতছাღড়া মার্কিন হাই-জাম্পারের! ডোবালেন দেশকেও…
এআইএফএফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির দেওয়া বিবৃতিতে স্পষ্টভাবেই উল্লেখ করা হয়েছে, আ🌳নোয়ের এই মূহূর্তে কোনও ক্লাবের হয়ে খেলা একান্তই তাঁদের নিজেদের দায়িত্বে। অর্থাৎ প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সিদ্ধান্তের আগে আনোয়ারকে খেলানো হলে, সেই সংশ্লিষ্ট ক্লাব এবং আনোয়ারকেই তাঁর দায় নিতে হবে। কারণ অন্যায়ভাবে চুক্তি ভঙ্গಌের যে অভিযোগ মোহনবাগান করেছে আনোয়ারের বিপক্ষে তা এখনও পিএসসিতেই রয়েছে, কোনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
আরও পড়ুন-সুযোগ পেলে নিশ্চয়ই সেরাটা দেব! ভারতীয় দলে অনিয়মিত হওয়া নিয়ে মুখ💯 খুললেন সঞ্জু স্যামসন…
মোহনবাগান ক্লাবের বিরুদ্ধে শনিবার সকালে রঞ্জিত বাজাজ অভিযোগ করেন ফুটবলারের পা থেকে ফুটবল কেড়ে নেওয়ার। তিনি এক্স হ্যান্ডেলে দাবি করেন, মোহনবাগান সুপার জায়ান্টসের কর্ণধার কদিন আগে সাংবাদিক সম্মেলনে যে আনোয়ার আলিকে মিষ্টি ছেলে আখ্যা দিয়েছিলেন, শ♎েষ পর্যন্ত কয়েকদিনের মধ্যেই ভোল বদলে সেই ক্লাব আনোয়ারের নির্বাসন চেয়েছে। অর্থাৎ একজন ফুটবলারের পা থেকে ফুটবল কেড়ে নিতে চেয়েছে। বাগানেরও পাল্টা যুক্তি রয়েছে, মরসুমের দলগঠন যখন প্রায় শেষের মুখে তখন হঠাৎ করে দল ছেড়ে মোহনবাগনা সুপার জায়ান্টসকেই আখেরে বিপদে ফেলেছেন আনোয়ার, ফলে এক্ষেত্রে ক্লাবের প্রতি তাঁর দায়বদ্ধতার বিষয়টি নিয়েও প্রশ༺্ন তুলেছেন কর্তারা। এখন দেখার ২২তারিখের রায় কাঁর পক্ষে যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।