বরাত জোরে বেঁচে গেলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। রাজস্থানের সুরওয়ালে ভয়াবহ গা♔ড়ি দুর্ঘটনায় পড়েন আজহার। তবে প্রাক্তন ক্রিকেটারে আঘাত লাগেনি🔯 বলেই এএনআই-এর খবর।
এবিপির রিপোর্ট অনুযায়ী লালসট-কোটা হাইওয়েতে ঘটে এই দুর্ঘটনা। দুমড়ꦓে মুচড়ে যাওয়া গাড়ি দেখেই বোঝা যায় দুর্ঘটনা কতটা গুরুতর ছিল। তবে আজহারউদ্দিন বড় কোনও আঘাত ছাড়াই কোনও র💝কমে বেঁচে যান। আজহার জয়পুর থেকে রনথম্বোরে যাচ্ছিলেন। আজহারের সঙ্গে থাকা ব্যক্তির অল্প চোট লেগেছে।
সোয়াই মাধোপুরে একটি অন🥂ুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন আজহার। তখনই গাড়ির টায়ার ফেটে বিপত্তি দেখা দেয়। উল্টে যায় গাড়িটি। সুরওয়াল থানার পুলিশ আধিকারিক চন্দ্রাভন সিং জানিয়েছেন, দুমড়ে যাওয়া গাড়ি থেকে সকলকেই নিরাপদে উদ্ধার করা গিয়েছে। পরে অন্🧔য গাড়িতে করে আজহারকে অনুষ্ঠানে পাঠানোর ব্যবস্থা করা হয়।
সিরাজ আলি নামে এক স্থানীয় ব্যক্তি, যিনি হোটেলে কাজ করেন, দুর💜্ঘটনায় তিনি আহত হন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দেশের হয়ে ৯🍌৯টি টেস্ট খেলা মহম্মদ আজহারউদ্দিন তিনটি বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর নেতৃত্বেই টিম🙈 ইন্ডিয়া ১৯৯৬ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।