শুভব্রত মুখার্জি
পুরুষ ফুটবলে মহিলা লা🏅ইন্সম্যান থেকে মহিলা রেফারিও হালফিলে দেখেছি আমরা। পুরুষদের ক্লাব ফুটবলে সহকারী কোচ বা ম্যাসিওর হিসেবেও মহিলা স্টাফের উপস্থিতি আমরাꦺ দেখেছি তবে পুরুষদের ক্লাবে প্রধান কোচ হিসেবে দায়িত্ব সামলানো মহিলা এমন উদাহরণ সাম্প্রতিক কালে নেই বললেই চলে।
এমন বিরল ঘটনার সাক্ষী থাকল গোটা বি🌄শ্ব। মিশরের একটি ক্লাবে ঘটল এমন ঘটনা। মিশরের শহরে রাস্তায় ছেলেদের সঙ্গে ফুটবল খেলে বড় হয়ে উঠেছেন তিনি। একটা সময় মিশরের জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন ফাইজা হায়দার।
এবার সেই ফাইজা নজির গড়েছেন। নিজের দেশ মিশরের পেশাদার ক্লাবের প্রথম মহিলা কোচ হিসেবে দায়িত্বভার নিলেন তিনি । ৩৬ বছর বয়সী এই প্রাক্তন মহিলা ফুটবলার মিশরের পুরুষ দলের কোচ হয়েছেন। মিশরের 💮চতুর্থ ডিভিশনের ক্লাব আইডিয়াল গোল্ডির কোচ হিসেবে চুক্তি সাক্ষর করেছেন তিনি।
কোচ হয়ার পরে ফাইজার জানান 'শুরুতে এ♏কটু অস্বস্তিতে ছিলাম। পরবর্তীকালে বুঝতে পারলাম যে, তারা আমার কাছ থেকে সত্যি শিখতে চায়।'
ফাইজার বক্তব্য অনুযায়ী, মিশরের মহিলা এবং পুরুষদের মধ্যে একমাত্র তিনিই ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ স্বীকৃত প্রিমিয়ার🌜 স্কিলস কোচ এডুকেশনের মর্যাদাপ্রাপ্ত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।