শুভব্রত মুখার্জি: সদ্য শেষ✅ হওয়া এশিয়া কাপে ফাইনালে উঠলেও ট্রফি জিততে পারেনি পাকিস্তান দল। বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দলকে হারিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। দল হিসেবে পাকিস্তান ভালো পারফরম্যান্স করলেও ব্যাটার বাবর একেবারেই রান পাননি। গোটা ✤টুর্নামেন্টে মাত্র ৬৮ রান করেছিলেন তিনি। সামনেই টি-২০ বিশ্বকাপের আগে বাবরকে ফর্মে ফেরার লক্ষ্যে বেশ কিছু মূল্যবান উপদেশ দিয়েছেন প্রাক্তন শ্রীলঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে।
দ্য আইসিসি রিভিউ নামক এক অনুষ্ঠানে এসে মাহেলার মন্তব্য ২৭ বছর বয়সি ডানহাতি ব্যাটারের ব্যাটিং ফর্ম 🥂তার এবং তার দলের পক্ষে যথেষ্ট চিন্তার কারণ। উল্লেখ্য ফাইনালে শ্রীলঙ্কার কাছে ২৩ রানে হেরেছিল পাকিস্তান দল। ফাইনালে ৬ বল খেলে মাত্র পাচ রান করে প্যাভিলিয়নে ফিরেছিলেন বাবর। মাহেলা বলেন, 'শেষ দুই বছর ধরে বাবর যে ফর্মে ব্যাট করছে তার কাছে এমন একটা টুর্নামেন্ট (এশিয়া কাপ) যাওয়াটা বেশ চিন্তার বি𝔉ষয়। তবে আমি এখনও মনে করি ও একজন উচ্চমানের ক্রিকেটার। হয়ত এশিয়া কাপের মতন উপলক্ষ্য ছিল বলেই ওর এই পারফরম্যান্স (খারাপ) বেশি সামনে এসেছে। এখন তো ভারত এবং পাকিস্তান খুব বেশি একে অপরের বিরুদ্ধে খেলে না। ফলে এশিয়া কাপে এই ম্যাচটা নিয়ে হয়ত কিছুটা চাপে ছিল ও। তা সত্ত্বেও আমি বলব ও একজন উচ্চমানের ক্রিকেটার।'
মাহেলা আরও যোগ করেন 'ব🃏্যাটার বাবরকে পাকিস্তান নিশ্চয় খুব মিস করেছে। কারণ ওপেনার হিসেবে বাবর এবং রিজওয়ান জুটি খুব ধারাবাহিক পারফরম্যান্স করা একটা জুটি। শেষ দুই বছরে পাকিস্তান ক্রিকেট দল যত সাফল্য পেয়েছে তার প্রধান কারণ এই বাবর-রিজওয়ানের ওপেনিং জুটি। ওদের সমস্ত পাওয়ার হিটাররা মিডল ওভারে আসে। তার আগেই বাবর ও রিজওয়ান ওপেনিং জুটিতে ওদের জন্য ভিত গড়ে দেয়। তবে এটাও ঠিক যে সমস্ত বড় ক্রিকেটারদেরই খারাপ সময় আসে। বাবরেরও এসেছে। ওকে আবার নতুন করে সবকিছু প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। ও আরও শক্তভাবে কামব্যাক করবে।'
বাবরকে উপদেশ দিয়ে মাহেলা বলেন 'যখন আপনার কাছে ওর (বাবর) মতন উচ্চমানের ক্রিকেটার থাকে তখন তার উপর অতিরিক্ত চাপ ফেলা উচিত নয়। আমি নিশ্চি🥂ত যে এশিয়া কাপে ওর খারাপ ফর্ম নিয়ে অনেক আলোচনা হয়েছে। তবে বিশ্বকাপে যাওয়ার আগে তুমি নিশ্চয়ই চাইবে যে তোমার সেরা ক্রিকেটার সেরা ফর্মে থাকুক। ওর আত্মবিশ্বাসী থাকার পাশাপাশি রিল্যাক্স থাকাটাও জরুরি। ফলে বাবরের উপর অনাবশ্যক চাপ কখনও তৈরি করা উচিত নয়। দলের অধিনায়ক হওয়ার পাশাপাশি দলের সেরা ব্যাটার হওয়া মোটেও সহজ কাজ নয়। ওকে এই প্রত্যাশা পূরণ করতেই হবে সবার জন্য।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।