ভারত🔥ীয় অ্যাথলিট গোমতী মারিমুথুর আবেদন নাকচ করল ক্রীড়া আদালত (কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস)। ২০১৯ সা🐠লে ডোপিংয়ের অভিযোগে চার বছরের জন্য গোমতী মারিমুথুকে নির্বাসিত করা হয়েছিল।
এই শাস্তির বিরুদ্ধে অ্যাপিল করেছিলেন গোমতী মারিমুথু। কিন্তু সেটা নাকচ করে দেওয়া হল। ২০১৯ সালের ১৭ মে থেকে এই শাস্তি বহাল হয়েছে গোমত♏ী মারিমুথুর উপর। ২০২৩ সালের ১৬ মে পর্যন্ত এই শাস্তি তাঁর উপর বহাল থাকবে।
৩২ বছরের এই অ্যাথলিট ২০১৯ এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনার পদক ❀পেয়েছিলেন। ২৯ এপ্রিল ডোপ টেস্টের জন্য তাঁর ইউরিনের নমুনা নেওয়া হয়। তাঁর নমুনায় নিষিদ্ধ ড্রাগ পাওয়া যায়। তার পরেই তাঁর স্বর্ণ পদক ছিনিয়ে নিয়ে তাঁকে চার বছরের নির্বাসনের শাস্তি দেয় ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডিসিপ্লিনারি ট্রাইবুনাল।
এর বিরুদ্ধে পাল্টা ক্রীড়া আদালতে অ্যাপিল করেছিলেন গোমতী মারিমুথু। কিন্তু ক্রীড়া আদালতের প্রমাণিত হয়ে যায়, গোমতী মার⛄িমুথু ডোপিং করেছিলেন। এবং এর জন্য তাঁর চার বছরের নির্বাসনের শাস্তিই বহাল থাকল।
স্বাভাবꦬিক ভাবেই কলঙ্ক থেকে মুক্তির পথটাও বন্ধ হয়ে গেল গোমতী মারিমুথুর। অ্যাথলেটিক্স ট্র্যাকে তাঁর আবার ফেরাটা কার্যত অসম্ভব। ♏তাই কলঙ্কের এই বোঝাই হয়তো তাঁকে সারা জীবন বয়ে বেড়াতে হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।