চোটের জন্য বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন হার্দিক পান্ডিয়া। আইপিএলের আসরে মাঠে ফেরার পর অস্ট্রেলিয়া সফরে ভারতের সীমিত ওভারের দলে কামব্যাক করেন। যদিও অল-রাউন্ডার হিসেবে নয়। বরং বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে জাতীয় দলে ফিরে আসেন তিনি। অজিদের বিরুদ্ধে ব্যাট হাতে দুরন্ত পারফর্ম করার পর এবার ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ꦰটেস্ট সিরিজের দলেও জায়গা করে নেন হার্দিক।
রুটদের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের জন্য ভারত🐼ীয় স্কোয়াডে জায়গা পেলেও হার্দিক এখনও পর্যন্ত মাঠে নামার সুযোগ পাননি। তিনটি টেস্টের একটিতেও প্রথম একাদশে ছিলেন না পান্ডিয়া। তবে প্রস্তুতিতে খামতি নেই তাঁর। মোতেরায় সিরিজের চতুর্থ টেস্টের আগে অনুশীলনে মগ্ন হার্দিককে দেখে বোঝা যায় যে, এই মুহূর্তে তিনি কতটা ফিট।
অনুশীলনে পান্ডিয়ার একটি দুরন্ত ক্যাচ ধরার ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে আসে, যা দেখে ভারতীয় সমর্থকদের আপ্লুত হওয়াই স্বাভাবিক। বাঁ-দিকে অ🌜নেকটা দৌড়ে গিয়ে লাফিয়ে এক হাতে অনবদ্য ক্যাচ ধরেন টিম ইন্ডিয়ার তারকা অল-রাউন্ডার।
পান্ডিয়া শেষবার ভারতের হয়ে টেস্ট খেলেছিলেন ২০১৮ সালে সা⛦উদাম্পটনে ইংল্যান্ডের বিরুদ্ধে।☂ এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে মোট ১১টি টেস্ট, ৫৭টি ওয়ান ডে ও ৪৩টি আন্তর্জাতিক টি-২০ খেলেছেন হার্দিক।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।