শুভব্রত মুখার্জি: ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে বসেছে বিডব্লুএফ আয়োজিত বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের আসর। সেই আসরেই শুক্রবারের দিনটা ভারতীয় সমর্থকদের কাছে গেল একটা মিশ্র প্রতিক্রিয়ার দিন। একদিকে এইচ এস প্রণয় ছিনিয়ে নিলেন এক দুরন্ত জয়। দর্শকদের ফেভারিট ভিক্টর অ্যাক্সেলসনের বিরুদ্ধে টানটান লড়াইয়ের পর জয় ছিনিয়ে নিলেন তিনি। পাশাপাশি ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে নিজের প্রথম পদক জয় ও নিশ্চিত করেছেন তিনি। আর অন্যদিকে ভারতের তারকা শাটলার জুটি সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি কঠিন লড়াই করেও হেরে গেলেন। ফলে ছিটকে য🐻েতে হল তাঁদের।
প্রতিযোগিতায় দ্বিতীয় বাছাই ভারতীয় জুটি অল্পের জন্য পরপর দুটি খেতাব জিততে ব্যর্থ হলেন। ডেনমার্কের কিম অ্যাস্ট্রুপ এবং অ্যান্ডার্স স্কারুপ রাসমুসেন জুটির কাছে তাদের হারতে হল ১৮-২১ এবং ১৯-২১ ফলে। স্ট্রেট গেমে হারলেও দুরন্ত লড়াই করেছেন এই ভারতীয় জুটি। একাদশতম বাছাই ড্যানি🐻শ জুটির অসম্ভব গতি এবং দর্শকদের ক্রমাগত ড্যানিশ জুটিকে জোরগলায় সমর্থনের বিরুদ্ধে এদিন ম্যাচ জিততে ব্যর্থ হয় ভারতীয় জুটি। এই ম্যাচে নামার আগে হেড টু হেড রেকর্ডে ড্যানিশ জুটি এগিয়ে ছিল ৫-২ ব্যবধানে। সম্প্রতি বিশ্ব ব্যাডমিন্ট⛎ন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ ও জিতেছিল ড্যানিশ জুটি। তবে ২০২১ সালের পর আর মুখোমুখি হয়নি এই ড্যানিশ এবং ভারতীয় জুটি।
অন্যদিকে আরেক ভারতীয় শাটলার এইচ এস প্রণয় তাঁর কোয়ার্টার ফাইনাল ম্যাচেও লড়াই করে জিতলেন। হারালেন দর্শকদের ফেভারিট ভিক্টর অ্যা💛ক্সেলসনকে। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হল দুই পক্ষর। অবশেষে শেষ হাসি হাসলেন প্রনয়। স্থানীয় ড্যানিশ সমর্থকদের চিৎকার চেঁচামেচি করে ঘরের ছেলে ভিক্টর অ্যাক্সেলসনকে সমর্থন দেওয়ার মাঝেই জয় নিশ্চিত করলেন প্রনয়। ১৩-২১,২১-১৫ এবং ২১-১৬।
প্রথম গেমে নিজের ছন্দ খুঁজে পেতে বেগ পেতে হয় প্রণয়কে। সেই সুযোগ কাজে লাগিয়ে গেমটি জিতে নেন ভিক্টর। ২১-১৩ ফলে প্রথম গেমে হারের পরেই রুখে দাঁড়ান প্রনয়। দ্বিতীয় গেমে ২১-১৫ ফলে ছিনিয়ে নিয়ে ম্যাচে সমতা ফেরান তিনি। তৃতীয় গেমে এগিয়ে যান ১১-৬ পয়েন্টে। সেখান থেকে পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। ২১-১৬ ফলে এই গেমটি জিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারতের ১৪ তম এবং নিজের কেরিয়ারের প্র𝓰থম পদক জয় নিশ্চিত করেছেন প্রনয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।