অভিজ্ঞ পাকিস্তান অলরাউন্ডার শোয়েব মালিক দাবি করেছেন যে, তিনি যদি টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য নির্বাচিত হন, তবে তিনি জাতীয় দলে ফিরতে ইচ্ছুক। তিনি অবশ্য দ্ব্যর্থহীন ভাবে বলে দিয়েছেন, তিনি ওয়ানডে বা টেস꧑্টে প্রত্যাবর্তন করতে চান না।
মেন ইন গ্রিন সাইডে নিজের জায়গা হারানোর কথা বলতে গিয়ে শোয়েব মালিক কিছুটা ক্ষোভই উগরে দিয়𒅌েছেন। তাঁর মতে, তিনি ভালো পারফর্ম করার পরেও তাঁকে বাদ দেওয়া হয়েছিলꦿ। তিনি পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি খেলতে প্রস্তুত ঠিকই, তবে একথাও জানিয়েছেন, বাবর আজম বা টিম ম্যানেজমেন্টের কাছ থেকে তাঁর কোনও প্রত্যাশা নেই।
পাক টিভির সঙ্গে কথা বলার সময় ৪১ বছরের তারকা বলেছেন, ‘যখন আমাকে পাকিস্তান দল থেকে বাদ দেওয়া হয়েছিল, তখন আমার পারফরম্যান্স এবং পরিসংখ্যান খুব ভালো ছিল। আ♔মি টেস্ট এবং ওয়ানডে থেকে অবসর নিয়েছি এবং সেই ফ🌳রম্যাটে প্রত্যাবর্তনের আমার কোনও পরিকল্পনাও নেই। তবে, আমি টি-টোয়েন্টি দলে ফিরতে প্রস্তুত। যদি আমাকে ডাকা হয়। কিন্তু আমি অধিনায়ক, নির্বাচকদের বা পিসিবির কাছ থেকে কোনও কিছু আশা করি না। কারও কাছ থেকে আমার কোনও রকম প্রত্যাশা নেই। আমি ফিট আছি এবং যতক্ষণ খেলা উপভোগ করব, ততক্ষণ চালিয়ে যাব।’
আরও🐬 পড়ুন: ভারতীয় নির্বাচকেরা কী ভাবছেন, সেটা নিয়ে মোটেও ভাবছি না- ২৪৪ করেই൩ খোঁচা পৃথ্বীর
শোয়েব মালিক শেষ বার ২০২১ সালের নভেম্বরে পাকিস্তানের হয়ে একটি টি-টোয়েন্টি খেলেছিলেন। তিনি বর্তমানে চলতি লঙ্কা প্রিমিয়া♕র লিগে (LPL 2023) জাফনা ক🧸িংসের হয়ে খেলছেন।
সোমবার ৭ অগস্ট পাল্লেকেলে আন্তর✱্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ডাম্বুলা অরার বিরুদ্ধে তিনি ব্যাট এবং বল হাতে জ্বলে উঠেছিলেন। তিনি তাঁর পুরো চার ওভার বল করে ১৩ রান দিয়ে দুই উইকেট তুলে নিয়েছিলেন। ব্যাট হাতেও তি♏নি দুরন্ত পারফরম্যান্স করেছেন। তাঁর দল রান তাড়া করতে নেমেছিল। সেই সময়ে শোয়েব নিজে ৭৪ রানে অপরাজিত থাকেন। তবে তাঁর এই প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। তার দল জাফানা কিংস নয় রানে হেরে যায়।
আরও পড়ুন: ‘কবে আর তুমি রান করবে?’ সঞ্জুর পারফর🐓ম্যান্স নিয়ে তীব্র সমালোচনা পাক প্রাক্তনীর
শোয়েব মালিক আরও বলেছেন যে, ভারতে আসন্ন ২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপে সফল হওয়ার জন্য পাকিস্তানের অনেক শক্তি রয়েছে। তিনি উল্লেখ করেছেন যে, মেন ইন গ্রিনের লাইনআপে বেশ কিছু ইন-ফর্ম প্লেয়ার রয়েছে। তব♌ে তিনি দাবি করেছেন, বাবর আজম এবং তাঁর দল এই মেগা টুর্নামেন্টে বেশ চাপের মধ্যে থাকবে। কারণ হিসেবে শোয়েব বলেছেন, ‘বিশ্বকাপে অংশগ্রহণকারী সব দলই চাপের মধ্যে থাকবে এবং পাকিস্তানের ক্ষেত্রেও তাই হবে। তবে পাকিস্তান খুব ভালো খেলছে, এবং অনেক খেলোয়াড় বর্তমানে দারুণ ফর্মে রয়েছে। আমার আশা ওদের থেকে অনেক বেশি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।