আইসিসির বর্ষসেরা ওয়ান ডে ও টি-২০ দলে কোনও ভারতীয় 𒅌ক্রিকেটার জায়গা পাননি। তবে বর্ষসেরা টেস্ট দলে রয়েছেন একসঙ্গে তিনজন ভারতীয় ক্র♔িকেটার। যদিও তাঁদের মধ্যে নাম নেই বিরাট কোহলির। যার অর্থ, বিরাট এবছর কোনও ফর্ম্যাটেই আইসিসির বর্ষসেরা দলে জায়গা করে নিতে পারলেন না।
কোহলি না থাকলেও রোহিত শর্মা রয়েছেন টেস্টের সেরা একাদশে। সঙ্গত কারণেই রবিচ꧒ন্দ্রন অশ্বিন জায়গা পেয়েছেন বর্ষসেরা দলে। উইকেটকিপার হিসেবে তালিকায়💟 নাম রয়েছে ঋষভ পন্তের।
আইসিসির বর্ষসেরা টি-২০ ও ওয়ান ডে দলের ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন বাবর আজম। যদিও টেস্ট দলে জায়গা হনি তাঁর। বাবর না থাকলেও পাকিস্তানের তিনজন ক্রিকেটার রয়েছেন সেরা একাদশে। ফাওয়াদ আলম, হাসান আলি ও শাহিন ℱআফ্র🎃িদির নাম রয়েছে বর্ষসেরা টেস্ট দলে।
জো রুট দলে থাকলেও তাঁকে নেতা বেছে নেওয়া হয়নি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাবজয়ী কেন উইলিয়ামসন ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন। নিউজিল্যান্ডের কাইল জেমিসনেরও নাম রয়েছে তালিকায়। শ্রীলঙ্কার করুণারত্নে ও অস্ট্রেলিয়ার মার্নাস ল্যাবুশান রয়ে♎ছেন সেরা একাদশে।
আইসিসির বর্ষসেরা টেস্ট দল: দিমুথꦯ করুণারত্নে (শ্রীলঙ্কা), রোহিত শর্মা (ভারত), মার্নাস ল্যাবুশান (অস্ট্রেলিয়া), জো রুট (ইংল্যান্ড), কেন উইলিয়ামসন (ক্যাপ্টেন, নিউজল্যান্ড), ফাওয়াদ আলম (পাকিস্তান), ঋষভ পন্ত (উইকেটকিপার, ভারত), রবিচন্দ্রন অশ্বিন (ভারত), কাইল জেমিসন (নিউজিল্যান্ড), হাসান আলি (পাকিস্তান), শাহিন আফ্রিদি (পাকিস্তান)।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।