দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-২০ সিরিজে দুর্দান্ত বোলিংয়ের বড়সডꩵ় পুরস্কার পেলেন দীপ্তি শর্মা। তিনটি ম্যাচে বল করে সাকুল্যে ৮টি উইকেট নেওয়ার সুবাদে আইসিসি ব়্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করলেন দীপ্তি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে দীপ্তি ৩০ রানে ৩টি উইকেট দখল করেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ২৯ রান খরচ করে একজোড়া উইকেট তুলে নেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ম্যাচ ভেস্তে যাওয়ায় বল করা হয়নি তাঁর। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চ🥃তুর্থ ম্যাচে ১১ রানের বিনিময়ে ৩টি উইকেট সংগ্রহ করেন শর্মা।
এমন চমকপ্রদ পারফর্ম্যান্🧸সের সুবাদে আইসিসি টি-২০ ব়্যাঙ্কিংয়ে দু'ধাপ উঠে আসেন তিনি। বোলা🅰রদের বিশ্বব়্যাঙ্কিংয়ে দীপ্তি অবস্থান করছেন দ্বিতীয় স্থানে। অর্থাৎ, এই মুহূর্তে তিনি বিশ্বের ২ নম্বর মহিলা টি-২০ বোলার।
দীপ্তি উন্নতি করলেও ব্যক্তি💫গত ব়্যাঙ্কিংয়ে পিছিয়ে গিয়েছেন রেনুকা সিং ঠাকুর। তিনি ত্রিদেশীয় সিরিজের একটি মাত্র ম্যাচে মাঠে নামার সুযোগ পান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই ম্য়াচে তিনি উইকেট পাননি। আপাতত টি-২০ বোলারদের তালিকায় এক ধাপ পিছিয়ে গিয়ে রেনুকা অবস্থান করছেন ৭ নম্বরে।
আরও পড়ুন:- নতুন হেড কোচের নাম ঘোষণা করল বাংলাদেশ𝓡, চেনা হাতেই শাকিবদের দায়িত্ব তুলে দিল BCB
ব্যাটারদের প্রথম দশে ভারতের দুই তারকা স্মৃতি মন্ধনা ও শেফালি বর্মা নিজেদের জায়গা ধরে রেখেছেন। মন্ধনা অবস্থান করেছেন তিন নম্বরে। শেফালি রয়েছেন আটে। মেয়েদের টি-🐼২০ অল-রাউন্ডারদের তালিকায় ভারতের একমাত্র প্রতিনিধি দীপ্তি। বোলারদের মতোই তিনি এই মুহূর্তে বিশ্বের দু'নম্বর টি-২০ অল-রাউন্ডার।
উল্লেখ্য, এই মুহূর্তে আইসিসির এক নম্বর মহিলা টি-২০ꦿ ব্যাটার হলেন অস্ট্রেলিয়ার তালিয়া ম্যাকগ্রা। ১ নম্বর বোলারের মুকুট মাথায় রেখেছেন ইংল্যান্ডের সোফি একলেস্টোন। আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী মেয়েদের ক্রিকেটে বিশ্বসেরা টি-২০ অল-রাউন্ডার হলেন অস্ট্রেলিয়ার অ্যাশলেই গার্ডনার।
ব্যাটারদের টি-২০ ব়্যাঙ্কিং তালিকায় অন্যান্য ভারতীয়দের অবস্থান:-
হরমনপ্রীত কউর: ১২ নম্বরে
জেমিমা রডরিগেজ: ১৩ নম্বরে
দীপ্তি শর্মা: ২৬ নম্বরে
রিচা ঘোষ: ৪১ নম্বরে
বোলারদের টি-২০ ব়্যাঙ্কিং তালিকায় অন্যান্য ভারতীয়দের অবস্থান:-
স্নেহ রানা: ১১ নম্বরে
রাজেশ্বরী গায়কোয়াড়: ১৪ নম্বরে
রাধা যাদব: ২৯ নম্বরে
পূজা বস্ত্রকার: ৫২ নম্বরে
পুনম যাদব: ৫৯ নম্বরে
শিখা পান্ডে: ৮২ নম্বরে
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।