আইসিসি ব𝓰়্যাঙ্কিংয়ে সিংহাসন ধরে রাখলেন ভারতীয় ওপেনার শেফালি বর্মা। টি-২০ ব্যাটারদের তালিকায় এক নম্বরের মুকুট আপাতত রইল শেফালির মাথাতেই।
মহিলা টি-২০ ক্রিকেটে আইসিসির সদ্য প্রℱকাশিত ব্যক্তিগত ব়্যাঙ্কিং তালিকা অনুযায়ী এই মুহূর্তে বিশ্বের এক নম্বর ব্যাটার হলেন শেফালি। তাঁর সংগৃহীত রেটিং পয়েন্ট ৭৭৬। দ্বিতীয় স্থানে থাকা বেথ মুনির রেটিং পয়েন্ট ৭৪৪।
💟ব্যাটারদের প্রথম দশে নিজেদের জায়গা ধরে রেখেছেন স্মৃতি মন্ধনা ও জেমিমꦚা রডরিগেজ। ৬৯৩ রেটিং পয়েন্ট নিয়ে মন্ধনা রয়েছেন তালিকার চতুর্থ স্থানে। ৯ নম্বরে থাকা জেমিমা রডরিগেজের সংগ্রহে রয়েছে ৬৪০ রেটিং পয়েন্ট।
প্রথম দশে বদ♑ল বলতে একটাই। স্কটল্যান্ডের ক্যাথরিন ৯ ধাপ উঠে এসে অবস্থান করছেন ১০ নম্বরে।
বোলারদের প্রথম দশে কোনও পরিবর্তন নেই। ইংল্যান্ডের সোফি একলেস্টোন রয়েছেন এক নম্বরে। দুই ভারতীয় তারকা দীপ্তি শর্মা ও রাধা যাদব রয়েছেন যথাক্রম𒐪ে ৬ ও ৭ নম্বরে। যদিও অল-রাউন্ডারদের তালিকায় এক ধাপ পিছিয়ে গিয়েছেন দীপ🥀্তি। ৩০৪ পয়েন্ট নিয়ে তিনি পিছলে গিয়েছেন ৪ নম্বরে। অল-রাউন্ডারদের প্রথম দশে ভারতের আর কোনও মহিলা ক্রিকেটার নেই।
ব্যাটারদের মতো অল-রাউন্ডারদের তালিকাতেও বড়সড় লাফ দিয়েছেন ক্যাথরিন। তি🌱নি ১০ ধাপ উঠে এসে পৌঁছে গ𓄧িয়েছেন ৩ নম্বরে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।