সচিন-সেহওয়াগের আপার কাট দেখেছে ক্রিকেটবিশ্ব, দিলꦍশানের স্কুপ শটও দেখেছে। পিটারসেনের সুইচ হিট থেকে ম্যাক্সওয়েলের রিভার্স স্যুইপ, আধুনিক টি-২০ ক্রিকেটের জনামায় অভাবনীয় সব উদ্ভাবনী শটে ব্যাটসম্যানদের রান তোলার সাক্ষী থেকেছে ক্রিকেটবিশ্ব। এবার সেই তালিকায় যোগ হতে পারে ম্যাক্সওয়েলের অদ্ভুত এক শট, ক্রিকেটীয় পরিভাষায় যার নাম খুঁজে পাওয়া মুশকিল।
বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা তাদের অফিস⛎িয়াল ইনস্টগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে, যেখানে ম্যাক্সওয়েলকে নেটে অনুশীলন করতে দেখা যাচ্ছে। ম্যাক্সওয়েল প্র্যাক্টিসে অদ্ভুত একটি শট খেলেন, যেটির নাম জানতে চায় আইসিসিই।
ম্যাক্সওয়েল পায়ের পিছন দিয়🏅ে একটি প্যা🅘ডেল শট খেলেন, যেটিকে কী নামে চিহ্নত করবেন ক্রিকেটপ্রমীরা, তাই জানতে চেয়েছে আইসিসি।
ꦦউল্লেখ্য, চলতি টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ২টি ম্যাচ জিতে দারুণভাবে অভিযান শুরু করেছে অস্ট্রেলিয়া। তারা প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে অজিরা হারিয়ে দেয় শ্রীলঙ্কাকে। আপাতত গ্রুপ-১'এ অ্যারন ফিঞ্চরা ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দু'নম্বরে রয়েছেন। এক নম্বরে রয়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার মতো তাদেরও সংগ্রহ ২ ম্যাচে ৪ পয়েন্ট। তবে নেট রান-রেটে এগিয়ে থাকায় শীর্ষস্থান দখল করেন ইয়ন মর্গ্যানরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।