পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিরু♉দ্ধে জয় তুলে নেওয়ার পরে ভারতের চলতি টি-২০ বিশ্বকাপ অভিযান ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকার কাছে ম্যাচ হেরে। যদিও তাতে টিম ইন্ডিয়ার সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। বরং, ভারত গ্রুপ থেকে শেষ চারে জায়গা করে নেওয়ার প্রবল দাবিদার থাকে তার পরেও। এই অবস্থায় বাংলাদেশের বিরুদ্ধে সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামে টিম ইন্ডিয়া। শাকিবদের কাছে হারলে বিপদ ঘনিয়ে আসতে পারত ভারতীয় শিবিরে। যদিও তেমন কিছু ঘটেনি। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে শাকিবদের বরুদ্ধে উত্তেজক জয় তুলে নেয় টিম ইন্ডিয়া।
ম্যাচের সেরা কোহলি
৮টি চার ও ১টি🤪 ছক্কার সাহায্যে ৪৪🤪 বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন বিরাট কোহলি।
লিগ টেবিলের শীর্ষে ভারত
ভারতের ৬ উইকেটে ১৮৪ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ একসময় ৭ ওভারে বিনা উইকেটে ৬৬ রান তুলে ফেলে। বৃষ্টির পরে বাংলাদেশের সামনে জয়ের পরিবর্তিত লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৬ ওভারে ১৫১ রানের। ꦏতারা নির্ধারিত ১৬ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৪৫ রানে আটকে যায়। ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৫ রানে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। এই জয়ের সুবাদে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান দখল করে ভারত। ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। এই অবস্থায় দক্ষিণ আফ্রিকা ছাড়া ভারতকে টপকে যাওয়ার সুযোগ নেই কোনও দলের সামনে। তাই ভারতের সেমিফাইনালে যাওয়ার সম্ভানা অত্যন্ত উজ্জ্বল সন্দেহ নেই। ভারত শেষ ম্যাচে জিম্বাবোয়েকে হারালে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেবে। শেষ ম্য়াচ হারলেও নেট রান-রেটের নিরিখে টিম ইন্ডিয়ার শেষ চারে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি বাংলাদেশ যদিও পাকিস্তানের কাছে হারে এবং পাকিস্তান দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হয়, তবে শেষ ম্যাচ হারলেও ভারত শেষ চারে জায়গা করে নেবে।
রুদ্ধশ্বাস জয় ভারতের
শেষ ওভারে অর্শদীপ সিংয়ের প্রথম বলে ১ রান নেন তাস্কিন। দ্বিতীয় বলে ছক্কা মারেন নুরুল। তৃতীয় বলে কোনও রান দেননি অর্শদীপ। চতুর্থ বলে ২ রান নেন নুরুল। পঞ্চম বলে ৪ মারেন তিনি। সুতরাং জয়ের জন্য শেষ বলে ৭ রꦰান দরকার বাংলাদেশের। ছয় মারলেই ম্যাচ গড়াবে সুপার ওভারে। তবে শেষ বলে ১ রানের বেশি সংগ্রহ করতে পারেননি নুরুল। ফলে ৫ রানে ম্যাচ জেতে ভারত।
শেষ ওভারে বাংলাদেশের দরকার ২০ রান
১৫তম ওভারে বল করতে আসেন হার্দিক পান্ডিয়া। প্রথম বলেই চার মারেন তাস্কিন। তৃতীয় বলে ছক্কা হাঁকান তিনি। চতুর্থ বলে ১ রান নেন তাস্কিন। ওভারে মোট ১১ রান ওঠে। ১৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ১৩১ রান🎶। তাস্কিন ১১ ও নুরুল ১২ রানে ব্যাট করছেন। হার্দিক ৩ ওভারে ২৮ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন। জয়ের জন্য শেষ ওভারে বাংলাদেশের দরকꦜার ২০ রান।
২ ওভারে ৩১ রান দরকার বাংলাদেশের
জয়ের জন্য শেষ ২ ওভারে ৩১ রান দরকার বাংলাদেশের। ১৪ ওভার শেষে তাদের সংগ্রহ ৬ উইকেটে ১২০ রান। ১৪তম ওভারে অ🥂র্শদীপের বলে ১২ রান সংগ্রহ করে বাংলাদেশ। ১টি চার মারেন নুরুল। তিনি ১২ রানে ব্যাট করছেন। অর্শদীপ ৩ ওভারে ২৪ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
মোসাদ্দেক হোসেন আউট
১২.৫ ওভারে হার্🌜দিক পান্ডিয়ার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মোসাদ্দেক হোসেন। ৩ বলে ৬ রান করেন তিনি। বাংলাদেশ ১০৮ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন তাস্কিন আহমেদ। ওভারে মোট ৭ রান ওঠে। জয়ের জন্য ৩ ওভারে ৪৩ রান দরকার বাংলাদেশের। হার্দিক ২ ওভারে ১৭ রানের বিনিময়ে ২টি উইকেট তুলে নেন।
ইয়াসিরকে ফেরালেন হার্দিক
১২.২ ওভারে হার্দিক পান্ডিয়ার বলে অর্শদীপ সি♔ংয়ের হাতে ধরে পড়েন ইয়াসির আলি। ৩ বলে ১ রান করেন ইয়াসির। বাংলাদেশ ১০২ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মোসাদ্দেক হোসেন। তিনি মাঠে নেমে প্রথম বলেই ছক্কা মারেন।
শাকিব আল হাসান আউট
আফিফ হোসেনের পরে একই ওভারে শাকিব আল হাসানের উইকেট🍬 তুলে নিলেন অর্শদীপ সিং। ১১.৫ ওভারে পরিবর্ত ফিল্ডার দীপক হুডার হাতে ধরা পড়েন শাকিব। ২টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ১৩ রান করে মাঠ ছাড়েন বাংলাদেশ দলনায়ক। বাংলাদেশ ১০০ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মুরুল হাসান। ওভারে মাত্র ২ রান ওঠে। ২টি উইকেট পড়ে। ১২ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১০১ রান। জয়ের জন্য ৪ ওভারে ৫০ রান দরকার বাংলাদেশের। অর্শদীপ ২ ওভারে ১৪ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।
আফিফ আউট
১১.১ ওভারে অর্শদীপ সিংয়ের বলে সূর্যকুমার যাদবের হাতে ধরা পড়েন আফিফ হোসেন। ৫ বলে ৩ রান 🎐কর♋েন তিনি। বাংলাদেশ ৯৯ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ইয়াসির আলি।
অশ্বিনের ওভারে ১১ রান
১১তম ওভারে রবিচন্দ্রন অশ্বিন ১১ রান খরচ করেন। ২টি চার মারেন শাকিব। ১১ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ৯৯ রান। জয়ের জন্য ৫ ওভারে ৫২ রান দরকার তাদের। শাকিব ১৩ ও আফিফ ৩ রানে ব্যাট করছেন।ไ অশ্বিন ২ ওভা﷽রে ১৯ রান খরচ করেছেন।
নাজমুলকে ফেরালেন শামি
৯.১ ওভারে মহম্মদ শামির বলে সূর্যকুমার যাদবের হাতে ধরা পড়েন নাজমুল হোসেন শান্ত। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৫ বলে ২১ রান করেন তিনি। বাংলাদেশ ৮৪ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আফিফ হোসেন। ওভারে মোট ৪ রান ওঠে। ১টি উইকেট পড়ে। ১০ ওভার শেষে বাংলাদেশে সংগ্রহ ২ উইকেটে ৮৮ রান। জয়ের জন্য ৬ ওভারে তাদের দরকার ৬৩ রান। ℱশাকিব ৫ রানে ব্যাট করছেন। শামি ৩ ওভারে ২৫ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন।
হার্দিকের ওভারে ১০ রান
নবম ওভারে হার্দিক পান্ডিয়া ১০ রান খরচ করেন। ১টি ছকꦕ্কা মারেন নাজমুল। ৯ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ৮৪ রান। নাজমুল ২১ রানে ব্যাট করছেন।
লিটন দাস রান-আউট
৭.২ ওভারে লোকেশ রাহুলের সরাসরি থ্রোয়ে রান-আউট হয়ে মাঠ ছাড়েন লিটন দাস। ৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৭ বলে ৬০ রান করে মাঠ ছাড়েন লিটন। বাংলাদেশ ৬৮ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শাকিব আল হাসান। অশ্বিনের ওভারের চতুর্থ বলে চার মারেন নাজমুল। ওভারে মোট ৮ রান ওঠে। ৮ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ৭৪💧 রান। ১৩ রানে ব্যাট করছেন নাজমুল। জয়ের জন্য ৮ ওভারে ৭৭ রান দরকার বাংলাদেশের।
কাটা গেল ওভার
ম্যাচ শুরু হবে স্থানীয় সময় অনুযায়ী রাত ৯টা ৫০ মিনিটে। বাংলাদেশের পরিবর্তিত টার্গেট দাঁড়ায় ১৬ ওভারে ১৫১ রান। তারা ইতিমধ্যেই ৭ ওভারে ৬৬ রান তুলে ফেলেছে। সুতরাং, বাকি ৯ ওভারে ৮৫ রান সং🙈গ্রহ করতে হবে বাংলাদেশকে। ১০ উইকেট হাতে নিয়ে ৫৪ বলে ৮৫ রান সংগ্রহ করা আধুনিক টি-২০ ক্রিকেটে এমন কিছু কঠিন কাজ নয়। সুতরাং, কাজ কঠিন হল ভারতের।
অক্ষরের ওভারে ৬ রান
সপ্তম ওভারে বল করতে আসেন অক্ষর প্যাটেল। তাঁর প্রথম ওভারে ৬ রান ওঠে। ৭ ওভার শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ৬৬ রান। লিটন ২৬ বলে ৫৯ রান করেছেন। তিনি ৭টি চার ও ৩টি ছক্কা মেরেছেন। ১৬ বলে ৭ রান করেছেন নাজমুল হোসেন। ৭ ওভার খেলার শেষে বৃষ্টির জন্য ম্যাচ সাময়িকভাবে বন্ধ থাকে। খেলা নতুনℱ করে শুরু না হ𝄹লে বাংলাদেশ ম্যাচ জিতে যাবে। কেননা ডাকওয়ার্থ-লুইস নিয়মে তারা ১৭ রানে এগিয়ে রয়েছে।
হাফ-সেঞ্চুরি লিটনের
৬টি চার ও ৩টিཧ ছক্কার সাহায্যে মাত্র 💮২১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন লিটন দাস। ষষ্ঠ ওভারে মহম্মদ শামির বলে ২টি চার ও ১টি ছক্কা মারেন লিটন। ওভারে মোট ১৬ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ৬০ রান। লিটন ২৪ বলে ৫৬ রান করেছেন। শামি ২ ওভারে ২১ রান খরচ করেছেন।
ভুবির ওভারে ৯ রান
প๊ঞ্চম ওভ🐬ারে ভুবনেশ্বরের বলে ১টি ছক্কা মারেন লিটন দাস। ওভারে মোট ৯ রান ওঠে। ৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ৪৪ রান। লিটন ৪১ ও নাজমুল ৩ রানে ব্যাট করছেন। ভুবি ৩ ওভারে ২৭ রান খরচ করেছেন।
শামির ওভারে ৫ রান
চতুর্থ ওভারে বল করতে আসেন মহম্মদ শামি। তাঁর ওভারে মোট ৫ রান তোলে বাংলাদেশ। ৪ ওভার শেষে বাংলাদেশ⛦ের স্কোর বিনা উইকেটে ৩৫ রান। ১৪ বলে ৩৩ রান করেছেন লিটন। ১০ বলে ২ রান করেছেন নাজমুল।
লিটনের ক্যাচ ছাড়লেন কার্তিক
তৃতꦐীয় ওভারে ভুবনেশ্বর কুমারের দ্বিতীয় বলে ছক্কা মারেন লিটন দাস। তৃতীয় ও চতুর্থ বলে পরপর ২টি চার মারেন তিনি। পঞ্চম বলে লিটনের ক্যাচ ছাড়েন কার্তিক। ওভারে মোট ১৬ রান ওঠে। ৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ৩০ রান। লিটন ১১ বলে ২৮ রান করেছেন।
অর্শদীপের ওভারে ৩টি বাউন্ডারি লিটনের
দ্বিতীয় ওভারে বল করতে আসেন অর্শদীপ সিং। তাঁর ওভারে ৩টি চার মারেন লিটন দাস। ওভারে মোট ১২ র🐟ান ওঠে। ২ ওভার শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ১৪ রান। লিট🅺ন ১৩ রান করেছেন।
বাংলাদেশের রান তাড়া শুরু
লিটন দাসকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন নাজমুল হোসেন শান্ত। বোলিং শুরু করেন ভুবনেশ্বর কুমার। তৃতীয় বলে ১ রান নꩲিয়ে খাতা খোলেন নাজমুল। বাংলাদেশ🐻 প্রথম ওভারে ২ রান সংগ্রহ করে।
বিরাট ইনিংস ভারতের
শেষ ওভারে শরিফুল ইসলামের দ্বিতীয় বলে ছক্কা মারেন রবিচন্দ্রন অশ্বিন। তৃতীয় বলে চার মারেন তিনি। চতুর্থ বলে ১ রান নেন রবিচন্দ্রন। পঞ্চম বলে ২ রান নেন কোহলি। শেষ বলে ১ রান নেন বিরাট। ওভারে মোট ১৪ রান ওঠে। ভারত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৮৪ রান ত♍োলে। সুতরাং জয়ের জন্য বাংলাদেশের 🍌দরকার ১৮৫ রান। কোহলি ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৪ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন। অশ্বিন ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬ বলে ১৩ রান করে নট-আউট থাকেন। শরিফুল ৪ ওভারে ৫৭ রান খরচ করেও কোনও উইকেট পাননি।
অক্ষর প্যাটেল আউট
১৮.১ ওভারে হাসা🍸ন মাহমুদের বলে শাকিব আল হাসানের হাতে ধরা পড়েন অক্ষর প্যাটেল। ৬ বলে ৭ রান করেন তিনি। ভারত ১৫৭ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রবিচন্দ্রন অশ্বিন। ওভারের শেষ ২টি বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন কোহলি। ১৯ ওভার শেষে ভারতের স্কোর ৬ উইকেটে ১৭০ রান। কোহলি ৪২ বলে ৬১ রান করেছেন। তিনি ৮টি চার ও ১টি ছক্কা মেরেছেন। হাসান মাহমুদ ৪ ওভারে ৪৭ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন।
বোলিং কোটা শেষ মুস্তাফিজুরের
৪ ওভারের বোলিং কোটা শেষ করলেন মুস্তাফিজুর রহমান। ৩১ রান খরচ করেও কোনও উইকেট নিতে পারেননি তিনি। ১৮ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৫ উইকেটে ১৫৭ রান। বিরাট ৫০ ও অ🐎ক্ষর প্যাটেল ৭ রানে ব্যাট করছেন। অক্ষর ওভারের প্রথম বলেই চার মারেন।
রান-আউট কার্তিক
১৬.৬ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন দীনেশ কার্ত🎃িক। ১টি বাউন্ডারির সাহায্যে ৫ বলে ৭ রান করেন তিনি। ভারত ১৫০ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অক্ষর প্যাটেল। কোহলি ৫০ রানে ব্যাট করছেন।
হাফ-সেঞ্চুরি কোহলির
৭টি বাউন্ডারির সাহায্যে ৩৭ বলে🧸 ব্যক্তিগত হাফ-সেঞ্চ🦋ুরি পূর্ণ করেন বিরাট কোহলি। চলতি টি-২০ বিশ্বকাপে বিরাটের এটি তৃতীয় অর্ধশতরান।
হার্দিক পান্ডিয়া
১৫.১ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ ওভারে হাসান মাহমুদের বলে পয়েন্টে ইয়াসির আলির হাতে সহজ ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন হার্দিক পান্ডিয়া। ৬ বলে ৫ রান করেন তিনি। ভারত ১৩০ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীনেশ কার্তিক। সেই ওভারের তৃতীয় বলে চার মারেন কোহলি। ওভারে মোট ১০ রান ওঠে। ১৬ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১৪০ রান। কোহলি ৪৬ রানে ব্যাট করছেন। তিনি ৭টি চার মেরেছেন। হাসান ৩ ওভারে ৩৪ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
মুস্তাফিজুরের ওভারে জোড়া বাউন্ডারি কোহলির
১৫তম ওভার꧂ে মুস্তাফিজুরের শেষ ২টি বলে পরপর ২টি চার মারেন বিরাট কোহলি। ওভারে মোট ১১ রান ওঠে ১৫ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১৩০ রান। কোহলি ৪০ রানে ব্যাট করছেন।
সূর্যকুমার আউট
১৩.৩ ওভারে শাকিব আল হাসানের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন সূর্যকুমার যাদব। ৪টি বাউন্ডারির সাহায্যে ১৬ বলে ৩০ রান করে মাঠ ছাড়েন তিনি। ভারত ১১৬ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া। ১৪ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ১১৯ রান। কোহলি ৩২ রানে ব্যাট করছেন। শাকিব ৪ ওভারে꧒ ৩৩ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।
মাহমুদের ওভারে ৩টি বাউন্ডারি সূর্যকুমারের
১৩তম ওভারে হাসান মাহমুদ💫ের বলে ৩টি চার মারেন সূর্যকুমার যাদব। ওভারে মোট ১৪ রান ওঠে। ১৩ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১১৫ রান। ১৫ বলে ৩০ রান করেছেন সূর্যকুমার। ২৫ বলে ৩০ রান করেছেন বিরাট কোহলি।
জীবনদান পেলেন সূর্যকুমার
১১.১ ওভারে শাকিবের ব🉐লে সূর্যকুমার যাদবের ক্যাচಞ ছাড়েন মুস্তাফিজুর রহমান। পরে ওভারের পঞ্চম বল সূর্যকুমারের ব্যাটের কানা নিয়ে কিপারের দস্তানার পাশ দিয়ে দলে যায়। ওভারে মোট ৯ রান ওঠে। ১২ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১০১ রান। কোহলি ২৯ ও সূর্যকুমার যাদব ১৭ রানে ব্যাট করছেন।
মুস্তাফিজের ওভারে ৬ রান
১১তম ওভারে মুস্তাফিজুর রহমান ৬ র﷽ান খরচ করেন। ১১ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ২ উইকেট🍎ে ৯২ রান। কোহলি ২৬ ও সূর্যকুমার ১১ রানে ব্যাট করছেন।
লোকেশ রাহুল আউট
ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেই আউট হয়ে বসেন লোকেশ রাহুল। ৯.২ ওভারে শাকিব আল হাসানের বলে মুস্তাফিজুর রহমানের 🌱হাতে ধরা পড়েন তিনি। ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩২ বলে ৫০ রান করে মাঠ ছাড়েন লোকেশ। ভারত ৭৮ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সূর্যকুಌমার যাদব। তিনি ওভারের শেষ বলে চার মারেন। ১০ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৮৬ রান। বিরাট কোহলি ২৪ ও সূর্যকুমার ৭ রানে ব্যাট করছেন। শাকিব ২ ওভারে ২০ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
হাফ-সেঞ্চুরি রাহুলের
৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন লোকেশ রাহুল। বিশ্বকাপের প্রথম তিনটি ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন তিনি। সেদিক থেকে দুরꦓ্দান্তভাবে ফর্মে ফিরলেন লোকেশ।
শরিফুলের ওভারে ২৪ রান
ব্যাট হাতে তাণ্ডব চালাচ্ছেন লোকেশ রাহুল। নবম ওভারে শরিফুল ইসলাম ২৪ রান খরচ করেন। ১ট꧃ি চার ও ২টি ছক্কা মারেন রাহুল। ১টি চার মারেন কোহলি। ৯ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৭৬ রান। রাহুল ৪৮ ও কোহলি ২৩ রানে ব্💫যাট করছেন।
শাকিবের ওভারে ১০ রান
অষ্টম ওভারে বল করতে আসেন শাকিব আল হাসান। তাঁর ওভারে ১০ রান সংগ্রহ করে ভারত। ১টি চটার মারেন লোকেশ রাহুল। ভারত দলগত ৫০ রানের⭕ গণ্ডি টপকে যায়। ৮ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৫২ রান। রাহুল ৩১ ও কোহলি ১৮ রানে ব্যাট করছ♊েন।
বিশ্বরেকর্ড কোহলির
সপ্তম ওভারে বল করতে আসেন তাস্কিন। তিনি নিজের চতুর্থ ওভারে ৫ রান খরচ করেন। ৭ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৪২ রান। তাস্কিন ৪ ওভারে ১৫ রান খরচ করেন। লোকেশ রাহুল ২৩ রানে ব্যাট করছেন। কোহলির সংগ্রহ ১৬ রান। কোহলি টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সব থেকে বেশি রান করার বিশ্বরেকর্ড গড়ে ফেলেন। তিনি ভেঙে দেন মাহেলা জয়াবর্ধনের রেকর্ড। জয়াবর্ধনে টি-২০ বিশ্বকাপে ১০১৬ ওরান সংগ্রহ করেছেন। তাঁকে টপকে যেতে বিরাটের দরকার ছিল ১৬ রান। কেননা বাংলাদেশ ম্যাচের আগে টি-২০ বিশ্বকাপে কোহলির সংগ্রহ ছিল সাকুল্যে ১০০১ রান।
পাওয়ার প্লে-র খেলা শেষ
ষষ্ঠ ওভারে বল করতে আসেন মুস্তাফজুর রহমান। ওভারের পঞ্চম বলে চার মারেন কোহলি। ওভারে মোট ৭ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৩৭ রান। কোহলি ৯ বলে ১৩ রান করেছেন। রাহুল ২০ বলে ২১ রান করেছেন। কোহলি ৩টি চার মেরেছেন। রাহুল ১টি চার💟 ও ২টি ছক্কা মেরেছেন।
তাস্কিনকে জোড়া বাউন্ডারি কোহলির
পঞ্চম ওভারে তাস্কিন নিজের স্পেলের𒁏 তৃতীয় ওভার বল করতে আসেন। তাঁর ওভারের প্রথম ২ বলে পরপর ২টি চার মারেন বিরাট কোহলি। ওভারে মোট ৮ রান ওঠে। ৫ ওᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৩০ রান। কোহলি ৯ ও রাহুল ১৮ রানে ব্যাট করছেন। তাস্কিন ৩ ওভারে ১০ রান খরচ করেছেন।
রোহিত শর্মা আউট
জীবনদান কাজে লাগাতে পারলেন না রোহিত শর্মা। তাস্কিনের বলে হাসান মাহমুদ রোহিতের ক্যাচ মিস করলেও চতুর্থ ওভারে বল করতে এসে তিনি নিজে তুলে নেন হিটম্যানের উইকেট। ৩.২ ওভারে হাসানের বলে ইয়াসির আলির হাতে ধরা পড়েন রোহিত। ৮ বলে ২ রান করেন তিনি। ভারত ১১ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বিরাট কোহলি। ওভারের চতুর্থ বলে চার মারেন রাহুল। পঞ্চম বলে ছক্কা মারেন তিনি। ওভারে মোট ১১ রাꦫন ওঠে। ৪ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ২২ রান। রাহুল ১৬ বলে ১৮ রান করেছেন।
জীবনদান পেলেন রোহিত
তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন তাস্কিন আহমেদ। ওভারের চতুর্থ বলে বাউন্ডারি লাইনে রোহিত শর্মার সহজ ক্যাচꦡ ছাড়েন হাসান মাহমুদ। ওভারে মোট ১ রান ওঠে। ৩ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১১ রান। তাস্কিন ২ ওভারে মাত্র ২ রান খরচ করেন।
শরিফুলকে ছক্কা রাহুলের
দ্বিতীয় ওভারে বল করতে আসেন শরিফুল ইসলাম।♕ ওভারের পঞ্চম বলে ছক্কা মারেন লোকেশ রা🀅হুল। দ্বিতীয় ওভারে ৯ রান ওঠে।
ম্যাচ শুরু
লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা। বোলিং শুরু করেন তাস্কিন আহমেদ। পঞ্চম বলে ১ রান নি🏅য়ে খাতা খোলেন লোকে𝔉শ রাহুল। প্রথম ওভারে মাত্র ১ রান সংগ্রহ করে টিম ইন্ডিয়া।
বাংলাদেশের প্রথম একাদশ
নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, শাকিব আল꧅ হাসান (কꦚ্যাপ্টেন), আফিফ হোসেন, ইয়াসির আলি, নুরুল হাসান (উইকেটকিপার), মোসাদ্দেক হোসেন, তাস্কিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
ভারতের প্রথম একাদশ
রোহিত শর্মা (ক্যাপ্টেন), লোকেশ 🎶রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, ভুবনেশ্বর ক𝐆ুমার ও অর্শদীপ সিং।
দলে ফিরলেন অক্ষর প্যাটেল
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অক্ষর প্যাটেলকে বসিয়ে ভার𒐪ত মাঠে নামায় দীপক হুডাকে। তবে বাংলাদেশ ম্যাচে হুডাকে বসিয়ে টিম ইন্ডিয়ꦓা পুনরায় মাঠে ফেরায় অক্ষর প্যাটেলক। বাংলাদেশ এই ম্যাচে সৌম্য সরকারকে বসিয়ে মাঠে নামায় শরিফুল ইসলামকে।
টস হারলেন রোহিত
বাংলা🍷দেশের বিরুদ্ধে সুপার টুয়েলভের ম্যাচে টস হারলেন রোহ🅺িত শর্মা। বাংলাদেশ দলনায়ক শাকিব আল হাসান টস জিতে ভারতকে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান। সুতরাং, অ্যাডিলেডে রান তাড়া করবে বাংলাদেশ।
জিম্বাবোয়েকে হারাল নেদারল্যান্ডস
রোহিতরা অ্যাডিলেডে মাঠে নামার আগে একই মাঠে জিম্বাবোয়েকে সুপার টুয়েলভের ম্যাচে পরাজিত করে নেদারল্যান্ডস। পাকিস্তানকে হারিয়ে চমকে দেওয়া জিম্বাবোয়ের বিরুদ্ধে ৫ উইকেটে জয় তুলে নেয় নেদারল্যান্ডস।
বিস্তারিত পড়꧙ুন:- ZIM vs NED: পাকিস্তানকে হারিয়ে চমকে দিলেও নেদারল্যান্ডসের কাছে হার জিম্বাবোয়ের
পিচের সম্ভাব্য গতিপ্রকৃতি
অ্যাডিলেডের বাইশগজে রানের হদিশ ༒রয়েছে। তাছাড়া একই পিচে জিম্বাবোয়ে বনাম নেদারল্যান্ড ম্যাচ খেলা হয়। 𓃲তাই পুরনো পিচে ব্যাটিং করা তুলনায় সহজ হয়ে দাঁড়াতে পারে। স্পিনাররা অল্প-বিস্তর সাহায্য পেতে পারেন বাইশগজ থেকে।
বদল হতে পারে ভারতের প্রথম একাদশে
গত ম্যাচে চোটের জন্য শেষদিকে কিপিং করতে পারেননি দীনেশ কার্তিক। তাঁর বদলে কিপিং করেন ঋষভ পন্ত। যদিও অ্যাডিলেডে অনুশীলন করেন কার্তিক। এখন দেখার যে, কার্তিককে টপকে বাংলাদেশ ম্যাচে মাঠে নামার সুযোগ পান কিনা পন্ত। লোকেশ রাহুলকে নিয়ে টিম ম্যানেজমেন্ট নিজেদেরꦜ অবস্থান স্পষ্ট করে দিয়েছে। প্রথম তিন ম্যাচে ব্যর্থ হলেও রাহুলই যে রোহিতের সঙ্গে ওপেন করবেন, সেটা একপ্রকার নিশ্চিত। দীপক হুডার বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। তাঁর বদলে দলে ফিরতে পারেন অক্ষর প্যাটেল। যুজবেন্দ্র চাহালের মাঠে নামার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
জিম্বাবোয়েকে সস্তায় গুটিয়ে দিল নেদারল্যান্ডস
অ্যাডিলেড ওভালে ভারত-বাংলাদেশ 🌼ম্যাচের আগে একই পিচে পরস্পরের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে জিম্বাবোয়ে ও নেদারল্যান্ডস। এই ম্যাচ শেষ হওয়ার পরে মাঠে নামবেন রোহিতরা। দিনের প্রথম ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে জিম্বাবোয়ে। তারা ১৯.২ ওভা🌜রে মাত্র ১১৭ রানে অল-আউট হয়ে যায়। সুতরাং, জয়ের জন্য নেদারল্যান্ডসের দরকার ১১৮ রান। সিকন্দর রাজা দলের হয়ে সব থেকে বেশি ৪০ রান করেন। এছাড়া ২৮ রানের যোগদান রাখেন সিয়ান উইলিয়ামস। বাকিরা কেউই দু'অঙ্কের রানে পৌঁছতে পারেননি। পল ভ্যান মিকেরেন ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট দখল করেন ব্র্যান্ডন গ্লভার, লগান ভ্যান বিক ও বাস ডি'লিড। ১টি উইকেট নিয়েছেন ফ্রেড ক্লাসেন।
বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি?
ভারত-বাংলাদেশ ম্যাচের সময়ে অ্যাডিলেডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভালো মতোই। যদিও তাতে ম্যাচ আয়োজনে খুব বেশি বাধার মুখে পড়তে হবে না বলেই মনে করা হচ্ছে।
বিস্তারিত পড়ুন:- IND vs BꩲAN: বৃষ্টি নিয়ে দুশ্চিন্তা নেই বলা যাব𝄹ে না, তবে কি ভেস্তে যাবে ভারত-বাংলাদেশ ম্যাচ?
গুরুত্বপূর্ণ ম্যাচ ভারত-বাংলাদেশ দু'দলের কাছেই
সুপার টুয়েলভের গ্রুপ টু-এ সব দল ৩টি করে ম্যাচ খেলার পরে ৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা রয়েছে এক নম্বরে। ভারত ও বাংলাদেশের সংগ্রহ রয়েছে ৪ পয়েন্ট করে। ভারত নেট রান-রেটে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে রয়েছে। বাংলাদেশ অবস♈্থান করছে তিন নম্বরে। পাকিস্তান রয়েছে জিম্বাবোয়ের পিছনে পাঁচ নম্বরে। একেব🐓ারে শেষে অবস্থান করছে নেদারল্যান্ডস। তবে জিম্বাবোয়ে বনাম নেদারল্যান্ডস ম্যাচের ফলাফলের নিরিখে পয়েন্ট টেবিলের ছবিটা বদলাতে পারে। আপাতত সেমিফাইনালে জায়গা করে নেওয়ার লড়াইয়ে ভারত-বাংলাদেশ দু'দলের কাছেই এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে দল জিতবে সেমিফাইনালের পথে এক পা এগিয়ে থাকবে তারা। যদিও বাংলাদেশের রাস্তা এর পরেও সহজ হবে না মোটেও।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।