২৪ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ রয়েছে। তাও আবার পাকিস্তানের বিরুদ্ধে। ভারত-পাকিস্তান মানেই ২২ গজে উত্তেজনার পারদ একেবারে আকাশছোঁয়া হয়ে যায়। তবে সেই ম্যাচের আগে সোমবার প্রথম প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ভারত অনেকটাই অক্সিজেন পেল। বাড়ল ♔আত্মবিশ্বাসও।
৬ বল বাকি থাকতে ৭ উইকেটে জিতল ভারত
১৮. ৬ ওভারে ছক্কা হাঁকিয়ে ভারতকে জেতালেন ঋষভ পন্ত। তবে এ দিন ভারতের দুই ওপেনার লোকেশ রাহুল (২৪ বলে ৫১) এবং ইশান কিষাণই (৪৬ বলে ৭০) ভারতের জয়ের ভিত তৈরি করে দেন। এর পর ঋষভ পন্ত ১৪ বলে অপরাজিত ২৯ রান করেন। তবে নিরাশ করলেন বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদব। দুই তারকা ব্যাটসম্যানই কিন্তু বহু দিন ধরে নিজেদের ছন্দে নেই। যেটা ভারতের চিন্তার কারণ। ভুবনেশ্বর কুমার, রাহুল চাহারদের🌃 যে ভাবে ইংল্যান্ড পিটিয়েছে, তা নিয়েও চিন্তায় থাকতে হবে টিম ইন্ডিয়াকে। এই ম্যাচের পর অন্তত নিজেদের ভুলত্রুটিগুলো আরও পরিষ্কার হয়ে গিয়েছে ভারতের। আশা করা হচ্ছে, ২৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে এই ভুলগুলো শুধরে নেবে ভারত।
সূর্যকুমার যাদব আউট
১৫.২ ওভারে ইশান কিষাণ ৪৬ বলে ৭০ রান করে মাটে ছেড়েছিলেন। অন্যদের খেলার সুযোগ দেওয়ার জন্য তিনি রিটায়ার্ড হার্ট🌸 হয়ে যান। এর পর নেমেছিলেন সূর্যকুমার যাদব। কিন্তু ৯ বলে ৮ রান করে আউট হলেন সূর্য। ১৮ ওভারে ৩ উইকেটে ১৬৯ রান ভারতের। জিততে হলে চাই ১২ বলে ২০ রান।
ভারত ১৫ ওভারে ১৪৮/২
ভারত ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৮ রান করে ফেলেছܫে। ক্রিজে রয়েছেন ইশান কিষাণ (৪৫ বলে 🍃৬৯ রান) এবং ঋষভ পন্ত (৮ বলে ১৫ রান)।
কোহলি আউট
লিভিংস্টোনের বলে ক্যাচ আউট হলেন কোহলি। ১৩ বলে ১১ রান করেন কোহলি। ১৩ ওভারে ভারতের স্কꦺোর ২ ওভারে ১২৬ রান।
ভারত ১২ ওভারে ১২৩/১
এই ওভারে ২৪ রান নিল ভারত। ১০০ পার করল তারা। ইশান কিষাণও ꦺঅর্ধশতরান করে ফেললেন। ৩৮ বলে ৬০ রান করে ফেলেছেন ইশান কিষাণ। ১০ বলে ১০ রান কোহলির। ১২ ওভারে ১ উইকেটে ১২৩ রান 𝔉ভারতের।
ভারত ১০ ওভারে ৯২/১
৩৩ রান করে ক্রিজে রয়েছেন ইশান কিষাণ বিরাট কোহলি করেছেন ৭ বলে ৭ রান।🎉🏅
২৪ বলে ৫১ রানের ইনিংস খেললেন রাহুল
অর্ধশতরান করে আউট কেএল রাহুল
অর্ধশতরান করেই আউট হলেন কেএল রাহুল। ২৪ বলে ৫১ রান ক✨রলেন কেএল রাহুল।
ভারত ৮ ওভারে ৭৮/0
কে এল রাহুল ২২ বলে ৪৭ রান করেছেন। ২৬ বলে ৩০ রান করেছেন ইশান 🅠কিষাণ।
ভারত ৬ ওভারে ৫৯/০
এই ওভারে ১০ রান হল। ৬ ওভার শে🍰ষে কোনও উইকেট না হারিয়ে ৫৯ রান ভারতের। ১৪ বলে ৩৩ রান রাহুলের। ২২ বলে ২৫ রান ইশানের।
ভারত ৫ ওভারে ৪৯/০
এই ওভারেও ১৬ রান নিল ভারত। ৫ ওভ💮ারে কোনও উইকেট না হারিয়ে ৪৯ রান ভারতের। ১৯ বলে ২৩ রান ইশান কিষাণের। ১১ বলে ২৫ রান রাহুলে🌼র।
ভারত ৪ ওভারে ৩৩/০
এই ওভারে রাহুল তিনটি ৪ এবং একটি ছক্কা হাঁকান। মোট ১৮ রান নেন তিনি। ১০ বলে ২৫ করে 𒁏ফেললেন রাহুল। ইশান কিষাণ ১৪ বলে করেছেন ৮ রান। ৪ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৩৩ রান ভারতের।
ভারত ৩ ওভারে ১৫/০
ভারত ৩ ওভারে ১৫ রান করেছেন। ইশান কিষাণ ১৪ বল খেলে ফেলেছেন।෴ করেছেন মাত্র ৮ রান। ৪ বলে ৭ রান রাহুলের।
ভারত ২ ওভারে ১৩/০
এই ওভারে মাত্র ৫ রান নিল ভা🌌রত। ৯ বলে ৭ রান ইশান কিষাণের। ৩ বলে ৬ রান রাহুলের। ২ ওভা🍒রে কোনও উইকেট হারিয়ে ১৩ রান ভারতের।
ভারত ১ ওভারে ৮/০
প্রথম ওভারে ৮ রান নিল ভারত। ৩ বলে ৬ রান করেছেন রাহ🐼ুল। 🌠৩ বলে ২ রান ইশান কিষাণের।
ভারতের রান করা শুরু
বড় রানের লক্ষ্য রেখেছে ইংল্যান্ড। ব্যাট করতে নেমেছেন 𓃲কেএল রাহুল এবং ইশান কিষাণ।
ভারতের সামনে লক্ষ্য ১৮৯ রান
শেষ ওভারে ভুবনেশ্♌বর কুমার ২১ রান দিলেন। শেষ তিন বলে একটি চার এবং দু'টি ছয় মারেন মইন আলি। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৮ রান ইংল্যান্ডের। ২০ বলে অপরাজিত ৪৩ রানের একটি দুরন্ত খেলেছেন মইন আলি। ৩টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন মহম্মদ সামি। একটি করে উইকেট নিয়েছে জসপ্রীত বুমরাহ এবং রাহুল চাহার।
বেয়ারস্টো আউট
৩🐻৬ বলে ৪৯ করে বুমরাহর বলে বোল্ড হলেন বেয়ারস্টো। পরিবর্তে ক্রিস ওকস নেমেছেন। ১৯ ও⛎ভারে ৫ উইকেটে ১৬৭ রান ইংল্যান্ডের।
ইংল্যান্ডের ১৮ ওভারে ১৬১/৪
বড় রান করার🤡 পথে💜 ইংল্যান্ড। ৪ উইকেট পড়েছে ঠিকই। তবে ১৮ ওভারে ১৬১ রান করে ফেলেছে ইংল্যান্ড। ৩৪ বলে ৪৭ করেছেন বেয়ারস্টো। ১২ বলে ২১ রান মইন আলির।
লিভিংস্টোন আউট
এই ওভারে মহম্মদ সামি ১৩ রান দিলেন। তবে আরও ১ উইকেট তুলে নিলেন তিনি। এ বার লিভিংস্টোনকে ফেরালেন তিনি। এই নিয়ে মোট তিন উইকেট নিয়ে ফেললেন 🌞সামি। ২০ বলে ৩০ করে সামির বলে বোল্ড হন লিভিংস্টোন। ♋১৫ ওভারে ৪ উইকেটে ১৩০ রান ইংল্যান্ডের। ২৭ বলে ৩৮ করে ফেলেছেন বেয়ারস্টো। লিভিংস্টোনের পরিবর্তে মইন আলি সবে নেমেছেন। ১ বল খেলে ১ রান তাঁর।
ইংল্যান্ডের ১২ ওভারে ৯৩/৩
এই ওভারে রাহুল চাহার ১২ রান দিলেন। ১২ ওভারে ৩ 🐟উইকেট হারিয়ে ৯৩ রান ইংল্যান্ডের। লিভিংস্টোন ১১ বলে ১৩ রান করেছেন। ১৮ বলে ২৩ রান করেছেন বেয়ারস্টো।
মালানকে ফেরালেন চাহার
১৮ বলে ১৮ রান করে আউট হয়ে গেলেন দাওয়িদ মালান। রাহুল চাহারের বলে বোল্ড হন মালান। পরিবর্তে লিভিংস্টোন নেমেছেন। ꦛ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ইংল্যান্ড ৭৯ রান করেছেন।
ইংল্যান্ডের ৯ ওভারে ৭৬/২
অশ্বিন এই ওভারে ৫ রান দিলেন। ৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৬ রান ভারতের। জনি বেয়🌸ারস্টো (১২ বলে ১৯ রান) এবং দাওয়িদ মালান (১৭ বলে ১৮ রান) রয়েছেন ক্রিজে।
জেসন রয়কে ফেরালেন সামি
দ্বিতীয় সাফল্য মহম্মদ সামির। বাটলারের পর জেসন রয়কে ফেরালেন তিনি। ১৩ বলে ১৭ রান করে আউট হলেন জেসন রয়। সামির বলে ক্যাচ ধরেন বুমরাহ। ৬ ওভ🏅ারে ২ উইকেটে ৫১ রান করে ফেলল ইংল্যান্ড। ২ উইকেট হারালেও অর্ধশতরানের গণ্ডি টপকে গেলেন ব্রিটিশরা।
বাটলারকে ফেরালেন সামি
১৩ বলেඣ ১৮ রান করে সামিরবলে বোল্ড হন বাটলার। ৪ ওভারে ১ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ৩৭ রান। এই ওভারে বাটলার দু'টি চার মেরেছিলেন সামিকে। ক্🗹রিজে রয়েছেন জেসন রয় (১১ বলে ১৬ রান), দাওয়িদ মালান (১ বলে ১ রান)।
ইংল্যান্ডের ৩ ওভারে ২৭/০
এই ওভারে ১৩ রান দেন ভুবনেশ্বর। জেসন রয় দু'টি🐼 চার মারেন। ১০ বলে ১৬ রান করেছেন রয়। ৯ বলে ১০ রান বাটলারের। ৩ ওভারে ২৭ রান ইংল্যান্ডের।
ইংল্যান্ডের ২ ওভারে ১৪/০
৮ বলে ৯ রান বাটলারের। ৪ বলে ৫ 💜রান জেসন রায়ের। জসপ্রীত বুমরাহ দিলেনএই ওভারে ৬ রান। ২ ওভারে ১৪ রান ইংল্যান্ডের।♌ কোনও উইকেট তারা হারায়নি।
ইংল্যান্ডের ১ ওভারে ৮/০
প্রথ🅘ম ওভারে ভুবনেশ্বর কুমার ৮ রান দিয়েছেন। ১ ওভারে কোনও উইকেট না হারিয়ে ইংল্যান্ডের রান ৮। জেসন রায় ৩ রান করেছেন। ৫ রান করেছেন 💫জোস বাটলার।
ওয়ার্ম আপ ম্যাচ শুরু
জেসন রয় এবং জোস বাটলার ওপেন করেছেন।
ইংল্যান্ডের প্রথম একাদশ
জোস বাটলার, জেসন রয়, দাওয়ি𒅌দ মালান, লিয়াম লিভিংস্টোন, মইন আলি, ক্রিস ওকস, ডেভিড উইলং, ক্রিস জর্ডন, আদিল রশিদ, মার্ক উড।
ওয়ার্ম ম্যাচ শুরুর অপেক্ষা…
টসে জিতল ভারত
টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নিল 🐓ভারত। দুবাইয়ে পরে রান তাড়া করেই আইপিএলের দলগুলো সাফল্য পেয়েছে। সে কারণেই সম্ভবত ভারতও আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে।
ফের ইয়ন মর্গ্যান বনাম বিরাট কোহলি
হয়তো প্রস্তুতি ম্য়াচ। এই ম্যাচের উপর কোনও ওঠা-নামা কিছুই নির্ভর করছে না। তবু দুই দলই এ𝄹ই ম্যাচ জিততে চায়। টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে নামার আগেই তাই ভারত-ইংল্যান্ড যেন দুবাইয়ে বিশ্বকাপ যুদ্ধে নেমে পড়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।