সাম্প্রতিক সময়ে টিম ইন্ডিয়া যখনই কোনও আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেছে, ওয়াসিম জাফর ঠিক তার আগে রহস্যজনক টুইট করে নিজের পছন্দের সম্ভাব্য প্রথম একাদশ জানিয়েছেন অনুরাগীদের। গ�🙈�ুরুত্বপূর্ণ সব ম্যাচের আগে এমনই সব সাংকেতিক টুইট করতে দেখা গিয়েছে জাফরকে, যার রহস্য উন্মোচন করা বেশ কঠিন হয়ে দাঁড়ায় ক্রিকেটপ্রেমীদের।
এবার টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের আগে তেমনই সাংকেতিক টুইটে ভারতের সম্ভাব্য প্রথম একাদশের হদিশ দেন জাফর। তিনি এক্ষেত্রে আইপিএল দলগুলির লোগো ব্যবহার করে 🌸নিজের পছন্দের ভারতীয় দলের কথা উল্লেখ করেন।
জাফর ব্যাটিং অর্ডার অনুযায়ী যে দলগুলির লোগো ব্যবহার করেন সেগুলি এরকম-
১. মুম্বই ইন্ডিয়ান্স
২. পঞ্জাব কিংস
৩. আরসিবি
৪. দিল্লি ক্যাপিটালস
৫. মুম্বই ইন্ডিয়ান্স
৬. মুম্বই ইন্ডিয়ান্স
৭. সিএসকে
৮. সিএসকে
৯. পঞ্জাব কিংস
১০. মুম্বই ইন্ডিয়ান্স
১১. কেকেআর
জাফরের এমন টুইটের রহস্য উন্মোচন করলে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ দাঁড়ায় এরকম-
১. রোহিত শর্মা
২. লোকেশ রাহুল
৩. বিরাট কোহলি
৪. ঋষভ পন্ত
৫. সূর্যকুমার যাদব
৬. হার্দিক পান্ডিয়া
৭. রবীন্দ্র জাদেজা
৮. শার্দুল ঠাকুর
৯. মহম্মদ শামি
১০. জসপ্রীত বুমরাহ
১১. বরুণ চক্রবর্তী
উল্লেখ্য, এক্ষেত্রে ওপেনে মুম্বই ইন্ডিয়ান্সের ইশান কিষাণের বিকল্পও রাখতে পারেন জাফর। তবে রোহিতকে বাদ দিয়ে তিনি ইশানকে খেলান❀োর পরামর্শ দেবেন বলে মনে হয় না। তাছাড়া ওপেনার হিসেবে সফল বলেই মিডল অর্ডারের দুই মুম্বই তারকার মধ্যেও ইশানকে বিবেচনা করা মুশকিল। সুতরাং মিডল অর্ডারে সূর্যকুমার ও হার্দিকই প্রাধান্য পাবেন বলে মনে হয়।
উল্লেখযোগ্য বিষয় হল, ইশান কিষাণ ছাড়া জাফর প্রথম একাদশ থেকে বাদ দি💝লেন রবিচন্দ্রন অশ্বিন ও ভুবনেশ্বর কুমারকেও।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।