পাকিস্তান চলতি টি-২০ বিশ্বকাপের ফাইনালে ওঠার পর থেকেই পাক প্রাক্তনীদের গলা চড়তে শুরু করে ক্রমশ। পরে ভারত সেমিফাইনালে হেরে ছিটকে যাওয়ায় টিম ইন্ডিয়াকে লক্ষ্য করে সীমাহীন কটাক্ষ🐟 ছুঁড়ে দিতে থাকেন শোয়েব আখতাররা। তাতে লাগাম পরানোর কোনও ইচ্ছাই চোখে পড়ছে না আখতারদের মধ্যে।
এবার পাকিস্তান বনাম ইংল্যান্ড ফাইনাল ম্যাচ নিয়ে আলোচনার ম♍াঝেও ভারতের দিকে কটাক্ষ ছুঁড়ে দিলেন আখতার। এবার তাঁর নিশানায় ভারতের বোলিং আক্রমণ। নিজের ইউটিউব চ্যানেলের আলোচনায় ভারতীয় বোলারদের কার্যত এলেবেলে পর্যায়ে নামিয়ে আনলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।
তাঁর দাবি, পাকিস্তান🍷ের বিরুদ্ধে ফাইনাল খেলার আগে ইংল্যান্ড নিশ্চিত ভাববে যে পাকিস্তানের বোলাররা ভারতের মতো এলেবেলে নয়। তাই সেমিফাইনালের মতো ফাইনালে ওয়াকওভার পাওয়া যাবে না।
আখতার বলেন, ‘ইংল্যান্ডের আত্মবিশ্বাস আকাশ ছোঁবে নিশ্চিত। তবে ওꦺরা জানে পাকিস্তানের বোলাররা ভারতীয় বোলারদের মতো নয়। ফাইনালে কিছু না কিছু করে জিততে হবে। ওয়াকওভার পাওয়া যাবে না।’
ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে ইংল্যান্ড ১০ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নেয়। ভারতীয় বোলাররা সেম𝐆িফাইনালে কোনও উইকেট তুলে নিতে 🏅না পারায় তাঁদের নিয়ে ক্রমাগত উপহাস করে চলেছেন আখতার।
ফাইনাল নিয়ে শোয়েব আখতারকে আশাবাদী করছে বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের পরিচিত ফর্মে ফেরা। তিনি বলেন, ‘বাবর-রিজওয়ানের উপর অনেক কিছু নির্ভর করছে। যেরকম স্ট্র😼াইক-রেটে খেলেছে, সেটা গুরুত্বপূর্ণ। ৬ ওভারে যে স্ট্রাইক-রেট এতদিন দেখা যাচ্ছিল না, সেটা ফিরে এসেছে। মেলবোর্নের পিচ আপনাকে সেই স্ট্রাইক-রেট বজায় রাখার অনুমতি দেবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।