নমিবিয়ার বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপে ভারতের শেষ লিগ ম্যাচে ব্যাট হাꦗতে দুরন্ত মাইলস্টোন টপকে গেলেন রোহিত শর্মা। বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিক♊েটে ৩০০০ রান সংগ্রহ করার নজির গড়েন হিটম্যান।
ন⛦মিবিয়া ম্যাচের আগে ১১৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচের ১০৭টি ইনিংসে রোহিতের সার্বিক সংগ্রহ ছিল ২৯৮২ রান। সুতরাং মাইলস্টোনে পৌঁছতে হিটম্যানের দরকার ছিল ১৮ রান, যা তিনি নমিবিয়ার বিরুদ্ধে অনায়াসে সংগ্রহ করে নেন। সুতরাং ১১৬টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচের ১০৮ নম্বর ইনিংসে রোহিত ৩০০০ রানের মাইলফলক টপকে যান।
রোহিতের আগে এই কৃতিত্ব অর্জন করেছেꦺন বিরাট কোহলি ও মার্টিন গাপ্তিল। যদিও হিটম্যানের🏅 থেকে কম ইনিংসেই এই মাইলস্টোন পেরিয়ে গিয়েছেন দুই তারকা।
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সবথেকে বেশি রান💝 করার বিশ্বরেকর্ড রয়েছে বিরাট কোহলির দখলেᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ। তিনি ৯৫টি ম্যাচের ৮৭টি ইনিংসে ৩২২৭ রান সংগ্রহ করেছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন কিউয়ি ওপেনার গাপ্তিল। তিনি ১০৭টি ম্যাচের ১০৩টি ইনিংসে ৩১১৫ রান সংগ্রহ করেছেন। রোহিতের ঝুলিতে রয়েছে আপাতত ৩০৩৮ রান।
নমিবিয়ার বিরুদ্ধে ৩৭ বলে ৫৬ রান করে আউট হন রোহিত। আগ্রাসী ইনিংসে তিনি ৭টি চা🍃র ও ২টি 🌟ছক্কা মারেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।