অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের দিনও স্পষ্টভাবে মহম্মদ রিজওয়ান মাঠে নামতে পারবেন কিনা, সেই নিয়ে জল্পনা অব্যাহত ছিল। ম্যাচের আগে ফ্লুতে আক্রান্ত হওয়ায় শোয়েব মালিক ও রিজওয়ান, দুই ⛎জনেই হাসপাতালে ভর্তি ছিলেন। তবে আইসিইউ তে দুদিন থাকার পর রিজওয়ান মাঠে নেমে যা করলেন তা রীতিমতো অবিশ্বাস্য।
অস্ট্রেলিয়ার বিরুদ্ꦕধে ওপেন করে দলের হয়ে তিনটি চার ও চারটি ছক্কাসহ ১২৮.৮৫-র স্ট্রাইক রেট নিয়ে ৫২ বলে ৬৭ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন রিজওয়ান। শুধু তাই নয়, গোটা ম্যাচে উইকেটকিপিংও করেন পাকিস্তান তারকা। দলের স্বার্থে তাঁর এই প্রচেষ্টা প্রশংসা সমর্থক থেকে বিশেষজ্ঞ, সকলেরই প্রশংসা কুড়িয়েছে। সতীর্থের দলের প্রতি দায়বদ্ধতা দেখে অভিভূত বাবর আজম নিজেও।
ম্যাচের পর পাকিস্তান অধিনায়ক বাবর আজম সতীর্থ এবং ওপেনিং পার্টনার রিজওয়ানের বিষয়ে কথা বলতে 🔥গিয়ে জানান, ‘ও💎 (রিজওয়ান) প্রকৃত অর্থেই একজন টিমম্যান। আজ ও যেভাবে খেলেছে, তা এককথায় অভূতপূর্ব। আমি যখন ওকে দেখি, তখন স্পষ্টতই ওর শরীরটা ভীষণই খারাপ ছিল। তবে ওর শরীরের বিষয়ে জিজ্ঞেস করায় ও এককথায় জানিয়ে দেয় যে ও খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।