আগামী কাল থেকে শুরু আইসিসি টি২০ বিশ্বকাপের প্রাথমিক পর্ব। তার আগে ১৬ দলের অধ♈িনায়কদের নিয়ে প্রেস কনফারেন্স করল আইসিসি। সেখানে প্রত্যাশিত ভাবেই অধিকাংশ প্রশ্ন উড়ে আসে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ও পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের দিকে। খুব স্বাভাবিক ভাবেই মহম্মদ শামি যিনি জসপ্রীত বুমরাহর জায়গায় শেষ বেলায় টিমে ঢুকেছেন, তাঁকে নিয়ে প্রশ্ন করায় রোহিতকে। তবে কীভাবে চোট আঘাত সামলানোর জন্য প্রস্তুতি নিচ্ছে ভারত, সেই নিয়ে রোহিতের উত্তর আর🌸ও অনেক প্রশ্ন তুলে দিল।
এদিন মহম্মদ শামির বিষয়ে রোহিত শর্মা বলেন যে যা খবর পাওয়া যাচ্ছে সেটা খুবই ইতিবাচক। নিজের ফার্মে শামি ছিলেন বলে তিনি শুনেছেন। কোভিড হওয়ার পর বাড়িতে থাকলেও এনসিএ-তে ভালো রিহ্যাব করেছেন শামি, বলে শুনেছেন রোহিত। তিন চারটে সেশন ভালো প্র্যাকটিস সেশন শামি করেছেন বলেও জানিয়েছেন ভারতীয় অধিনায়ক। ইতিমধ্যেই ব্রিসবেসে পৌঁছে গিয়েছেন শামি। ভারতীয় দল আগামিকাল যাবে সেখানে। তারপর সে🍷খানে শামি দলের সঙ্গে প্র্যাকটিসে যোগ দেবেন।
তবে মজার বিষয় হল, ভারতীয় দল কার্যত শামিকে টি২০-তে খরচের খাতায় ফেলে দিয়েছিল। গত বছর টি২০ বিশ্বকাপের পর থেকে শামি আর কোনও টি২০ খেলেননি ভারতের হয়ে👍। আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট বলতে একমাত্র আইপিএলে অংশগ্রহণ করেছিলেন। তবে রোহিতের দাবি যে চোট-আঘাত প্লেয়ারদের যে কোনও সময়ই হতে পারে। সেই কারণে তাঁরা ঘুরিয়ে ঘুরিয়ে প্লেয়ারদের সুযোগ দিয়েছেন। তরু🍎ণদের সুযোগ দেওয়া হয়েছে গত এক বছরে যখনই সম্ভব হয়েছে। এভাবেই বেঞ্চ স্ট্রেংথ তৈরি হয়েছে বলে তিনি জানান। কিন্তু যখন বুমরাহর পরিবর্তের প্রয়োজন পড়ল, তখন কিন্তু কোনও তরুণ নয় বর্ষীয়ান মহম্মদ শামিকেই ডাকতে হল ভারতীয় দলকে। তাহলে কী যে পরীক্ষা-নিরীক্ষার কথা বলছেন রোহিত, সেগুলি সবই ব্যর্থ হল। সেই প্রশ্ন উঠে গেল এদিনের প্রেস কনফারেন্স থেকে। কেন সিরাজ, উমরানের মতো তরুণরা সুযোগ পেলেন না, কোনও সদুত্তর দিতে পারেননি রোহিত শর্মা। ২৩ অক্টোবর ভারতের প্রথম ম্যাচ। বিপক্ষে প্রতিপক্ষ বাবর আজমের পাকিস্তান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।