রভাগ্যের সহায্য ছাড়া পাকিস্তানের পক্ষে চলতি টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের বাধা টপকানো সম্ভব হতো না। নিতান্ত অপ্রত্যাশিতভাবে দ🌱ক্ষিণ আফ্রিতা তাদের সুপার টুয়েলভের শেষ ম্যাচ নেদারল্যান্ডসের কাছে হেরে যাওয়ায় পড়ে পাওয়া সুযোগ পেয়ে যান বাবর আজমরা। সেই সুযোগটা কাজে লাগিয়ে পাকিস্তান শুধু সেমিফাইনালে ওঠে তেমনটাই নয়, বরং শেষ চারে নিউজিল্যান্ডকে পরাজিত করে ফাইনালের টিকিটও পকেটে পো♛রে।
ইংল্🐎যান্ডের বিরুদ্ধে ফাইনালের আগে বাবর আজম নিজেও স্বীকার করে নেন ভাগ্যের সাহায্যের বিষয়টা। ঈশ্বরে বিশ্বাসী পাক অধিনায়ক স্পষ্ট জানান যে, ঈশ্বর তাঁদের ফাইনালে তুলেছেন। ঈশ্বরই🍨 তাঁদের ফাইনালে জেতাবেন।
বাবর এপ্রসঙ্গে বলেন, ‘আমরা ঈশ্বরে বিশ্বাস করি। যা কিছু ঘটে, ঈশ্বরের মর্জিতেই ঘটে। ঈশ্বর আমাদের সুযোগ দেন, আমাদের সেটা কাজে লাগাতে হয়। আমরা শুধু চেষ্টা করতে পারি। আমারা চেষ্টা করি নিজেদের সেরাটা দ𝕴েওয়ার। ফলাফল ঈশ্বরের হাতে। ঈশ্বরের দেওয়া সুযোগটা আমরা লুফে নিয়েছি। ভালো ক্রিকেট খেলে সুযোগ যথাযথ কাজে লাগিয়েছি। ঈশ্বরের কাছে আমরা কৃতজ্ঞ। তাঁর বদান্যতায় আমরা ফাইনালে উঠেছি এবং আশা করছি তিনিই আ❀মাদের ফাইনালে জেতাবেন।’
বিশ্বকাপ ফাইনালের আগে সাংবাদিক সম্মেলনে আইপিএলের প্রসঙ্গ উঠলে বাবর কোনও মন্তব্য করেননি। আসলে বাধ সাধেন পাকিস্তানের মিডিয়া ম্য়ানেজার। তিনি🎃 স্পষ্ট জানিয়ে দেন যে, টি-২০ বিশ্বকাপের প্রসঙ্গ ছাড়া আইপিএলের প্রসঙ্গে কোনও প্রশ্নের উত্তর দেবেন না পা🌸ক দলনায়ক।
বাবর অবশ্য পাকিস্তান দল যেভাবে টুর্নামেন্টে ঘুরে দাঁড়িয়েছে, তাতে ফাইনালেও ভালো খেলার বিষয়ে আত্মবিশ্বাসী। তবে তাঁর ঈশ্বর ভরসার কথা শুনে এমনটা মনে হওয়াই স্বাভাবিক যে, খেতাবি লড়া🍷ইয়েও ভাগꦫ্যের সহায়তা চাইছেন পাক অধিনায়ক।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।