শুভব্রত মুখার্জি
মহিলা ক্রিকেটে অস্ট্রেলিয়া দলকে হারানো কার্যত দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অজিদের বিরুদ্ধে মহিলা বিশ্বকাপের ম্যাচে ভারতের রেকর্ড একেবারেই আশাব্যঞ্জক নয়। শেষ মহিলা ওয়ান ডে বিশ্বকাপে ভারত অস্ট্রেলিয়া দলকে হারাতে 🌟সক্ষম হয়েছিল মূলত হরমনপ্রীত কৌরের বিধ্বংসী অপরাজিত ১৭১ রানের উপর ভর করে। চলতি মহিলা বিশ্ব💯কাপে অকল্যান্ডে অজিদের বিরুদ্ধে বড় রান করেও হারাতে পারেননি মিতালি রাজরা। ম্যাচে ভারতের হয়ে যথেষ্ট ভাল ব্যাট করা বাঁ-হাতি তরুণী ব্যাটার যস্তিকা ভাটিয়া অবশ্য মনে করেন, অজিদের বিরুদ্ধে ইনিংসের শুরুতেই উইকেট নিতে পারলে তাদেরকে হারানো সম্ভব।
অজিদের বিরুদ্ধে হারের পরে ভারতের কাছে পরের রাস্তা যাওয়ার রাস্তা যে কঠিন হয়েছিল। তবে পাকিস্তানে🍎র বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ হেরে যাওয়ায় লাভ হয়েছে ভারতের। অপরদিকে ভারতকে হারিয়ে মেগ ল্যানিংয়ের নেতৃত্বাধীন অজিরা প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে চলে গিয়েছে। ভারতের বিরুদ্ধে তারা মহিলাಞ বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড সংখ্যক রান তাড়া করে জয় পেয়েছে। অধিনায়িক মেগ ল্যানিং স্বয়ং ৯৭ রানের ইনিংস খেলে এই জয়ের ভিত গড়ে দেন।
ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ভাটিয়া বলেন, ‘অজিরা অসম্ভব ভালো ক্রিকেট খেলছে। ওদের🐠 দলে প্রত্যেকে আলাদাভাবে দায়িত্ব নিয়ে খেলছে। মেগ নিজেই আজ দায়িত্ব নিয়ে নেয় অজিদেরকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেওয়ার। ওর তাগিদটা স্পষ্ট ছিল। ওর ওই ইনিংস সত্ত্বেও আমরা ম্যাচটা একেবারে শেষ পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিলাম। যে কোনওদিকে ম্যাচটা যেতে পারত। জয়ের লাইনের ওপারে আমরাও থাকতে পারতাম। ব্যাপারটা এমন নয় যে অজিদের হারানো যা✃বে না। আমরা সেটা নিশ্চিতভাবে করতে পারব। আমাদের দল খুব ভালো। সেমিতে অথবা ফাইনালে আমরা ওদের হারাতে পারি। পাওয়ার প্লে’তে আজ তাড়াতাড়ি উইকেট ফেলতে পারলে আমরা ম্যাচটা জিততেও পারতাম।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।