ওয়েস্ট ইন্ডিজ কি অভাবনীয় কিছু করে বিশ্বকাপের টিকিট পাবে? নাকি গ্রুপ পর্যায়ে ভালো খেলার ফল পাবে শ্রীলঙ্কা এবং জিম্বাবোয়ে? আগামী কয়েকদিনের সেই উত্তর পাওয়া যাবে জিম্বাবোয়েতে। কারণ আগামী শুক্রবার (৩০ জুন) থেকে আইসিসি একদিনের বিশ্বকাপের কোয়ালিফায়ারের ‘সুপার সিক্স’-র খেলা শুরু হচ্ছে। ওই পর্যায়ে যে দুটি দল শীর্ষে থাকবে, সেই দুটি দল বিশ্বকাপের মূলপর্বে চলে যাবে। আগামী অক্টোবর-নভেম্বর খেলতে যাবে ভারতে। আর আপাতত যা পরিস্থিতি, তাতে বিশꦍ্বকাপের মূলপর্বে কার্যত এক পা বাড়িয়ে আছে শ্রীলঙ্কা এবং জিম্বাবোয়ে। অভাবনীয় কিছু না ঘটলে ওয়েস্ট ইন্ডিজ ছাড়াই এবারের🐲 বিশ্বকাপ হবে। সেইসঙ্গে অঘটনের আশায় বুক বাঁধছে নেদারল্যান্ডস এবং স্কটল্যান্ড।
‘সুপার সিক্স’-র পয়েন্ট টেবিল (গ্রুপ পর্যায়ের শেষে)
‘সুপার সিক্স’-র সূচি
এবার আইসিসি বিশ্বকাপের কোয়ালিফায়ারের নিয়ম অনুযায়ী, প্রা💦থমিক রাউন্ডের দুটি গ্রুপ থেকে তিনটি করে দল ‘সুপার সিক্স’ পর্যায়ে উঠেছে (গ্রুপ ‘এ’ থেকে জিম্বাবোয়ে, নেদারল্যান্ডস, ওয়েস্ট ইন্ডিজ এবং গ্রুপ ‘বি’ থেকে শ্রীলঙ্কা, স্কটল্যান্ড এবং ওমান)। যে গ্রুপ থেকে যে তিনটি দল উঠেছে, সেই দলগুলি ‘সুপার সিক্স’-এ আর নিজেদের মধ্যে খেলবে না।
কারণ সেই দলগুলি ইতিমধ্যে গ্রুপ পর্যায়ে নিজেদের মধ্যে খেলে ফেলেছে। আর সেই গ্রুপ পর্যায়ে একে অপরের বিরুদ্ধে যে পয়েন্ট পেয়েছে ও যা নেট রানরেট হয়েছে, সেটা ‘সুপার সিক্স’-এ যুক্ত হয়েছে। ‘সুপার সিক্স’-এ শুধুমাত্র অন্য গ্রুপের তিনটি দলের সঙ্গে খেলতে হবে। যেমন - ‘বি’ গ্রুপ থেকে উঠেছে শ্রীলঙ্কা, স্ক🤡টল্যান্ড এবং ওমান। গ্রুপ পর্যায়ে স্কটল্যান্ড এবং ওমানকে হারিয়েছিলেন দাসুন শানাকারা। তাই চার পয়েন্ট নিয়ে ‘সুপার সিক্স’ শুরু করছে শ্রীলঙ্কা। এবার শুধুমাত্র জিম্বাবোয়ে, নে🤪দারল্যান্ডস এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে।
১) জিম্বাবোয়ে বনাম ওমান: ২৯ জুন।
২) শ্রীলঙ্কা বনাম নেদারল্যান্ডস: ৩০ জুন।
৩) স্কটল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: ১ জুলাই।
৪) জিম্বাবোয়ে বনাম শ্রীলঙ্কা: ২ জুলাই।
৫) নেদারল্যান্ডস বনাম ওমান: ৩ জুলাই।
৬) জিম্বাবোয়ে বনাম স্কটল্যান্ড: ৪ জুলাই।
৭) ওয়েস্ট ইন্ডিজ বনাম ওমান: ৫ জুলাই।
৮) স্কটল্যান্ড বনাম নেদারল্যান্ডস: ৬ জুলাই।
৯) শ্রীলঙ্কা বনাম ওয়েস্ট ইন্ডিজ: ৭ জুলাই।
'সুপার সিক্স' পর্যায়ের শেষে যে দুটি দল পয়েন্ট তালিকার শীর্ষে সেই দুটি দল বিশ্বকাপের মূল🔯পর্বে থাকবে। আর সেই দুটি দলের মধ্যে হবে ফাইনাল (৯ জুলাই)। সেটার মাধ্যমে শুধুমাত্র আইসিসি বিশ্বকাপ কোয়ালিফায়ার টুর্নামেন্ট চ্যাম্পিয়ন দেশ নির্ধাไরিত হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।