যশস্বী জয়সওয়াল ভারতীয় ক্রিকেটের তরুণ তারকাদের মধ্যে নজর কেড়েছেন। তাঁকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত বলে মনে করা হচ্ছে। ২০১৯ সালের জানুয়ারিতে ছত্তিশগড়ের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হওয়ার পরꦚ থেকে যশস্বী জয়সওয়াল ১৫টি ম্যাচে ৮০.২১ গড়ে ন'টি সেঞ্চুরি এবং দু'টি হাফ সেঞ্চুরির হাত ধরে ১৮৪৫ রান করেছেন। ৩২টি লিস্ট-এ ম্যাচে যশস্বীর গড় ৫৩.৯৬। উল্লেখযোগ্য ভাবে এই ফরম্যাটে সর্বকনিষ্ঠ হিসেবে ডাবল সেঞ্চুরির নজির রয়েছে তাঁর। মুম্বইয়ের হয়ে তিনি ২০১৯ সালে বিজয় হাজারে ট্রফিতে ঝাড়খণ্ডের বিরুদ্ধে মাত্র ১৭ বছর বয়সে ১৫৪ বলে ২০৩ রান করেছিলেন।
২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যশস্বী জয়সওয়াল মোট ১৪ ম্যাচে ১৬৩.৬১ স্ট্রাইক রেটে ৬২৫ রান করেছেন। তিনি একটি সেঞ্চুরিও করেছিলেন। তবে সেঞ্চুরির সংখ্যা তাঁর দু'টি হতে পারত। কারণ তিনি কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে রাজস্থান রয়্যালসের নয় উইকেটের জয়ের ম্যাচে মাত্র ৪৭ বলে অপরাজিত ৯৮ রান করেছিলেন। জয়সওয়াল সেই ম্য🔯াচে আইপিএলের দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড ভেঙেছিলেন এবং টি-টোয়েন্টি ক্রিকেটে সামগ্রিক ভাবে যুবরাজ সিংয়ের দ্রুততম অর্ধশতরানের নজির স্পর্শ করেছিলেন।
আরও পড়ুন꧟: অবশেষে মূল স্পনসর পেল BCCI, জনপ্রিয় ব্র্যান্ডের সঙ্গে গাঁটছড়া
জয়সওয়াল তাঁর পারফরম্যা♐ন্স এবং খেলার মানসিকতা দিয়ে প্রাক্তন খেলোয়াড়দের মুগ্ধ করেছেন, বিশেষ করে এই বছরের অতিরিক্ত চাপের আইপিএল গেমগুলিতে। কিন্তু তাঁর খারাপ আচরণেরও উদাহরণ রয়েছে। ২০২২ সালে দলীপ ট্রফিতে পশ্চিমাঞ্চলের হয়ে খেলেছিলেন যশস্বী জয়সওয়াল। আর সেই দলের অধিনায়ক ছিলেন অজিঙ্কা রাহানে। যশস্বী ক্রমাগত দক্ষিণাঞ্চলের প্লেয়ার রবি তেজাকে স্লেজিং করছিলেন। তাঁকে বোঝানোর পরেও একই ঘটনা বারবার ঘটনোয় তাঁকে মাঠ থেকে বের করে দিয়েছিলেন রাহানে। সেই ঘটনাটি স্মরণ করে যশস্বী জয়সওয়াল সম্প্রতি বলেছেন যে, ‘যে জিনিসগুলি ইতিমধ্যে ঘটে গি🍸য়েছে, সেগুলি নিয়ে এখন কথা বলে লাভ কী!’
দ্য ল্যালানটপে জিজ্ঞাসা করা হলে তিনি আরও বলেছেন, ‘আগ্রাসন গুরুত্বপূর্ণ এবং আমি মানসিক ভাবে আক্রমণাত্মক। কখনও কখনও সেটা বেরিয়ে আসে। তবে আমি তখন খারাপ কিছু বল𓂃িনি। তবে ঠিক আছে, জিনিসগুলি ঘটে। এখন এ নিয়ে কথা বলে কী লাভ!’
জয়সওয়াল বলেছে🌜ন যে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হাই প্রোফাইল টেস্ট খেলার সময়ে যদি ভবিষ্যতে তাঁকে স্লেজিং করা হয়, তবে তিনি যতক্ষণ সম্ভব চুপচাপ থাকার চেষ্টা করবেন। তিনি বলেছেন, ‘আমি কিছুই বলব না। আমি বরং স্পঞ্জের মতো শুষে নেব। যতক্ষণ চেপে থাকা যায়, ততক্ষণ তাই করব।’
তিনি বলেন, যে স্তরের ক্রিকেট খেলা হচ্ছে, তাতে স্লেজিং খুবই সাধারণ ব্যাপার। যশস্বীর মতে, ‘কে বলে, এটা সবার ক্ষেত্রেই হয়। কে꧑ কী বলছে তার উপর নির্ভর করে। কেউ যদি আমার মা বা বোন সম্পর্কে কিছু বলে, তা হলে আমি তা সহ্য করব না।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।