ওয়াহাব রিয়াজের সেন্ট্রাল পঞ্জাবকে হারিয়ে পুনরায় পাকিস্তানের ন্যাশনাল টি-২০ কাপের খেতাব ঘরে🍰 তুলল খাইবার পাখতুনখোয়া। খেতাব ধরে রাখার লড়াইয়ে খাইবারকে সামনে থেকে নেতৃত্ব দেন ইফতিকার আহমেদ।
গতবারের চ্যাম্পিয়ন খাইবার পাখতুনখো꧟য়া এবার লাহোরের ফাইনালে ৭ উইকেটে হারিয়ে দেয় 🍌সেন্ট্রাল পঞ্জাবকে। টস হেরে প্রথমে ব্যাট করতে নামে পঞ্জাব। তারা ১৯.২ ওভারে ১৪৮ রানে অল-আউট হয়ে যায়। আহমেদ শেহজাদ ৪৪ ও কামরান আকমল ৪২ রান করেন। এছাড়া ২০ রানের যোগদান রাখেন কাসিম আক্রম।
২ ওভারে মাত্র ৫ রান খরচ করে ৩টি উইকেট নেন ইফতিকার আহমেদ। ২৬ রানের বিনিময়ে ৩টি উইকেটে নেন মহমꦬ্মদ ইমরান। ২টি উღইকেট আর্শাদ ইকবালের।
💫জবাবে ব্যাট করেত নেমে খাইবার পাখতুনখোয়া ১৭ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৫২ রান তুলে ম্যাচ জিতে যায়। ইফতিকার ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৯ বলে ৪৫ রান করে অপরাজিত থাকেন। ৩৭ রান করেন কামরান গুলাম। এছাড়া ফারহান ২৬, হ্যারিস ১০ ও আদিল আমির অপরাজিত ২৫ রানের যোগদান রাখেন। ১টি করে উইকেট নেন সামিন গুল, মহম্মদ ফৈজান ও কাসিম আক্রম।
ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম্যান্স উপহার দেওয়া ইফতিকার ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন। টুর্নামেন্ꩵটের সেরা ক্রিকেটারের পুরস্কাౠরও উঠেছে তাঁর হাতেই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।