বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের একাদশ কী হবে এটাই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। নাগপুরের পিচে স্পিনাররা সুবিধে পাবেন। তাই তিন স্পিনারই সম্ভবত খেলাতে চলেছে ভারত। কাদের ভাগ্যের শিকে ছিঁড়বে। স্বপ্নের ছন্দে থাকা শুভমন কি সুযোগ পাবেন? নাকি সূর্﷽যকুমার যাদবেরꦇ অভিষেক হবে? উইকেটকিপিং কে করবেন? এমন হাজারো জল্পনা রয়েছে নাগপুর টেস্টের একাদশ ঘিরে।
কে উইকেট কিপিং করবেন?
ঋষভ পন্তের অনুপস্থিতিতে হয়তো কেএস ভরতের ভাগ্য খুলবে। ইশান কিষাণের চেয়ে ভরতই এই ক্ষেত্রে এগিয়ে রয়েছে। কেএল রাহুল যাতে স্বাধীন ভাবে শুধু ব্যাটিংয়েই মনোনিবেশ করতে পারেন, তার জন্য আলাদা কিপার খেলানো হতে পারে। এক নম্বর দলের বিরুদ্ধে ভারত কোনও ঝুঁকি নিতে রাজি নয়। যে কারণে তারা দক্ষ কিপার খেলাতে চাইছে। যদিও উইকেট কিপিংয়ে রাহুলের যথেষ্ট অভিজ্ঞতা আছে, কিন্তু দলকে নিখুঁত ভারসাম্য দেওয়ার জন্য তাঁর ব্যাটিং পজি🍸শনে পরিবর্তন আনতে হতে পারে। সেই সঙ্গে কিপিংয়ের চাপ তাঁর উপর আর দেওয়া হচ্ছে না।
আরও পড়ুন: না🥂গপুরে বিতর্কের কেন্দꦐ্রে পিচ- কিউরেটরের উপরে ক্ষেপে লাল শান্ত স্বভাবের দ্রাবিড়
একাদশে গিল না স্কাই- কে খেলবেন?
কেএল রাহুল যদি উইকেট কিপিং করেন, সে ক্ষেত্রে একজন বেশি ব্যাটার ভারত খেলানোর সুযোগ পাবে। তা হলে রোহিতের সঙ্গে শুভমন ওপেন করতে পারেন। মিডল অর্ডারে খেলতে পারেন রাহুল। সূর্যকুমার যাদবের টেস্টে অভিষেক হওয়ার সম্ভাবনা বেশি। তবে সূর্য এবং কেএল ভরত🔯 খেললে, রাহুলকে বাদ দেওয়া যাবে না। কোপ পড়তে পারে শুভমনের উপর। যদিও তাঁর সাম্প্রতিক পারফরম্যান্স দেখার পর গিলকে একাদশে রাখার বিষয়ে সরব বেশির ভাগ বিশেষজ্ঞই।
তিন স্পিনার খেলাতে পারে ভারত
তিন জন স্পিনার কারা হবেন? সেটা বড় প্রশ্ন। রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার খেলা কার্যত পাকা। কিন্তু তৃতীয় স্পিনা☂র কে হবেন, সেটাই বড় প্রশ্ন। অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদবের মধ্যে কাকে খেলানো হবে?
আরও পড়ুন: খেলাতে ফোকাস করুন, পিচে নয়- অজি সাংবাদিকদের মুখ বন্ধ করে দিলেন রোহ😼িত
অশ্বিন এবং জাদেজার ব্যাটিং দক্ষতা রয়েছে। তারা স্কোরবোর্ডে রান যোগ করতে পারেন। এ দিকে অক্ষর এবং জাদেজার বোলিং শৈলি একই ধরনের। কিন্তু কুলদীপের অন্তর্ভুক্তি ভারতের স্পিনিং🦩 বিভাগে বাড়তি শক্তি দেবে, যা স্টিভ স্মিথ এবং মার্নাস ল্যাবুশেনের রক্ষণ🍰কে ভেঙে দিতে পারে।
বুমরাহ নেই, সমস্যা নেই
পন্ত ছাড়াও আরও একটি বড় নাম যিনি বাদ পড়েছেন, তিনি হলেন জাসপ্রীত বুমরাহ। তারকা পেসার এখনও তাঁর পিঠের চোট থেকে সেরে উঠতে পারেননি🐻। তবে তা🦂ঁর অনুপস্থিতি খুব বেশি ভুগতে হয়নি ভারতকে। বুমরাহের অনুপস্থিতিতে মহম্মদ শামি সিম আক্রমণের নেতৃত্ব দেবেন। মহম্মদ সিরাজ দ্বিতীয় পেসার হিসেবে দলে থাকবেন।
নাগপুর টেস্টের জন্য ভারতের সম্ভাব্য একাদশ:
ওপেনার: শুভমন গিল, রোহিত শর্মা (অধিনায়ক)
মিডল অর্ডার: চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, স💮ূর্যকুমার যাদব
উইকেটরক্ষক: কেএল রাহুল (সহ-অধিনায়ক)
অলরাউন্ডার: রবীন্দ্র জাদেজা, আর অশ্বিন
স্পিনার: কুলদীপ যাদব
পেসার: মহম্মদ শামি, মহম্মদ সিরাজ
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।