নিউজিল্যান্ড সফরের ওয়ান ডে সিরিজ হারতে হলেও ভারত পূর্ণ শক্তির দল মাঠে নামায়নি। এবার ৫০ ওভারের ক্রিকেটে বাংলাদেশের মুখোমুখি টিম ইন্ডিয়া। এই সিরিজেও ভারত সেরা দল নিয়ে মাঠে নামছে, এমনটা নয়। প্রথমসারির বেশ কয়েকজন তারকা ভারতীয় স্কোয়াডে নেই। তা সত্ত্বেও ফেবারিটের তকমা পাচ্ছেন রো🀅হিত শর্মারাই। যদিও সিরিজের প্রথম ম্যাচে রুদ্ধশ্বাস জয় তুলে নেয় বাংলাদেশ।
কবে খেলা হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ?
৭ ডিসেম্বরဣ, অর্থাৎ আগামী বুধবার সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে মাঠে নামবে দু'দল। স্বাভাবিকভাবেই সিরিজে টিকে থাকতে হলে ম্যাচটি জিততেই হবে টিম ইন্ডিয়াকে।
ম্যাচের সেরা মেহেদি
প্রথমে বল হাতে ৪৩ রানের বিনিময়ে ১টি উইকেট নেন ম💞েহেদি। পরে ব্যাট হাতে ৩৮ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন তিনি। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন মেহেদি হাসান মিরাজ👍।
১ উইকেটে জয় বাংলাদেশের
একসময় ১৩৬ রানে ৯ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে শেষ উইকেটের জুটিতে ৫০-এর বেশি রান যোগ করে ম্য়াচ জিতে যায় তারা। ভারতের ১৮৬ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৪৬ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৮৭ রান তুলে ম্যাচ জিতে🦹 যায়। মেহেদি হাসান মিরাজ ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৯ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন। মুস্তাফিজুর রহমান ২টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ১০ রান করে নট-আউট থাকেন। ৪২.৩ ওভারে শার্দুলের বলে মেহেদির ক্যাচ ছাড়েন রাহুল। ক্যাচ ধরতে পারলে ভারত তখনই ম্যাচ জিতে যেত। সেদি🍃ক থেকে জেতা ম্যাচ বাংলাদেশকে উপহার দিয়ে আসে টিম ইন্ডিয়া।
জিততে ৯ রান দরকার বাংলাদেশের
৪৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৯ উইকেটে ১৭৯ রান। জয়ের জন্য শেষ ৫ ওভারে মাত্র ৮ রান দরকার𒅌 বাংলাদেশের। মিরাজ ৩২ ও মুস্তাফিজুর ৯ রানে ব্যাট করছেন। শার্দুল ৯ ওভারে ২১ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
জিততে ১৪ রান দরকার বাংলাদেশের
৪৪তম ওভারের বল করতে এসে শুরুতেই নো-বল করেন দীপক চাহার। পরে ফ্রি-হিটে মেহেদির ক্যাচ ধরেন ধাওয়ান। দ্বিতীয় ও তৃতীয় বলে জোড়া বাউ🌟ন্ডারি মারেন মেহেদি। পঞ্চম বলে ২ রান নেন মিরাজ। শেষ বলে চার মারেন তিনি। ওভারে ১৫ রান ওঠে। ৪৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৯ উইকেটে ১৭৩ রান। মিরাজ ৩২ বলে ৩১ রান করেছেন। মেরেছেন ৩টি চার ও ২টি ছক্কা। জিততে মাত্র ১৪ রান দরকার বাংলাদেশের।
মেহেদির ক্যাচ ছাড়লেন রাহুল
৪২.৩ ওভারে শার্দুলের বলে সজোরে ব্যাট চালান মেহেদি൲। বল অনেক উঁচুতে উঠে যায়। লোকেশ রাহুল যদিও ক্যাচ ধরতে পারেননি। সেই বলে ২ রান নেন মেহেদি। রাহুল ক্যাচ ধরলেই ভারত ম্যাচ জিতে যেত। ঠিক পরের বলে ফের বল হাওয়ায় ভাসিয়ে বসেন মেহেদি। তবে ক্যাচ ধরার জন্য বলের নীচে আসেননি ওয়াশিংটন। ৪৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৯ উইকেটে ১৫৮ রান। ১৭ রানে ব্যাট করছেন মেহেদি। জিততে ৭ ওভারে ২৯ রান দরকার বাংলাদেশের। সিরাজ ⛎১০ ওভারে ৩২ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন।
কুলদীপকে জোড়া ছক্কা মেহেদির
৪১তম ওভারে কুলদীপের বলে জোড়া ছক্কা মারেন মেহেদি হাসান মিরাজ। ওভারে মোডট ১৪ রান ওঠে। বাংলাদেশের স্কোর ৯ উইকেটে ১৫৪ রান। মেহেদি ১৪ বলে ১৪ রান করেছেন। ৪ বলে ৪ রান করেছেন মুস্তাফিজুর। ৫ ওভ🐎ারে ৩৭ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন কুলদীপ।
হাসানকে ফেরালেন সিরাজ
৩৯.৩ ওভারে মহম্মদ সিরাজের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন হাসান মাহমুদ। ২ বল খেলে খাতা খুলতে পারেননি তিনি। বাংলাদেশ ১৩৬ রানে ৯ উইকে🌠ট হারায়। ব্যাট করতে নামেন শেষ ব্যাটসম্যান মুস্তাফিজুর রহমান। তিনি ওভারের পঞ্চম বলে চার মারেন। ৪০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৯ উইকেটে ১৪০ রান। সিরাজ ৯ ওভারে ৩১ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন।
হিট উইকেট এবাদত
৩৮.৫ ওভারে হিট উইকেট হয়ে মাঠ ছাড়েন এবাদত হোসেন। ৩ বল খেলে খাতা খুলতে পারেননি তিনি। কুলদীপ একই ওভারে জোড়া উইকেট তুলে নেন। বাং💮লাদেশ ১৩৫ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হাসান মাহমুদ।
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম উইকেট কুলদীপের
৩৮.২ ওভারে কুলদীপ সেনের বলে মহম্মদ সিরাজের হাতে ধরা পড়েন আফিফ হোসেন। ১২♔ বলে ৬ রান করেন আফিফ। আন্তর্জাতিক ক্রিকেটে এটিই প্রথম উইকেট কুলদীপের। বাংলাদেশ ১৩৪ রানে ৭ উইক🌼েট হারায়। ব্যাট করতে নামেন এবাদত হসেন।
মুশফিকুর আউট
৩৫.১ ওভারে মহম্মদ সিরাজের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মুশফিকুর রহিম। সুতরাং পরপর ২ বলে ২ উইকেট হারায় বাংলাদেশ। ৪৫ বলে ১৮ রান করেন মুশফিক। তিনি কোনও বা💮উন্ডারি মারেননি। বাংলাদেশ ১২৮ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মেহেদি হাসান মিরাজ। শার্দুল ৬ ওভারে ১০ রানের বিনিময়ে ১টি উইকেট নেন। সিরাজ ৭ ওভারে ২৩ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
মাহমুদুল্লাহ আউট
৩৪.৬ ওভারে শার্দুল ঠাকুরের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন মাহমুদুল্লাহ। ৩৫ বলে ১৪ রান করেন তিনি♔। বাংলাদেশ ১২৮ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আফিফ হোসেন।
সতর্ক ব্যাটিং মুশফিকুরদের
৩৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১২৭ রান। মুশফিকুর ৩৯ বলে ১৭ রান করেছেন। ৩৪ বলে ১৪ রান করেছেন মাহমনুদুꦦল্লাহꦫ। দু'জনের কেউই একটিও বাউন্ডারি মারেননি।
২০ ওভারে বাংলাদেশের দরকার ৭১ রান
৩০ ওভারের খেলা শেষ। বাংল🌺াদেশ ৪ উইকেটের বিনিময়ে ১১৬ রান তুলেছে। জয়ের জন্য শেষ ২০ ওভারে তাদের দরকার ৭১ রান। ১৯ বলে ১১ রান করেছেন মাহমুদুল্লাহ। ৩০ বলে ১৪ রান করেছেন মুশফিকুর। শাহবাজ ৮ ওভারে ৩৭ রান খরচ করেছেন।
১০০ টপকাল বাংলাদেশ
২৬তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় বাংলাদেশ। তাদের স্কোর🐭 ৪ উইকেটে ১০২ রান। ২২ বলে ১০ রান করেছেন মুশফিকুর রহিম। ৩ বলে ২ রান করেছেন মাহমুদুল্লাহ।
শাকিব আল হাসান আউট
২৩.৩ ওভারে ওয়াশিংটন সুন্দরের বলে শাকিব আল হাসানের দুর্▨দান্ত ক্য়াচ ধরেন বিরাট কোহলি। ৩৮ বলে ২৯ রান করেন শাকিব। মারেন ৩টি চার। বাংলাদেশ ৯৫ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মাহমুদ🐭ুল্লাহ। ২৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৯৬ রান। ওয়াশিংটন সুন্দর ৪ ওভারে ১২ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
লিটন দাস আউট
১৯.২ 𝐆ওভারে ওয়াশিংটন সুন্দরের বলে লোকেশ রাহুলের দস্তানায় ধরা পড়েন লিটন দাস। ৬৩ বলে ৪১ রান করেন করেন তিনি। মারেন ৩টি চার ও ১টি ছক্কা। বাংলাদেশ ৭৪ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মুশফিকুর রহিম। ২০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ৭৭ রান। শাকিব ১৪ রানে ব্যাট করছেন।
ধীরে সুস্থে এগচ্ছে বাংলাদেশ
১৮ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২💟 উইকেটে ৬৭ রান। ৫৬ বলে ৩৫ রান করেছেন লিটন দাস। মেরেছেন ২টি চার ও ১টি ছক্কা। শাকিব ২২ বলে ১২ রান করেছেন।
৫০ টপকাল বাংলাদেশ
১৫তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকায় বাংলাদেশ। তাদের স্কোর ২🐈 উইকেটে ৫১ রান। লিটন ৪৭ বলে ২৪ রান করেছেন। মেরেছেন ২টি চার। শাকিব ১৩ বলে ৮ রান করেছেন। মেরেছেন ১টি চার। শাহবাজ ২ ওভারে ৪ রান খরচ করেছেন।
নিয়ন্ত্রিত বোলিং শাহবাজদের
ইনিংসের ১২তম ওভারে প্রথমবার বল করতে আসেন কুলদীপ স💝েন। অভিষেককারী কুলদীপ নিজের প্রথম ওভারে ৪ রান খরচ করেন। ১৩তম 𒐪ওভারে বল করতে আসেন শাহবাজ আহমেদ। তৃতীয় বলে আউট হতে হতে বেঁচে যান লিটন। স্লিপে রোহিতের হাতের ঠিক সামনে বল পড়ায় তৃতীয় আম্পায়ার লিটনকে নট-আউট ঘোষণা করেন। শাহবাদ নিজের প্রথম ওভারে বার তিনের পরাস্ত করেন ব্যাটসম্যানকে। ১৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ৪০ রান।
এনামুল আউট
৯.১ ওভারে মহম্মদ সিরাজের বলে ওয়াশ▨িংটন সুন্দরের হাতে ধরা পড়েন এনামুল হক। ২৯ বলে ১৪ রান করেন তিনি। মারেন ২টি চার। বাংলাদেশꦯ ২৬ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শাকিব আল হাসান। ১০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ৩০ রান। ১১ রানে ব্যাট করছেন লিটন।
লিটনদের হাত খুলতে দিচ্ছেন না চাহাররা
৮ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ২৫ রান। লিটন দাস ২৩ বলে ১১ রান করেছেন। মেরেছেন ১টি চার। এনামুল হকꦦ ২৪ বলে ১৩ রান করেছেন। মেরেছেন ২টি চার। সিরাজ ৪ ওভারে ১৮ রান খরচ করেছেন। চাহার ৪ ওভারে ১টি মেডেন-সহ ৭ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
টাইট বোলিং ভারতের
৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ১৫ রান। ১৭ বলে ১১ রান করেছেন এনা𝔍মুল হক। মেরেছেন ২টি চার। ৬ বলে ৪ রান করেছেন লিটন দাস।
প্রথম বলেই আউট নাজমুল
লিটন দাসের সঙ্গে ওপেন করতে নামেন নাজমুল হোসেন শান্ত। বোলিং শুরু কর꧋েন দীপক চাহার। প্রথম বলেই স্লিপে রোহিত শর্মার হাতে ধরা পড়েন নাজমুল। কোনও রান করার আগেই ১ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ব্যাট করতে নামেন এনামুল হক। তিনি ওভারের তৃতীয় বলে চার মারেন। প্রথম ওভারে ৫ রান🔴 ওঠে।
অল-আউট ভারত
৪𝓰১.২ ওভারে এবাদত হোসেনের বলে মাহমুদুল্লাহর হাতে ধরা পড়েন মহম্মদ সিরা🎉জ। ১টি বাউন্ডারির সাহায্যে ২০ বলে ৯ রান করেন তিনি। ভারত ১৮৬ রানে অল-আউট হয়ে যায়। ৪ বলে ২ রান করে অপরাজিত থাকেন কুলদীপ সেন। ৮.২ ওভার বল করে ৪৭ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন এবাদত। জয়ের জন্য বাংলাদেশের দরকার ১৮৭ রান।
শাকিবের বোলিং কোটা শেষ
১০ ওভা൩রের বোলিং কোটা শেষ করেন শাকিব আল হাসান। ২টি মেডেন-সহ ৩৬ রানের বিনিময়ে ৫টি উইকেট নেন তিনি। ৪১ ওভার শেষে ভারতের স্কোর ৯ উইকেটে ১৮৫ রান। সিরাজ ৯ ও কুলদীপ ২ রানে ব্যাট করছেন।
রাহুলকে ফেরালেন এবাদত
৩৯.৫ ওভারে এবাদত হোসেনের বলে এনামুলের হাতে ধরা পড়েন লোকেশ রাহুল। ৭০ বলে ৭৩ রান করেন 🥃তিনি। মারেন ৫টি চার ও ৪টি ছক্কা। ভারত ১৭৮ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কুলদীপ সেন। এবাদতের এটি তৃতীয় শিকার।
ভারতকে টানছেন রাহুল
৩৮ ওভার শেষে ভারতের স্কোর ৮ উইকেটে ১৬৮ রান। ৬৫ বলে ৬৩ রান করেছেন লোকেশ রাহুল। মেরে🔯ছেন ৪টি চার ও ৩টি ছক্কা। ৮ বলে ৪ রান করেছেন মহম্মদ সিরাজ।
৫ উইকেট শাকিবের
৩৪.৪ ওভারে শাকিবের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন দীপক চাহার। ৩ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। ভারত ১৫৬ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে💯 না꧑মেন মহম্মদ সিরাজ। ৩৫ ওভার শেষে ভারতের স্কোর ৮ উইকেটে ১৫৮ রান। শাকিব ৭ ওভারে ১টি মেডেন-সহ ২৩ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন।
শার্দুল ঠাকুর আউট
৩৪.১ ওভারে শাকিব আল হাসানের বলে൲ বোল্ড হয়ে সাজঘরে ফেরেন শার্দুল ঠাকুর। ৩ বলে ২ রান করেন তিনি। ভারত ১৫৬ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীপক চাহার।
শাহবাজ আহমেদ আউট
৪ বল খেলে খাতা খুলতে পারলেন না শাহবাজ আহমেদ। ৩৩.২ ওভারে এবাদতের বলে শাকিবের হাতে ধরা পড়েন তিনি। ভারত ১৫৩ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শার্দুল ঠাকুর। ৩৪ ওভার শেষে টিম ইন্ডিয়ারไ স্কোর ৬ উইকেটে ১৫৬ রান। ৫৫ রানে ব্যাট করছেন রাহুল।
ওয়াশিংটন আউট
৩২.৩ ওভারে শাকিবের বলে রিভার্স সুইপ মারতে গিয়ে এবাদতের হাতে ধরা পড়েন ওয়াশিংটন সুন্দর। ৪৩ বলে ১৯ রান ক𒉰রেন সুন্দর। কোনও বাউন্ডারি মারেননি তিনি। ভারত ১৫২ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শাহবাজ আহমেদ। শাকিব ৬ ওভারে ২১ রানের ব𝕴িনিময়ে ৩টি উইকেট নিয়েছেন।
হাফ-সেঞ্চুরি রাহুলের
৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ𝐆 করেন লোকেশ রাহুল। এবাদতের ওভারে জোড়া বাউন্ডারি মারেন লোকেশ। ৩২ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৪ উইকেটে ১৫২ রান। রাহুল ৫৩ ও ওয়াশিংটন ১৯ রানে ব্যাট করছেন।
ব্যাট চালাচ্ছেন রাহুল
৩০ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১৪২ রান। ৩০তম ওভারে মেহেদির শেষ ২টি বলে ১টি চার ও ১টি ছক্কা 🌟মারেন লোকেশ রাহুল। তিনি ৪৫ল লে ৪৪ রান করেছেন। মেরেছেন ১টি চার ও ৩টি ছক্কা। ৩৩ বলে ১৮ রান করেছেন সুন্দর।
জীবনদান পেলেন ওয়াশিংটন
২৬.৫ ওভারে হাসান মাহম🌸ুদের বলে ছক্কা মারেন লোকেশ রাহুল। ২৭.২ ওভারে মেহেদির বলে ওয়াশিংটনের ক্যাচ ছাড়েন এবাদত হোসেন। ২৮ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১২৮ রান। লোকেশ রাহুল ৩২ ও ওয়াশিংটন সুন্দর ১৬ রানে ব্যাট করছেন।
১০০ টপকাল ভারত
২৩তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে ভারত। ২৫ ওভার শেষে টিম🔥 ইন্ডিয়ার স্কোর ৪ উইকেটে ১০৫ রান। ৩১ বলে ২১ রান করেছেন লোকেশ রাহুল। মেরেছেন ♊১টি ছক্কা। ১৭ বলে ৭ রান করেছেন ওয়াশিংটন।
শ্রেয়স আইয়ার আউট
১৯.৬ ওভারে এবাদত হোসেনের শর্ট বলে পুল করতে দিয়ে বল হাওয়ায় ভাসিয়ে বসেন শ্রেয়স আইয়ার। উইকেটকিপার মুশফিকুর রহিম উঁচু ক্যাচ ধরতে ভুল করেননি। ৩৯ বলে ২🔯৪ রান করে মাঠ ছাড়েন শ্রেয়স। মারেন ২টি চার। ভারত ৯২ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ওয়াশিংটন সুন্দর। এবাদত ৫ ওভারে ২১ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
পরিস্থিতি সামলাচ্ছেন শ্রেয়স-রাহুল
১৮ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৮২ রান। ৩২ বলে ১৮ রান করেছেন শ্রেয়স আইয়ার। 💫মেরেছেন ১টি চার। ১৩ বলে ১১ রা🦄ন করেছেন লোকেশ রাহুল। মেরেছেন ১টি ছক্কা।
শাকিবকে ছক্কা হাঁকালেন রাহুল
১৪.৩ ওভারে শাকিব আল হাসানের বলে ছক্কা মার💧েন লোকেশ রা𓄧হুল। ১৫ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৭১ রান। ১১ বলে ১০ রান করেছেন রাহুল। ১৬ বলে ৮ রান করেছেন শ্রেয়স। শাকিব ৩ ওভারে ১৫ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
৫০ ছুঁল ভারত
১২ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৫০ রান। শ্রেয়স আইয়ার ৬ বলে ২ রান করেছেন। ৩ বল খেলে এখনও খ🅘াতা খোলেননি লোকেশ রাহুল। এবাদত নিজের প্রথম ওভারে ১ রান খরচ করেন।
বিরাট কোহলি আউট
একই ও🐷ভারে জোড়া সাফল্য শাকিব আল হাসানের। রোহিতকে ফেরানোর পরে সেই ওভারের চতুর্থ বলে শাকিব তুলে নেন বিরাট কোহলির উইকেট। ১টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ৯ রান করে লিটনের হাতে ধরা দেন কোহলি। ভারত ৪৯ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন লোকেশ রাহুল। শাকিব নিজের প্রথম ওভারে ১ রান খরচ করে ২টি উইকেট দখল করেন।
রোহিতকে ফেরালেন শাকিব
১০ ওভারের পাওয়ার প্লে-তে ভারত ১ উইকেটের বিনিময়ে 🌌৪৮ রান সংগ্রহ করে। পাওয়ার প্লে-র ঠিক পরেই বল করতে আসেন শাকিব আল হাসান। ১০.২ ওভারে শাকিবের বলে বোল্ড হয়ে মাঠ ⛦ছাড়েন রোহিত শর্মা। ৩১ বলে ২৭ রান করেন রোহিত। মারেন ৪টি চার ও ১টি ছক্কা। ভারত ৪৮ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শ্রেয়স আইয়ার।
রোহিতের চার-ছক্কা
সপ্তম ওভারে হাসান মাহমুদের পঞ্চম বলে ছক্কা মারেন রোহিত শর্মা। অষ্টম ওভারে মেহেদি হাসানের পঞ্চম বলে চার মারেন হিটম্যান। ৮ ওভার শেষে ভারতের স্কোর ১🌞 উইকেটে ৩৫ রান। ২৪ বলে ২২ রান করেছেন রোহিত। মেরেছেন ৩টি চার ও ১টি ছক্কা। ৭ বলে ১ রান করেছেন কোহলি।
শিখর ধাওয়ান আউট
৫.২ ওভারে মেহেদি হাসান মিরাজের বলে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন শিখর ধাওয়ান। ১৭ বলে ৭ রান করেন গব্বর। মারেন ১টি চার। ভারত ২৩ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বিরাট কোহলি। মেহেদি ২ ওভারে ১টি মেডেন-সহ ১ রানের বিনিময়ে📖 ১টি উইকেট নিয়েছেন। রোহিত💦 ২টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ১২ রান করেছেন।
হাত খুলছেন রোহিত-ধাওয়ান
দ্বিতীয় ওভারে হাসান মা🔯হমুদের তৃতীয় বলে চার মারেন রোহিত শর্মা। ওভারে মোট ৫ রান ওঠে। তৃতীয় ওভারে মুস্তাফিজের দ্বিতীয় বলে চার মারেন শিখর। ওভারে ৬ রান ওঠে। ৩ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১২ রান। রোহিত ৬ ও ধাও🌳য়ান ৫ রানে ব্যাট করছেন।
ম্যাচ শুরু
শিখর ধাওয়ানকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা।🍨 বোলিং শুরু করেন মুস্তাফিজুর রহমান। দ্বিতীয় বলে লেগ-বাই থেকে খাতা খোলে ভারত। প্রথম ওভারে ১ রান ওঠে।
বাংলাদেশের প্রথম একাদশ
লিটন দাস (ক্যাপ্টেন), এনামুল হক, নাজমুল হোসেন শান্ত, শাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেনꦉ।
ভারতের প্রথম একাদশ
রোহিত শর্মা (ক্যাপ্টেন), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার ও ভাই🤡স ক্যাপ্টেন), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, দীপক চাহার, ম🥂হম্মদ সিরাজ ও কুলদীপ সেন।
উইকেটকিপিং করবেন রাহুল
সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে ভারতের প্রথম একাদশে নেই ঋষভ পন্ত। তাঁর বদলে উইকেটকিপিং করবেন লোকেশ রাহুল। ভারত চারজন অল-র🎃াউন্ডার নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত ন꧟েয়। শিকে ছিঁড়ল বাংলার শাহবাজ আহমেদের ভাগ্যে।
টস জিতল বাংলাদেশ
ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে টস জিতল বাংলাদেশ। টস জিতে লিটন দাস শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান টিম 💧ইন্ডিয়াকে। সুতরাং, মীরপুরে রান তাড়া করবে বাংলাদেশ।
ইন্ডিয়া ক্যাপ হাতে পেয়ে গেলেন কুলদীপ
বাংলাদেশের বি🌳রুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে জাতীয় দলের হয়ে প্রথমবার মাঠে নামার সুযোগ পেয়ে গেলেন কুলদীপ সেন। তরুণ পেসারের হাতে ইন্ডিয়া ক্যাপ তুলে দেন ক্যাপ্টেন রোহিত শর্মা।
মুখেমুখি লড়াইয়ের ইতিহাস
ওয়ান ডে ফর্ম্যাটে ভারত ও বাংলাদেশ পরস্পরের বিরুদ্ধে মাঠে নেমেছে ৩৬টি ম্যাচে। ভারত জিতেছে ৩০টি ম্যাচ। বাংলাদেশ জিতেছে মাত্র ৫টি ম🦂্যাচ। পরিত্যক্ত হয়েছে ১টি ম্যাচ। শেষবার ভারত-বাংলাদেশ ওয়ান ডে ম্যাচ খেলা হয় ২০১৯ সালের বিশ্বকাপে। বার্মিংহ্যামের সেই ম্যাচে বাংলাদেশকে ২৮ রানে হারিয়ে দেয় ভারত। বাংলাদেশে গিয়ে ভারতীয় দল শেষবার তাদের বিরুদ্ধে ওয়ান ডে ⛄খেলে ২০১৫ সালে।
বিশ্রাম কাটিতে মাঠে ফিরছেন রোহিতরা
টি-২০ বিশ্বকাপের পরে নিউজিল্যান্ড সফরের ২টি সীমিত ওভারের সিরিজে রোহিত-কোহিলদের বিশ্রাম দিয়েছিলে🌱ন জাতীয় নির্বাচকরা। নিউজিল্যান্ডে ভারতের টি-২০ দলকে নেতৃত্ব দেন হার্দিক পান্ডিয়া। ওয়ান ডে সিরিজের নেতা ছিলেন শিখর ধাওয়ান। অবশেষে বাংল𝄹াদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে মাঠে ফিরছেন রোহিত-কোহলি-লোকেশ রাহুলরা। নেতৃত্বে ফিরছেন হিটম্য়ান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।