উদ্বোধনী অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপে ভারত শুধু ব্যাটে-বলেই দুর্দান্ত পারফর্ম্যান্স উপহার দেয় এমনটা নয়। বরং দুরন্ত ফিল্ডিংয়েরও নমুনা পেশ করে। বিশেষ করে ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে রিয়ানা ম্য়াকডোনাল্ড গে-র যে ক্যাচটি ধর൩েন অর্চনা দেবী, তাকে অসাধারণ বলতেই হয়।
বিশ্বক🍌াপের ফাইনালে টস জিতে ইংল্যান্ডকে শুরুতে ব্যাট করতে পাঠায় ভারত। প্রথম ইনিংসের ১১.১ ওভারে পার্শবী চোপড়ার বলে ইনসাইড-আউট শট খেলার চেষ্টা করেন ম্য়াকডোনাল্ড। ✤তবে শটে জোর ছিল না। বল কভার অঞ্চলে হাওয়ায় ভেসে গেলে নিজের ডানদিকে শরীর ছুঁড়ে এক হাতে অনবদ্য ক্যাচ ধরেন অর্চনা।
ম্য়াকডোনাল্ডকে ব্যক্তিগত ১৯ রানের মাথায় সাজঘরে ফিরতে হয়। ২৪ বলের ইনিংসে তিনি ৩টি চার মারেন। ইংল্༺যান্ড সেই সময় দলগত ৪৩ রানে ৬ উইকেট হারিয়ে বসে।
ম্যাচে অসাধারণ বলও করেন অর্চনা দেবী। পাওয়ার প্লের মধ্যে ৩ ওভার বল করেন তিনি। মাত্র ১৭ রান খরচ করে তুলে নেন ২টি উইকেট। তিনি একই ওভারে ফেরত পাঠান নিয়াম হল্যান্ড ও ইংল্য়ান্ডের ক্যাপ্টেন তথা সেরা ব♐্যাটার গ্রেস স্ক্রিভেন্সকে।
ফাইনালে ইংল্যান্ডকে ৭ উইকেটে পরাজিত করে বিশ্বﷺচ্যাম্পিয়ন হয় ভারত। শুরুতে ব্য🐓াট করে ইংল্যান্ড ১৭.১ ওভারে মাত্র ৬৮ রানে অল-আউট হয়ে যায়। দলের হয়ে সব থেকে বেশি ১৯ রান করেন ম্যাকডোনাল্ড। এছাড়া নিয়াম হল্যান্ড ১০, অ্যালেক্সা স্টোনহাউস ১১ ও সোফিয়া স্মেল ১১ রান করেন। বাকিরা কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি।
ভারতের হয়ে ২টি করে উইকেট দখল করেন তিতাস সাধু, অর্চনা দেবী ও পার্শবী চোপড়া। ১টি করে উইকেট নেন ম🗹ন্নত কাশ্যপ, শেফালি বর্মা ও সোনম যাদব।
জবাবে ব্যাট করতে নেমে ভারত ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৬৯ রান সংগ্রহ করে নেয়। ৬ ওভার বাকি থাকতেই ম্যাচ♌ জেতেন শেফালিরা। ভারতের হয়ে সৌমিয়া তিওয়ারি ২৪, গ🎀ঙ্গাদি তৃষা ২৪, শেফালি বর্মা ১৫ ও শ্বেতা শেরাওয়াত ৫ রান করেন। ইংল্যান্ডের হয়ে ১টি করে উইকেট নেন হ্যানা বেকার, গ্রেস স্ক্রিভেন্স ও অ্যালেক্সা স্টোনহাউস। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন তিতাস।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।