রোহিত শর্মা করোনা আক্রান্ত হওয়া🎃য় কপিল দেবের ৩৬ বছর পর আবারও ফাস্ট বোলার হিসাবে ভারতী💎য় টেস্ট দলের অধিনায়কত্ব করার সুযোগ পান জসপ্রীত বুমরাহ। ভারতের ৩৬তম টেস্ট অধিনায়ক হন তিনি। আর অধিনায়ক হিসাবে নিজের প্রথম ম্য়াচেই এক অনন্য রেকর্ডের মালিক হয়ে গেলেন বুমরাহ।
বর্তমানে বিশ্বের অন্য়তম সেরা বোলার হিসাবে বুমরাহর সুখ্যাতি। এজবাস্টনেও সকলেই বুমরাহর বোলিংয়ের দিকেই তাকিয়ে ছিল। তবে বল হাতে নয়, বুমরাহ ভারত-ইংল্যান্ডের পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট হাতে গড়লেন নতুন রেকর্ড। ভাঙলেন আরেক ভারতীয়র নজির। এদিন ১৬ বলে অপরাজিত ৩১ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন জসপ্রীত বুমরাহ। তাঁর ইনিংস সাজানো ছিল চারটি চার ও দুইটি ছক্কায়। স্টুয়ার্ট ব্রডের এক ওভারেই ২৯ রান করেন বুমরাহ, যা একটি রেকর্ড বটে।
তবে এখানেই শেষ নয়। অধিনায়ক হিসাবে ১০ নম্বরে ব্যাটে নেমে এই ইনিংসের সৌজন্যে আরেক নজির গড়েন ‘বুম বুম’। এতদিন পর্যন্ত অধিনায়ক হিসাবে নি🐭জের অভিষেক ইনিংসে ১০ নম্বরে নেমে বিষণ সিং বেদীর ৩০ রানই ছিল টেস্টে সর্বোচ্চ। ১৯৭৬ সালে ক্রাইস্টচার্চে তিনি এই ইনিংস খেলেছিলেন। তবে ৩১ রান করে বুমরাহ সেই রেকর্ড নিজের নামে করে ফেললেন। শেষের দিকে বুমরাহর ব্যাটিং দৌরাত্ম্যেই ভারত ৪০০-র গণ্ডি পার করে ৪১৬ রান করতে পারে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।