শ্রেয়স আইয়ার যে শর্ট বল খুব একটা ভাল খেলেন না, সেই বিষয়ে এখন বিশ্বক্রিকেট ভালভাবেই অবগত। আইপিএলে শর্ট বলে আউট হতে দেখা গিয়েছে শ্রেয়সকে। চলতি ভারত-ইংল্যান্ড টেস্টেও শ্রেয়সের সেই দুর্বলতাকেই হাতিয়ার করে তাঁকে এক নয়, দুই দুইবারই আউট করেছে ইংল্যাꦍন্ড।
টেস্টে গুরুত্বপূর্ণ সময়ে ব্যাটে নেমে বেকায়দায় পড়ে শর্ট বলের বিরুদ্ধে এমনভাবে আউট হওয়ায় ভারতীয় মিডল অর্ডার ব্য়াটারকে বেশ সমালোচনার সম্মুখীনও হতে হয়। তবে ভারতের প্রাক্তন খেলোয়াড় দোদ্দা গণেশ বিদেশের মাটিতে 🐓শ্রেয়স প্রথম খেলছেন বলে সেই বিষয়টাকে লঘু করার চেষ্টা করেন। তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লেখেন, ‘দয়া করে শ্রেয়স আইয়ারকে একটু শ্বাস তো নিতে দাও। ও বিদেশের মাটিতে নিজের প্রথম টেস্ট খেলছে। শর্ট বলের বিরুদ্ধে ওই একমাত্র ব্যাটার নয়, যার সমস্যা রয়েছে। ভবিষ্য়তে 𝄹সেই সমস্যা দূর করে ও অনেক রান করবে।’
আরও পড়ুন:- IND vs ENG: হাল ছাড়েনি ভারত, ম্যাচ জিততে পঞ্চম🌸 দিনে দলের পরিকল্পনা সাফ জানিয়ে দিলেন র🎀াঠৌর
আরও পড়ুন:- IND v💧s ENG: শ্রেয়স নামতে থুতনিতে হাত দিয়ে ইঙ্গিত ম্যাককালামের, শর্ট বলেই আউট 💮KKR অধিনায়ক
প্রথম ইনিংসে জেমস অ্যান্ডারসনের কয়েকটা শর্ট বলের পর লেগ সাইডে শর্ট অফ গুড লেংথের পড়া একটা বলে খোঁচা দিয়ে সাজঘরে ফেরেন শ্রেয়স। দ্বিতীয় ইনিংসে ফের একবার তাঁর দুর্বল জায়গায় প্রহার করে ইংরেজরা। স্টোকসদের পাতা ফাঁদে পা দিয়ে শর্ট বলে পুল করতে গিয়ে স্কোয়ার লেগে ক্যাচ দেন শ্রেয়স। কোনও সময়েই তাঁকে শর্ট বলের বিরুদ্ধে স্বস্তিতে দেখায়নি। শুধুমাত্র বিদဣেশের মাটিতে খেলছেন বলে কিন্তু এমনটা হচ্ছে না। আইপিএলেও ছবিটা একই ছিল। তাই গণেশের মন্তব্য কতটা যুক্তিসাপেক্ষ তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।