শুভব্রত মুখার্জি
করোনাভাইরাস পরবর্তীতে দেশের মাটিতে প্রথমবার ২২ গজে ফিরছে 𝔉আন্তর্জাতিক ক্রিকেট। জো রুটদের ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলিরা নামার সাক্ষী থাকতে এবার স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হল। তবে প্রথম টেস্টে গ্যালারিতে থাকছে ন🔯া দর্শকদের প্রবেশাধিকার। তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে ফাঁকা মাঠেই আয়োজিত হবে ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্ট।
করোনার সময় সংযুক্ত আরব আমিরশাহিতে দর্শকশূন্য মাঠেই আয়োজিত হয়েছিল আইপিএল। অস্ট্রেলিয়ার মাঠে সমর্থকরা অজিঙ্কা রাহানেদের সিরিজ চাক্ষুষ করার সুযোগ পেয়েছিলেন। ভারতে চলতি মাস থেকে স্টেডিয়ামে ১০০𒀰 শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিয়েয় কেন্দ্র। তবুও সাবধানেই পদক্ষেপ নিচ্ছে তামিলনাড়ু ক্রিকেট সংস্থা। ক্রিকেটারদের সুরক্ষার কথা ভেবেই দর্শকশূন্যভাবেই আয়োজিত হবে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট।
তবে দর্শকদের জন্য সুখবরও আছে। দ্বিতীয় টেস্টে স্টেডিয়ামে ৫০ শতাংশ দর্শককে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তামিলনাড়ু ক্রিকেট সংস্থার সচিব রামাস্বামী জানিয়েছেন, দ্বিতীয় টেস্টে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি চাওয়া হয়েছিল বিসিসিআইয়ের কাছে। তারা সে বিষয়েও অনুমতি দিয়েছে। অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি শুরু ꦚহতে চলা দ্বিতীয় টেস্টে মাঠেই উপস্থিত থাকার সুযোগ পাবেন দর্শকরা। পরের দুটি ম্যাচ গুজরাতের মোতেরা স্টেডিয়ামে। সেখানে ১০০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি সোমবারই দিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন বিসিসিআই। সেখানে তৃতীয় টেস্টে দর্শকাসনে থাকতে পারেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।