India vs Pakistan T20 World Cup Highlights: পাকিস্তানকে হারিয়ে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শুরু করল ভারত। সাত উইকেটে জিতে গিয়েছেন হরমনপ্রীত কৌররা। রবিবার কেপটাউনে প্রথমে ব্যাট করে ২০ ওভারে চার উইকেটে ১৪৯ রান তোলে পাকিস্তান। সেই রান তাড়া করতে নেমে একটা সময়🍎 চাপে পড়ে গিয়েছিল ভারত। তবে একই ওভারে পরপর তিনটি চার মেরে ভারতের পক্ষে খেলা নিয়ে চলে আসেন রিচা ঘোষ। তারপর বাকি কাজটা করে দেন জেমিমা রদ্রিগেজ। যিনি ম্যাচের সেরা হয়েছে। মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তান ম্যাচের হাইলাইটস দেখে নিন।
ম্যাচের সেরা রদ্রিগেজ
ম্যাচের সেরা হলেন জেমিমা💝 রদ্রি♏গেজ। যিনি ম্যাচের আগে বাড়তি দায়িত্ব নেওয়ার কথা বলেছিলেন। পারফরম্যান্সের জন্য বাবা এবং মা'কে ধন্যবাদ জানালেন জেমিমা।
জিতে গেল ভারত
জিতে গেল ভারত। সাত উইকেটে পাকিস্ꦚতানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলেন হরমনপ্রীত কৌররা। এক ওভার বাকি থাকতেই জিতে গেল ভারত। ১৯ তম ওভারে ১৫ রান তুলল। ৩৮ বলে ৫২ রানে অপরাজিত থাকলেন জেমিমা রদ্রিগেজ। রিচা ঘোষ ২০ বলে ৩১ রানে অপরাজিত থাকলেন। ৩৮ বলে ৫৮ রান উঠল জুটিতে।
পরপর ৩ টি চার! পাকিস্তান ম্যাচে ভারতকে ফেরালেন বাংলার রিচা
ভারতের দিকে খেলা 🐬নিয়ে আসলেন রিচা ঘোষ। পরপর তিন বলে তিনটি চার মারলেন। ১৮ ওভারে ভারতের স্কোর তিন উইকেটে ১৩৮ রান। ১২ বলে ১৪ রান চাই। ১৮ তম ওভারে উঠꦰল ১৪ রান।
৩ ওভারে ভারতের চাই ২৮ রান
১৭ ওভারে ভারতের স্কোর তিন উইকেটে ১২২ রান। ১৮ বলে ২৮ রান চাই ভারতের। ১৩ বলে ১৬ রানে খেলছেন রিচা🀅 ঘোষ। ৩৩ বলে ৩৯ রানে খেলছেন জেমিমা রদ্রিগেজ।
১৬ ওভারে ভারতের স্কোর ১০৯/৩
১৬ ওভারে ভারতের স্কোর তিন উইকেটে ১০৯ রান। ওভারের শেষ বলে রিচা ঘোষকে এলবিডব্লুউ দেওয়া হয়। রিচা রি🍬ভিউ নেন। রিভিউয়ের দেখা গেল, গ্লাভসে বল রেখেছে। দক্ষিণ আফ্রিকার লরেন এগেনবার্গের আম্পায়ারিং নিয়ে তুমুল প্রশ্ন আছে।
৫ ওভারে ভারতের চাই ৪৭ রান! ভারতের ভরসা রিচারা
১৫ ওভারে ভারতের স্কোর তিন উইকেটে ১০৩ রান। জয়ের জন্য চাই ৪৭ রান। অর্থাৎ এখনও ম্যাচ হাতে থাকলেও ভারতকে মেরে খেলতে হবে। আর কোনওভ🌄াবে সময় নষ্ট করতে পারবে না ভারত। ক্রিজে আছেন রিচা ঘোষ এবং জেমিমা রদ্রিগেজ।
বল ভুল, আউট হয়ে গেলেন হরমন, প্রবল চাপে ভারত
জোরদার ধাক্কা ভারতের। আউট হয়ে গেলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর।🌸 বড় ভুলের খেসারত দিতে হল। ১৩,৩ ওভারে ভারতের স্কোর তিন উইকেটে ৯৩ রান।
১২ ওভারে ভারতের স্কোর ৮৫/২
১২✅ ওভারে ভারতের স্কোর দুই উইকেটে ৮৫ রান। ৬৫ রান চাই ভﷺারতের। ক্রিজে আছেন হরমনপ্রীত কৌর (১০ বলে ১৫ রান) এবং জেমিমা রদ্রিগেজ (১৮ বলে ১৯ রান)।
ছক্কা মারতে গিয়ে আউট শেফালি
বড় শট মারতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়লেন শেফালি বর্মা। ৯.১ ওভারে ভারতের স্কোর দুই উইকেটে 🉐৬৫ রান। ২৫ বলে ৩৩ রান করেন শেফালি। নাশরা সান্ধুর বলে বড় শট মারতে ক্রিজ ছেড়ে বেরিয়ে আসেন শেফালি। বো♛লারের মাথার উপর সোজা মারেন। বল অনেকটা উঁচুতে উঠে যায়। লং-অফ থেকে ডানদিকে দৌড়ে ক্যাচ নেন সিদ্রা আমিন।
৭ বলের ওভার?
সপ্তম ওভারে সাতটা বল করলেন নিদা দার? তাতে ভারতেরই লাভ হল। কারণ ওই বলে চার মারলেন জেমিমা রদ্রিগেজ। প্রথম বলে এক রান, দ্বিতীয় বল ডট, তৃতীয় বলে এক রান, চতুর্থ বলে এক রান, পঞ্চম বলে দুই রান, ষষ্ঠ বলে এক রান এবং সপ্তম বলে চার রান হল। সাত ওভার শেষে ভারতের স্কোর এক উইক📖েটে ৫৩ রান।
পাওয়ার প্লে'তে ভারতের স্কোর ৪৩/১
শেষ প♏াওয়ার প্লে। ভারতের স্কোর এক উইকেটে ৪৩ রান। ১৫ বলে ২৪ রানে খেলছেন শেফালি বর্মা। জেমিমা রদ্রিগেজ খেলছে🅰ন এক বলে এক রানে। রানরেট ৭.১৬। রিকোয়ার্ড রানরেট ৭.৬৪।
প্রথম উইকেট পড়ল ভারতের
ও হো! প্রথম উইকে🌃ট পড়ল ভারতের। একেবারেই উইকেটের বল ছিল না। ক্রিজ থেকে বেরিয়ে এসে ড্রাইভের চেষ্টা যস্তিকার। কিন্তু কভারে সোজা বল পাঠালেন। ৫.৩ ওভারে ভারতের স্কোর এক উইকেটে ৩৮ রান। ২০ বলে ১৭ রান করে আউট হলেন যস্তিকা।
বেঁচে গেলেন শেফালি
চার ওভারে ভারতের স্কোর বিনা উইকেটে ২৭ রান। চতুর্থ বলে বেঁচে যান শেফালি বর্মা। উদ্ভট এলবিডব্লুউয়ের সিদ্ধান্ত নেন আম্পায়ার। সাদিয়া ইকবালের বলের পেস বুঝতে পারেননি শেফালি। বল প্যাডে আছড়ে পড়ে। প্রাথমিকভাবে বল লেগস্টাম্পের বাইরে যাচ্ছে বলে মনে হচ্ছিল। কিন্তু আম্পায়ার আউট দেন। রিভিউ শেফালির। পরিষ্ꦰকার লেগস্টাম্পের বাইরে।
তিন ওভারে ভারতের স্কোর ২১/০
তিন ওভার শেষ। ভারতের স্কোর বিনা উইকেটে ২১ রান। ভারত যদি রান তাড়া করে জিততে পারে, তাহলে টি-টোয়েন্টি বিশ্বꦫকাপে সেটা ভারতের সর্বোচ্চ রানꦆ তাড়া করে জয় হবে। এতদিন পাকিস্তানের বিরুদ্ধেই ছিল।
প্রথম ওভার শেষ
প্রথম ওভার শেষ। এক ওভারে ভারতের স্কোর বিনা উইকেটে আট রান। যস্🥀তিকা ভাটিয়া করেছেন পাঁচ বলে ছয় রান। এক বলে এক রান করেছেন শেফালি বর্মা। দ্বিতীয় বলে চার মারেন যস্তিকা। শর্ট বল করেন ফতিমা শেখ। মিড-উইকেটের দিকে জোরে পুল মা♋রেন যস্তিকা।
ব্যাট করতে নামল ভারত
ব্যাট করতে নামল ভারত। ব্যাট হাতে যস্তিকা ভাটিয়া এবং শেফালি বর্মা। ভারতের জয়ের জন্য ওপেনিং জুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। বল হাতে পাকিস্তা𓂃নের ফতিমা শেখ। জয়ের জন্য ভারতের চাই ১৫০ রান। আপাতত টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রেডিক্টরে পাকিস্তানের জয়ের হার দেখাচ্ছে ৪১ শতাংশ।
৪৭ বলে ৮১ রানের জুটি আয়েষাদের, ভারতের বিরুদ্ধে T20-তে সর্বোচ্চ রান তুলল পাকিস্তান!
২০ ওভারে চার উইকেটে ১৪৯ রান তুলল পাকিস্তান। যা ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সর্বোচ্চ টি-টোয়েন্টি স্কোর। বিশ্বকাপেও পাকিস্তানের সর্বোচ্চ স্কোর। মাত🔴্র ৪৭ বলে ৮১ রানের জুটি আয়েষা না🦹সিম এবং বিসমাহ মাহরুফের। আয়েষা ২৫ বলে ৪৩ রান করেছেন। ৫৫ বলে ৬৮ রান করেছেন বিসমাহ মাহরুফ।
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সর্বোচ্চ T20 স্কোর
১৯.২ ওভার - ছক্কা আয়েসা নাসিমের। যতটা না বেশি আ𒁏য়েসার কৃতিত্ব, তার থেকেও বেশি হতাশ হবে ভারত। কারণ লং-অফে ক্যাচ ফস্কালেন। সেটা ছয়ও হয়ে গেল। হতাশাজনক ফিল্ডিং। ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে পাকিস্তানের সর্বোচ্চ স্কোর হয়ে গেল - ১৪৩।
১৯ তম ওভারে উঠল ১০ রান
১৯ তম ওভারে উঠল ১০ রান। রাজেশ্বরী✨ গায়কোয়াড়ের ওভারের পঞ্চম বলে সহজ ক্যাচ ফস্কালেন রাধা যাদব। পাকিস্তানের স্কোর চার উইকেটে ১৩৬ রান। প্রবল চাপ বেড়ে গেল ভারতের। একেই তো স্মৃতি মন্ধানা নেই। তারপর ১৫০♛ রান উঠে যেতে পারে।
চাপে ভারত
ভ🌜ার🔜তের চাপ বাড়ল। একেই তো রানের গতি বেড়ে গিয়েছে। সেইসঙ্গে নির্ধারিত সময়ের থেকে দু'ওভার পিছিয়ে আছে ভারত। ১৮ ওভারে পাকিস্তানের স্কোর চার উইকেটে ১২৬ রান।
৫০ পূরণ বিসমাহের, ৩০ বলে করল ৫০ পার আয়েসাদের জুটি
অর্ধশতরান করলেন বিসমাহ মাহরুফ। টি-টোয়েন্টি বিশ্বকাপে চতুর্থ অর্ধশতরান। ৪৫ ব🌳লে অর্ধশতরান করলেন। ১৭.১ ওভারে পাকিস্তানের স্কোর চার উইকেটে ১২০ রান। পঞ্চম উইকেটের জুটিও ৫০ রান পূরণ করল। ৩০ বলে ইতিমধ্যে ৫৩ রা💦ন করে ফেলেছে বিসমাহ এবং আয়েসা নাসিমের জুটি।
১৬ তম ওভারে উঠল ১৮ রান
ম্যাচের টার্নিং পয়েন্ট? ১৬ তম ওভারে উঠল ১৮ রান। একটি ছক্কা এবং একটি চার মারেন আয়েসা নাসিম। তিনটি ওয়াইড করেন রেণুকা ঠাকুর। পঞ্চম উইকেটে বিসমাহ এবং আয়েসার 🍒পঞ্চম উইকেটে জুটি বিপজ্জনক হয়ে উঠছে ভারতের কাছে।
১৫ ওভারে পাকিস্তানের স্কোর ৯১/৪, ১৪০-এ পৌঁছাবে?
শেষ ১৫ ওভার। পাকিস্তানের স্কোর চার উইকেটে ৯১ রান। ১৫ তম ওভারে আট রান উঠল। ক্রিজে আছেন আয়েসা নাসিম (১১ বলে ১৬ রান) এবং বিসমাহ মাহরুফ (৩৯ বলে ৪১ রান)। রাধা যাদবের চার ওভারের কোটা শেষ। চার ওভারে ২১ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন। পাকিস্তান ১৪০ রান তুলতে চাইবে। সেওক্ষেত্রে পাকিস♈্তানের সবথেকে বড় অস্ত্র হবেন আয়েসা।
১৪ ওভারে পাকিস্তানের স্কোর ৮৩/৪
১৪ ওভারে পাকিস্তানের স্কোর চার উইকেটে ৮৩ রান। বিসমাহ মাহরুফ খেলছেন ৩৭ বলে ৩৯ রানে। সঙ্গে আয়েসা নাসিম খেলছেন। সাত বলে ১০ রান করেছেন। ১৪ তম ওভারে নয় রান উঠল। সেটাই পাকিস⛦্তানের ইনিংসের আপাতত সর্বোচ্চ রানের ওভার।
চতুর্থ উইকেট পড়ল পাকিস্তানের
ক꧃িছুটা হাস্যকর আউট! চতুর্থ উইকেট পড়ল পাকিস্তানের। ১২.১ ওভারে পাকিস্তানের স্কোর চার উইকেটে ৬৮ রান। অফস্টাম্পের লাইনে গুড লেংথ বল রাধা যাদবের। ৩৫ বল পরে বাউন্ডারি পাওয়ার পর রিভার্স সুইপ মারার চেষ্টা সিদ্রা আমিনের। কিন্তু বল পাকিস্তানে থাকতে-থাকতে ওই শট মারার চেষ্টা করে বসেন। তারপর আর সামলাতে পারেননি। প্রথমে গ্লাভসে লাগে বল। তারপর ব্যাটের পিছনের দিকে বল লাগে। সহজ ক্যাচ রিচা ঘোষ। ১৮ বলে ১১ রান করলেন সিদ্রা। দ্বিতীয় উইকেট রাধা যাদবের।
পাওয়ার প্লে'র পর চার-ছক্কা মারতে পারেনি পাকিস্তান
পাওয়ার প্লে'র পর থেকে পাকিস্তানের বাউন্ডারি শুকিয়ে গিয়েছে। কোনও বাউন্ডারি হয়নি। ১১ ওভারে পাকিস্তানের স্কোর তিন উইকেটে ৬১ রান। ক্রিজে আছেন বিসমাহ ম༒াহরুফ (৩০ বলে ৩০🅘 রান)। সিদ্রা আমিন খেলছেন নয় রানে (১৪ বল)।
১০ ওভারে পাকিস্তানের স্কোর ৫৮/৩
শেষ দশম ওভার। পাকিস্তানের স্কোর তিন উইকেটে ৫৮ রান। ২৮ বলে ২৮ রানে খেলছেন বিসমাহ মাহরুফ। সঙ্গে আছেন সিদ্রা আমিন। ১০ বলে আ🏅ট রানে খেলছেন। ১৪০ রান তুলতে পারবে পাকিস্তান? নাকি ১২০ রানের মধ্যে বেঁধে রাখবে ভারত? দেখা যাক, দ্বিতীয় অংশে কী হয়।
‘ত্রাস’ নিদাকে দ্বিতীয় বলেই ফেরাল ভারত, ৩ উইকেট পাকিস্তানের
বিশা…………………………………ল উইকেট পেল ভারত। আউট নিদা দার। যিনি কার্যত ভারতের ত্রাস। বাউন্সার পূজা বস্ত্রকারের। পুল মারতে যান নিদা। জোরালো আবেদন ভারতের। ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) হরমনপ্রীত কৌরের। এমনি রিভিউ দেখে তেমন কিছু মনে হচ্ছে না। আল্ট্র🅺াএজে কিছু ধরা পড়বে? ও ইয়েস! গ্লাভসের কাছ দিয়ে বল যাওয়ার সময় স্পাইক। আউট নিদা। দুই বলে কোনও রান করতে পারে🍸ননি। দুর্দান্ত অধিনায়কত্ব হরমনের। ইনিংসের শুরুর দিকে নিদা যে বাউন্সি বলে সমস্যায় পড়েন, সেটা ভালোভাবেই জানেন। সেটাই কাজে লাগালেন।
রাধার জাদুতে দ্বিতীয় উইকেট পাকিস্তানের
দীপ্তি শর্মা যে কাজটা করার চেষ্টা করছিলেন, সেটা করতে পারলেন রাধা যাদব। দ্বিতীয় উইকেট পড়ল পাকিস্তানের। ৬.৫ ওভারে পাকিস্তান🌠ের স্কোর দুই উইকেটে ৪২ রান। মুনিবা আলিকে এগিয়ে আসতে দেখে অফস্টাম্পের বাইরে আর্ম বল করেন রাধা। ৮০ কিমি গতিবেগের বলে ব্যাট ঠেকাতে পারেননি মুনিবা। নিখুঁত স্টাম্পিং রিচা ঘোষের।
শেষ পাওয়ার প্লে, ভারতের বিরুদ্ধে T20-তে পাকিস্তানের যুগ্ম সর্বোচ্চ স্কোর
শেষ পাওয়ার প্লে। ভালো কাটল পাকিস্তানের। ছয় ওভারে স্কোর এক উইকেটে ৩৯ রান। আপাতত খেলছেন বিসমাহ মাহরুফ (২০ বলে ২১ রান) এ🅷বং মুনিবা আলি (১০ বলে ১০ রান)। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের যুগ্ম সর্বোচ্চ স্কোর। আগেরবার যখন ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে প্রথম ছয় ওভারে এক উইকেটে ৩৯ রান তুলেছিল পাকিস্তান, সেই ম্যাচে ভারতকে হারিয়ে দিয়েছিℱল পাকিস্তান। দিল্লিতে ২০১৬ সালে হয়েছিল সেই ম্যাচ।
ভারতের বিপদ বিসমাহ
ভারতের কাছে বিপদ সেই পাকিস্তানের অধিনায়ক বিসমাহ মাহরুফ। দীপ্তি শর্মার ওভারে জোড়া বাউন্ডারির পর রাজেশ্বরী গায়কোয়াড়কেও চার মারলেন। ৫ ওভারে পাকিস্তানের স্কোর এক উইকেটে ৩১ রান। বিসমাহ ১৭ বলে ১৮ রান করেছ🌳েন।
পাকিস্তানের স্কোর ১৪/১
তিন ওভার শেষ। পা🌼কিস্তানের স্কোর এক উইকেটে ১৪𒆙 রান। ব্যাটে যেন বল আসছেই না। অনন্তকালের জন্য অপেক্ষা করতে হচ্ছে ব্যাটারদের।
বিশ্বকাপের শুরুতেই উইকেট দীপ্তির, প্রথম উইকেট পাকিস্তানের
প্রথম ওভারেই সাফল্য দীপ্তি শর্মার। প্রথম উইকেট পড়ল পাকিস্তানের। ১.৩ ওভারে পাকিস্তানের স্কোর এক উইকেটে ১০ রান। জাভেরিয়া খান ছয় বলে আট রান করে আউট হলেন জাভꦡেরিয়া খান। স্টাম্পে বল রাখেন দীপ্তি। সুইপের মতো শট মারতে যান জাভেরিয়া। কোনও জোর পাননি। ব্যাটের উপরের দিকে লেগে শর্ট ফাইন লেগে সহজ ক্যাচ হরমনপ্রীত কৌরের।
প্রথম ওভারে উঠল ৩ রান
শেষ প্রথম ওভার। প্রথম ওভারে তিন রান দিলেন রেণুকা ঠাকুর। জাভেরিয়া খান (তিন বলে দুই রান) এবং মুনিবা আলি ⛦(তিন বলে এক রান)। তবে প্রথম ওভার থেক🦹েই বোঝা গেল যে পিচ বেশ ঢিমেগতির।
শুরু ভারত-পাকিস্তান মহারণ
কেপটাউনে শুরু ভারত-পাকিস্তান মহারণ। ভারতের হয়ে বল হাতে রেণুকা ঠাকুর। পাকিস্তানের হাতে ওপেনিংয়ে নেমেছেন জাভেরিয়া খান এবং মুনিবা 🔥খান। আক্রমণাত্মক ফিল্ডিং সাজি𒊎য়েছেন হরমনপ্রীত কৌর।
মুখোমুখি লড়াইয়ে কারা এগিয়ে?
মহিলা টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানের থেকে অ🎃নেকটা এগিয়ে আছে ভারত। ১০ টি ম্যাচে জিতেছে টিম ইন্ডিয়া। তিনটি ম্যাচে জিতেছে পাকিস্তান। তবে দুই দলের শেষ সাক্ষাতে ভারত হেরে গিয়েছিল। এশিয়া কাপ টি-টোয়েন্টি🍌তে জিতেছিল পাকিস্তান।
ন্যাশনাল অ্যান্থেম টাইম!
কেপডাউনে এখন হবে দু'দেশের জাতীয় সংগীত। প্রথমে পাকিস্তানের জাতীয় সংগীত হবে। তারপর বাজবে ভারতের জাতীয় সংগীত। মাঠে ভারতীয়♔ সমর্থকের সংখ্যা বেশ ভালোই।
‘টসে জিতলে আমিও প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতাম’
কেপটাউনের নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে টসের পর ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর: টসে জ🃏িতলে আমিও প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতাম। তবে আমরা প্রথমে ব্যাট করছি নাকি পরে, সেটা নিয়ে মাথা ঘামাচ্ছি না।
পাকিস্তানের প্রথম একাদশ
জাভেরিয়া খান, মুনিবা খান (উইকেটকিপার), বিসমাহ মাহরুফ (অধিনায়ক), নিদা দার, আয়েসা নাসিম, আলিয়া রিয়াজ, ফতিমা সানা, সিদ্রা আমিন, আইমান আনোয়ার, নাশরা ☂সান্ধু এবং সাদিয়া ইকবাল।
ভারতের প্রথম একাদশ
ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর জানিয়েছেন, দলে বাড়তি এক ব্যাটারকে খেলানো হচ্ছে। ভারতের প্রথম একাদশ - শেফালি বর্মা, যস্তিকা ভাটিয়া, জেমিমা রদ্রিগেজ, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), রিচা ঘোষ (উইকেটকিপার꧒), হারলিন দেওল, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকার, রাধা 🃏যাদব, রাজেশ্বরী গায়কোয়াড় এবং রেণুকা সিং।
টসে হারল ভারত, প্রথমে ব্যাটিং পাকিস্তানের
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল পাকিস্তান। পাকিস্তানের অধিনায়ক বিসমাহ মাহরুফ বলেন, ‘উইকটে শুষ্ক মনে হচ্🦩ছে। দ্বিতীয় ইনিংসে খুব একটা বেশি পিচের চরিত্র পালটাবে না।’
বিশ্বকাপের জন্য ভারতীয় দল
হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধানা (সহ-অধিনায়ক), শেফালি বর্মা, যস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), রিচা ঘোষ (উইকেটকিপার), জেমিমা রদ্রিগেজ, হারলিন দেওল, দীপ্তি শর্মা, দ⛄েবিকা বৈদ্য, রাধা যাদব, রেণুকা ঠাকুর, অ▨ঞ্জলি সর্বাণী, পূজা বস্ত্রকার (ফিটনেসের উপর নির্ভর করছে), রাজেশ্বরী গায়কোয়াড় এবং শিখা পান্ডে।
‘গো টিম ইন্ডিয়া’, হরমনদের হয়ে গলা ফাটাচ্ছেন সচিন
সচিন তেন্ডুলকর: ভারত বনাম পাকিস্তান সর্বদা বিশেষ ম্যাচ হয়ে এসেছে। বিশ্বকা🐬প হলে তো সেই ম্যাচের গুরুত্ব আরও 🔯বৃদ্ধি পায়। ওই ম্যাচটার জন্য মুখিয়ে আছি। গো টিম ইন্ডিয়া।
প্রস্তুতি ম্যাচে কেমন খেলেছে ভারত?
বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচে খেলেছে ভারত। প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জোরদার ধাক্কা খায়। তারপর বাংলাদেশকে ৫২ রানে উড়িয়ে দেন শেফালি বর্মা, দীপ্তি শর্মারা (আরও পড়ুন – IND vs BAN Super Over ahead of T20 WC: সুপﷺার ওᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚভারে ২১ রান খরচ দীপ্তির, বিশ্বকাপের মহড়ায় ভারতকে হারিয়ে দিল বাংলাদেশ!)
এবারের মহিলা T20 বিশ্বকাপে ভারতীয় দলের সূচি
- ১২ ফেব্রুয়ারি: ভারত বনাম পাকিস্তান, কেপটাউন., সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট।
- ১৫ ফেব্রুয়ারি: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, কেপটাউন, সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট।
- ১৮ ফেব্রুয়ারি: ভারত বনাম ইংল্যান্ড, পোর্ট এলিজাবেথ, সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট।
- ২০ ফেব্রুয়ারি: ভারত বনাম আয়ারল্যান্ড, পোর্ট এলিজাবেথ, সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট।
কেন ছিটকে গিয়েছেন স্মৃতি?
আঙুলের চোটের জন্য পাকিস্তান ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন ভারতের সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা। তবে ভারতীয় দলের তরফে জানানো হয়েছে, আঙুল ভেঙে যায়নি স্মৃতির। আগামী ১৫ ফেব্রুয়ারি ওয়েস্ট 📖ইন্ডিজের বিরুদ্ধে তাঁর খেলতে পারেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
আজ কেপটাউনে ভারত-পাকিস্তান মহারণ
আজ কেপটাউনে হতে চলেছে ভারত বনাম 🥂পাকিস্তান মহারণ। সেই মহারণ দিয়েই ২০২৩ সালের মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শুরু করতে চলেছে ভারত। সেই ম্যাচে নামার আগেই ভারতীয় দল বড়সড় ধাক্কা খেয়েছে। চোটের জন্য ছিটকে গিয়েছেন সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।