ক্রিকেটের ময়দানে ভারত-পাকিস্তান মানেই সারা ক্রিকেটবিশ্বের ন꧟জর সেই হাই-ভোল্টেজ লড়াইয়ের দিকে। আসন্ন টি-২০ বিশ্বকাপে দেখা যাবে ভারত-পাক ম্যাচ। তবে তার আগে এশিয়া কাপেও সম্মুখসমরে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ।
স্বাভাবিকভাবেই ২৮ অগস্টের সেই ম্যাচের আগে বিস্তর আলোচনা চলছে দু'দেশের লড়াই নিয়ে। কারা এগিয়ে, কারা পিছিয়ে, আলোচনা চলছে বিস্তর। বিশেষজ্ঞরা নিজেদের মতামত দিচ্ছেন, ভবিষ্যদ্বাণীও করছেন ꦫকারা জিততে পারে, সেই বিষয়ে। সেই তালিকায় নাম লেখালেন রিকি পন্টিং। আইসিসি রিভিউয়ের সাম্প্রতিক এপিসোডে পন্টিং এশিয়া কাপে ভার🧜ত-পাকিস্তান ম্যাচ নিয়ে নিজের মতামত জানান।
কোনওরকম রাখঢাক না করে প্রাক্তন অজি দলনায়ক বেছে নিলেন নিজের ফেবারিট। ভবিষ্যদ্বাণী করলেন, ভারত-পাক দ্বৈরথে কারা জিততে পারে, সেবিষয়ে। সঞ্জনা গণেশনের সঙ্গে আলোচনায় পন্টিং স্পষ্ট বলেন, ‘আমি মনে করি ভারত জিতবে। আমার ধারণা ভারতই এশিয়া কাপ জিতবে। তাই পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে আমি ভারতের হয়েই বাজি ধরব। 🦋যদি তাতে পাকিস্তানের এমন কিছু ক্ষতি হ😼বে না। ওরা অসাধারণ ক্রিকেটজাতি। ওরা প্রতিনিয়ত সুপারস্টার প্লেয়ার উপহার দিয়ে চলেছে।’
পন্টিং আরও বলেন, ‘শুধুমাত্র এশিয়া কাপ নয়, যে কোনও টুর্নাম🐲েন্টেই ভারতকে হারানো সহজ কাজ নয়। যতবারই আমরা টি-২০ বিশ্বকাপ নিয়ে কথা বলব, ভারতকে আলো꧑চনায় রাখতেই হবে। অন্যান্য দলের থেকে ভারতের গভীরতা অনের বেশি। সেকারণেই আমার মনে হয় ভারতই এশিয়া কাপ জিতবে।’
উল্লেখ্য, আগামী ২৮ অগস্ট দুবাইয়ে এশিয়া কাপ ২০﷽২২-এর ম্যাচে সম্মুসমরে নামবে ভারত পাকিস্তান। অঘটন না ঘটলে ফের ট🌊ুর্নামেন্টের ফাইনালে দেখা যেতে পারে দু'দেশের লড়াই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।