চলতি দক্ষিণ আফ্রিকা সিরিজেই সাত মাস পরে ভারতীয় দলে কামব্যাক করেছেন হ🐟ার্দিক পান্ডিয়া। প্রথম টি-টোয়েন্টিতে ভারতীয় দল হারলেও, ১২ বলে ৩১ রানের ইনিংসে বেশ প্রভাবিত করেছিলেন হার্দিক। কটকে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও তাঁর কাছ থেকে এমনই কিছুর প্রত্যাশা করছিলেন ভারতীয় সমর্থকরা। তবে ব্যর্থ হন হার্দিক।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাঁচ নম্বরে ব্যাট করতে নামা হার্দিক শুরু থেকেই ব্য়াটে বলে ঠিক করে কানেক্ট করতে পারছিলেন না। অবশেষে ১৩তম ওভারে প্রোটিয়া বোলার ওয়েন পার্নেল হার্দিকের উইকেট ছিটকে দেন। বড় শট মারার লক্ষ্যেই হার্দিক স্টাম্প ছেড়ে নিজের জন্য জায়গা তৈরি করার তালে ছ🐭িলেন। তবে পার্নেলের বল একটু নীচু থাকায় তাঁর ব্যꦐাটের বদলে লেগ স্টাম্পে গিয়ে লাগে। শেষ হয় হার্দিকের ১২ বলে ৯ রানের এক খারাপ ইনিংস। এরপরেই পার্নেলের অভিনব সেলিব্রেশন বেশ জনপ্রিয় হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সাধারণত ফাস্ট বোলাররা উইকেট নিলে যেমন আগ্রাসী সেলিব্রেশন করে, পার্নেল ঠিক তেমনটা করেননি। বদলে দুই হাতে তিনি হৃদয়ের এক সাইন দেখান। এই ভিন্ন ধরনের সেলিব্রেশনই মনে ধরেছে নেটিজেনদের। এদিন হার্দিকসহ গোটা ভারতীয় ব্যাটিং লাইন আপই কার্যত ব্যর্থ হয়েছে। শেষে দীনেশ কার্তিকের ২১ বলে ৩০ রানের সুবাদে ভারত ১৪৮ রান তুললেও, হেনরিখ ক্লাসেনের ৮১ রানের দুর্ধর্ষ ইনিংসে ১০ বল ও চার উইকেট বাকি থাকতেই ম্যাচ নিজেদের পকে🤡টে পুরে নেয় প্রোটিয়া বাহিনী। এই জয়ের ফলে সিরিজে তারা 💫২-০ এগিয়ে গেল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।