প্রথম টি-টোয়েন্টিতে ৬২ রানে জয়ের পর, দ্বিতীয় টি-টোয়েন্টিতে সাত উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে ইতিমধ্যেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল। এবার ꦉদ্বিতীয় ম্য়াচের ঠিক পরেরদিনই লঙ্কান লায়ান্সদের হোয়াইটওয়াশ করার হাতছানি টিম ইন্ডিয়ার সামনে।
দ্বিতীয় ম্যাচের মতো তৃতীয় টি-টোয়েন্টিও ধরমশালাতেই আয়োজিত হবে। তবে হোয়াইটওয়াশ তো বটেই, এই ম্যাচ জিতলে বিশ্বরেকর্ডও (যুগ্মভাবে) গড়ে ফেলবে টিম ইন্ডিয়া। গত বছর টি-টোয়েন🔴্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পর নাগাড়ে ১১টি ২০ ওভারের ম্যাচ জিতেছে ভারত। রবিবাসরীয় ধরমশালায় তৃতীয় টি-টোয়েন্টি জিতলেই সেই সংখ্যা গিয়ে দাঁড়াবে ১২। ২০ ওভারের ক্রিকেটে এর আগে কেবলমাত্র আফগানিস্তান ও রোমানিয়াই নাগাড়ে ১২টি আন্তর্জাতিক ম্যাচ জিতেছে।
সুতরাং, তৃতীয় টি-টোয়েন্টি জিতলেই সেই বিশ্বরেকর্ডে টিম ইন্ডিয়াও ভাগ বসাবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে এই পরিসংখ্যান বাড়তি গুরুত্ব আরোপ করছে। এক ജনজরে দেখে নিন, কোথায়ܫ, কখন এই ম্যাচ দেখা যাবে।
কবে অনুষ্ঠিত হবে ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচ: ২৭ ফ্রেব্রুয়ারি, ২০২২ (রবিবার)।
কোথায় অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচ: হিমাচলপ্রদেশ ক্রিকেট অ্যাসো🌠সিয়েশন স্ট♚েডিয়াম (ধরমশালা)।
কখন শুরু হবে ম্যাচ: ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭টায় শুরু ꦺম্যাচ। টস অনুষ্ঠিত হবে ৬টা ৩০ মিনিটে।
ভারতে কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার: স্টার স্পোর্টসে সর🍎াসরি সম্প্রচারিত হবে ভারত-শ্রীলঙ্কা টি-২০ সিরিজের ম🧜্যাচগুলি। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস-১, স্পোর্টস-১ এইচডি, স্পোর্টস-১ হিন্দি ও স্টার স্পোর্টস-১ হিন্দি এইচডি চ্যানেলে।
মোবাইলে ও অনলাইনে কোথায় দেখবেন লাইভ স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে অনলাইন স্ট্রিমিং। এছাড়া ম্যাচের যাবতীয় আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।