মোহালি টেস্টে প্রথমে ব্যাট হাতে অপরাজিত ১৭৫ রানের অনবদ্য ইনিংস খেলেন রবীন্দ্র জাদেজা। পরে বল হাতে দুই ইনিংস মিলিয়ে মোট ৯টি উইকেট দখল কꦆরেন তিনি। প্রথম ইনিংসে ৪১ রানের বিনিময়ে ৫টি এবং দ্বিতীয় ইনিংসে ৪৬ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন জাদেজা।
কোনও টেস্টের এক ইনিংসে দেড়শোর বেশি রান করার পাশাপাশি ইনিংসে ৫ উইকেট নিয়ে জাদেজা মানকড়, অ্যাটকিনসন, উমরিগড়, স💯োবার্স ও মুস্তাক মহম্মদের সঙ্গে এলিট লিস্টে জায়গা করে নিয়েছেন। তবে বিশেষ একটি ক্ষেত্রে বাকিদের পিছনে ফেলে দেন রবীন্দ্র।
আসলে কোনও টেস্টে দেড়শোর ব💜েশি রান করার পর সেই টেস্টের দুই ইনিংস মিলিয়ে সেরা বোলিং পারফর্ম্যান্সের নজির গড়েন জাদেজা। মোহালিতে জাদেজা অপরাজিত ১৭৫ রান করার পাশাপাশি দুই ইনিংস মিলিয়ে ৮৭ রানের বিনিময়ে ৯টি উইকেট নেন। আগে এই রেকর্ড ছিল গ্যারি সোবার্সের। ১৯৬৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ক্যারিবিয়ান কিংবদন্তি ১৭৪ রান করার পাশাপাশি দুই ইনিংস মিলিয়ে ৮০ রানের বিনিময়ে ৮টি উইকেট নেন।
এছাড়া ১৯৭৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাক তারকা মুস্তাক মহম্মদ টেস্টের দুইไ ইনিংস মিলিয়ে ১৭৭ রান করার পাশাপাশি ৯৭ রানের বিনিময়ে ৮টি উইকেট দখল করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।