শ্র𒀰ীলঙ্কার বিরুদ্ধে ১৮৪ রানের বিশাল রান তাড়া করতে নেমে শুরুতেই রোহিত শর্মাকে ১ রানে হারিয়ে বেশ চাপে পড়ে যায় ভারতীয় দল। আরেক ওপেনার ইশান কিষাণও মাত্র ১৬ রান করেই সাজঘরে ফেরেন। তবে ভারতীয় মিডল অর্ডারের দৌলতে ১৭ বল ও ৭ সাত উইকেট বাকি থাকতেই ম্যাচ জেতে ভারতীয় দল।
সাম্প্রতিক অতীতে ভারতীয় মিডল অর্ডার অনেক সমালোচনার সম্মুখীন হয়েছে। তবে এই ম্যাচে শ্রেয়স ৭৪ (৪৪ ꧋বলে), সঞ্জু স্যামসন ৩৯ (২৫ বলে) ও রবীন্দ্র জাদেজার ৪৫ (১৮ বলে) দৌলতেꦯই ম্যাচ জেতে ভারত। দলের মিডল অর্ডার দুর্দান্ত পারফর্ম করায় উচ্ছ্বসিত অধিনায়ক রোহিত। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমার মতে এটা আমাদের জন্য সুখবর। দলের মিডল অর্ডারের দায়িত্ব নিয়ে পারফর্ম করা ও ম্যাচ জেতানোটা একটা ইতিবাচক লক্ষণ। ওরা যেভাবে ম্যাচ ফিনিশ করেছে, তা প্রশংসনীয়।’
রোহিত বিশেষ করে দুই অপরাজিত ব্যাটার শ্রেয়স ও জাদেজাকে প্রশংসায় ভরিয়ে দেন। ‘আমরা শুরুক দিকে দুই উইকেট হারাই, তাই চাইছিলাম কোনো একজন ব্যাট🤡ার যেন শেষ পর্যন্ত টিকে থাকে। জাড্ডু (জাদেজা) মাঠে নেমেই প্রথম বল থেকে ইতিবাচক ভঙ্গিমায় ব্যাটিং করে। শ্রেয়সও দারুণ খেলেছে।’ মত রোহিতের।
তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাജচ জিতে ইতিমধ্যেই সিরিজ ভারতের পকেটে। রবিবার (২৭ ফেব্রুয়ারি) কি তবে ভারতীয় দ😼লে পরিবর্তন চোখে পড়বে? খোলাখুলি না বললেও, সেদিকেই কিন্তু ইঙ্গিত দিচ্ছেন রোহিত। এই বিষয়ে তিনি বলেন, ‘যদি আমাদের মনে হয় বদল করা উচিত, তাহলে আমরা তা অবশ্যই করব।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।