প্রথম টি-টোয়েন্টিতে ২৮ বলে ঝোড়ো ৫৭ রান করেছিলেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে দ♋্বিতীয় টি-টোয়েন্টিতেও জ্বলে উঠলেন শ্রেয়স আইয়ার। ৪৪ বলে অপরাজিত ৭৪ রান করে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন শ্রেয়স।
প্রথম ওভারেই রোহিত শর্মা আউট হয়ে যাওয়ার পর ভারতের হয়ে তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন ২৭ বছর বয়সী শ্রেয়স। তারপর যে ছয়টি চার ও চার ছক্কায় সাজানো তাঁর ইনিংস বিশেষজ্ঞ থেকে সমর্থক, সকলেরই প্রশংসা কুড়িয়ে নিয়েছে। শ্রেয়সের শট নির্বাচনও সকলেরই নজর কেড়েছে। এই মꦬ্যাচের আগেই শ্রেয়সের সরে গিয়ে শট হাঁকানোর প্রবণতা নিয়ে মুখ খুলেছিলেন প্রাক্তন ভারতীয় তারকা ইরফান পাঠান। ক্রিজে ক্রমাগত এদিক ওদিক করলেও, তিনি যে ভারসাম্য বজায় রাখেন, তার প্রশংসা করেছিলেন ইরফান। এবার নিজের ট্রিগার মুভমেন্ট নিয়ে মুখ খুললেন শ্রেয়স ন♊িজেই।
ম্যাচ শেষে তিনি জানান, ‘ওটাই আমার গো-টু মুভমেন্ট এবং এর ফলে আমি যেমন বলটা বেশি ভালভাবে দেখতে পাই, তেমনই শরীরটাই শট মারার সময় মুক্ত বলে মনে হয়।’ আর ম্যাচে নিজের পরিকল্পনার বিষয়ে বলতে গিয়ে তিনি জানান, ‘সঠিকভাবে টাইমিং করাটা আমার জন্য ভীষণ জরুরি ছিল, কারণ বলটা সিম ও সুইং, দুইই হচ্ছিল। তবে কিছুক্ষণ প✅র আমি বুঝতে পারি বল স্পিন করছে না। তাই স্টেপ আউট করাটা ভাল সিদ্ধান্ত ছিল। এই মাঠে বল ঠিকঠাক টাইম না করলেও তো বাউন্ডারি হয়ে যাচ্ছিল।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।