ওয়ান ডে সিরিজে ভারতে🌠র হাতে ইতিহাসে প্রথমবার হোয়াইটওয়াশ হতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। তারপর আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হয়েছে। এবার আবার ভারত-উইন্ডিজ টি টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট নজর ফিরছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) ইডেন গার্ডেন্সে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে দুই দল।
ভারতীয়দের পর আইপিএলে ওয়েস্ট ইন্ডিজ থেকে সর্বাধিক ক্রিকেটার অংশ নিতে চলেছেন। ওয়েস্ট ইন্ডিজ তারকাদের নিলাম মাতানোটা নতুন কিছু নয়। তবে সেইসব হয়ে গিয়েছে। এখন সব ফোকাস সিরিজ জয়ের দিকে। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে কায়রন পোলার্ড বলেন, ‘আইপিএলের নিলাꦡম শেষ হয়ে গিয়েছে। এবার আবার আন্তর্জাতিক ক্রিকেট শুরু। আইপিএল আসলে তখন ওরা আবার ওই বিষয়ে ভাবনাচিন্তা করবে। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের হয়ে নিজের সেরাটা দাওয়াই সবার প্রধান লক্ষ্য হবে।’
আইপিএল নিলামে বিশাল বিশাল মূল্যে সব ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা বিক্রি হয়েছেন। রোমারিও শেফার্ড প🔯েয়েছেন ৭.৭৫ কোটি, পঞ্জাব কিংস ৬ কোটি টাকায় কিনেছে ওডিন স্মিথকে, নিকোলাস পুরান তো আকাশছোয়া ১০.৭৫ কোটি টাকায় বিক্রি হয়েছেন। এত বিরাট দামে বিক্রি হওয়ার পর ভারতের বিরুদ্ধে কি বাড়তি উদ্যম নিয়ে নিজেদের সেরাটা দেওয়ার বাড়তি প্রয়াশ করবেন না উইন্ডিজ তারকারা? পোল🍌ার্ডের মত কিন্তু ভিন্ন।
উইন্ডিজ অধিনায়ক সাফ জানিয়ে দিচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামলেই সকলে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করে, তার জন্য আইপিএলের চড়া দাম কোনো আলাদা প্রভাব ফেলবে না। ‘আমার কিন্তু এমনটা মনে হয় না। এই ক্রিকেটাররা সকলেই সুযোগ পেলে আন্তর্জাতিক ক্রিকেটে দলের হয়ে নিজেদের সেরাটা দিতে সবসময় বদ্ধপরিকর । ওরা তো আইপিএলে সুযোগ পেতই। তবে প্রতি ম্যাচেই মাঠে নেমে সকলে নিজেদের সেরা পারফরম্যান্সটাই ꧟সবসময় দেওয়ার চেষ্টা করে।’ দাবি পোলার্ডের।
ওয়ান ডে সিরিজে ভারতের হাতে হোয়াইটওয়𒆙াশ হলেও, ঘরের মাঠে ইংল্যান্ডকে শেষ টি-টোয়েন্টি সিরিজে ৩-২ হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সেই আত্মবিশ্বাস নিয়েই বুধবার ইডেনে মাঠে নামবে ক্যারিবিয়ান দল। শেষ দুই ওয়ান ডে ম্য়⭕াচে হাঁটুর সমস্যায় খেলতে পারেননি অধিনায়ক কায়রন পোলার্ড। প্রথম ওয়ান ডেতে তাঁরও দলে ফেরার কথা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।